বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশেষ এক প্রকল্পে কাজের জন্য চুক্তিভিত্তিক গবেষক প্রয়োজন। বিশেষ এই প্রকল্পে কাজের জন্য জুনিয়র রিচার্জ অফিসার নিয়োগ করবে আইআইটি খড়গপুর। টাটা কনসালটেন্সি সার্ভিসের আর্থিক সহযোগিতায় Cardiac Modelling of Pediatric heart(CGP) বিশেষ প্রকল্পে কাজের জন্য জুনিয়ার রিসার্চ অফিসার নিয়োগ করবে প্রতিষ্ঠানটি। ইতিমধ্যে অনলাইন মাধ্যমে আবেদন প্রক্রিয়া শুরু করেছে প্রযুক্তিবিদ্যার এই প্রতিষ্ঠান।
advertisement
আরও পড়ুন: পুরোদমে রাজনীতিতে ফিরতে চান! বিধানসভার স্পিকারকে চিঠি পার্থ চট্টোপাধ্যায়ের!
বিজ্ঞপ্তিতে এও জানানো হয়েছে, মেকানিক্যাল কিংবা বায়ো-মেডিক্যাল বিষয় নিয়ে ফার্স্ট ক্লাস এমটেক ডিগ্রি কিংবা মেকানিক্যাল, এরোস্পেস, কেমিক্যাল, বায়ো-মেকানিক্যাল যে কোনও বিষয়ে বিটেক ডিগ্রি থাকলে আবেদন জানাতে পারবেন। এক্ষেত্রে প্রয়োজন অভিজ্ঞতারও। অস্থায়ী ভিত্তিতে একজন কর্মী নিয়োগ করা হবে। প্রাথমিকভাবে ৩২ মাসের চুক্তিতে নিয়োগ করা হবে একজন কর্মী। যোগ্যতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে প্রতি মাসে বেতন ৬১ হাজার টাকা। বয়সসীমা ৩২ বছরের মধ্যে।
আবেদনের জন্য কোনও আবেদন মূল্য লাগবে না। যোগ্যতা এবং অভিজ্ঞতা থাকলে ৭ ডিসেম্বর ২০২৫-এর মধ্যে অনলাইন মাধ্যমে মূল বিজ্ঞপ্তি দেখে আবেদন জানাতে হবে। প্রথম খড়্গপুরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে টেম্পোরারি জবস পজিশনে গিয়ে মূল বিজ্ঞপ্তি দেখে অনলাইনে আবেদন জানাতে হবে। বিশদে জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।






