স্বাস্থ্য দফতরের অধীনে একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে। চিকিৎসা ও স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত বিভিন্ন শাখায় এই নিয়োগ হতে চলেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, সব ক’টি পদেই চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মোট কয়েকটি গুরুত্বপূর্ণ পদে শূন্যপদ রয়েছে। তার মধ্যে রয়েছে অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট, ডেন্টাল সার্জেন, ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট, স্টাফ নার্স এবং মেডিক্যাল অফিসার। এই পদগুলির মধ্যে কিছু পদে একটি করে শূন্যপদ রয়েছে, আবার কিছু ক্ষেত্রে একাধিক শূন্যপদও রয়েছে।
advertisement
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট পদে একটি শূন্যপদ রয়েছে। এই পদে আবেদন করতে হলে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা থাকা আবশ্যক। নির্বাচিত প্রার্থী মাসিক ১৮ হাজার টাকা বেতন পাবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। ডেন্টাল সার্জেন পদেও একটি শূন্যপদ রয়েছে। আবেদনকারীর সংশ্লিষ্ট বিষয়ে ব্যাচেলর ডিগ্রি থাকা প্রয়োজন। এই পদে নিযুক্ত হলে মাসে ৪২ হাজার টাকা বেতন মিলবে। মুর্শিদাবাদ জেলা মুখ্য স্বাস্থ্য দফতর সুত্রে জানা গিয়েছে, ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট পদে একটি শূন্যপদ রয়েছে। এই পদে আবেদন করতে হলে প্রার্থীকে মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে।
আরও পড়ুনঃ বাজারের যে মাল্টিগ্রেইন আটা কিনছেন সেটা আদৌ ভেজাল নয় তো? বরং বাড়িতেই বানান, জানুন সহজ পদ্ধতি
পাশাপাশি সংশ্লিষ্ট বিভাগে কাজের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। এই পদে মাসিক বেতন ১০ হাজার টাকা। স্টাফ নার্স পদে সব থেকে বেশি শূন্যপদ রয়েছে। মোট ২১ শূন্যপদে স্টাফ নার্স নিয়োগ করা হবে। আবেদনকারীর নার্সিং-এ ডিগ্রি থাকা আবশ্যক। নির্বাচিত প্রার্থীরা মাসে ২৫ হাজার টাকা বেতন পাবেন।
এ ছাড়াও মেডিক্যাল অফিসার পদে চারটি শূন্যপদ রয়েছে। এই পদে আবেদন করতে হলে এমবিবিএস ডিগ্রি থাকা প্রয়োজন। মাসিক বেতন হিসাবে ৬০ হাজার টাকা দেওয়া হবে বলে জানানো হয়েছে। জেলা প্রশাসনের তরফে আরও জানানো হয়েছে, এই পদগুলি ছাড়াও আরও একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে। তবে সব ক’টি পদেই চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। প্রাথমিক ভাবে কাজের মেয়াদ থাকবে এক বছর। প্রয়োজন অনুযায়ী সেই মেয়াদ বৃদ্ধি করা হতে পারে।






