ইতিমধ্যেই আইআইটি খড়্গপুরের অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিশেষ এক প্রকল্পে গবেষণা সংক্রান্ত কাজের জন্য একজন কর্মী নিয়োগ করতে চলেছে ভারতের প্রযুক্তিবিদ্যার প্রাচীনতম এই প্রতিষ্ঠানটি। গবেষণার ইচ্ছে থাকলে এখনই আবেদন জানান।
advertisement
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশেষ এই প্রকল্পে কাজের জন্য রিসার্চ অ্যাসোসিয়েট নিয়োগ করবে আইআইটি খড়গপুর। খড়্গপুরের অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। All India Co-Ordinated Research Project on Post Harvest Technology(Central Institute of Post Harvest Engineering & TechnologyP. O. Pau, Ludhiana,Punjab- 141 004) এর আর্থিক সহযোগিতায় Harvest and Post Harvest Engineering and Technology-I (salaries)(HPT-1_HPT) প্রকল্পে কাজের জন্য একজন গবেষক নিয়োগ করা হবে।
সংক্ষিপ্ত সময়ে অস্থায়ী ভিত্তিতে বিশেষ প্রকল্পে কাজের জন্য এই ব্যক্তিকে নিযুক্ত করবে আইআইটি খড়্গপুর। জানা গিয়েছে, আবেদনের জন্য আবেদনকারীর বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। সে ক্ষেত্রে আবেদনের জন্য কোন আবেদন মূল্য লাগবে না। চার কিংবা পাঁচ বছরের ব্যাচেলর ডিগ্রীর সঙ্গে বায়োটেকনোলজি এবং ফুড প্রসেস টেকনোলজিতে মাস্টার ডিগ্রী অথবা পিএইচডি থাকতে হবে তবেই আবেদন জানানো যাবে। শুধু তাই নয়, ইলেকট্রনিকেল সেন্সর ডেভেলপমেন্ট অথবা ফুট প্রসেসিং বিষয়ে অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়।
আবেদনের জন্য আবেদনকারীকে প্রথমে আইআইটি খড়্গপুরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে টেম্পোরারি জবস পজিশনে গিয়ে মূল বিজ্ঞপ্তি দেখে আবেদন জানাতে হবে। আবেদন জানানোর শেষ তারিখ ২৯ মে ২০২৫। বিশদে জানতে মূল বিজ্ঞপ্তি দেখতে পারেন ।
রঞ্জন চন্দ