Partha Chatterjee: পুরোদমে রাজনীতিতে ফিরতে চান! বিধানসভার স্পিকারকে চিঠি পার্থ চট্টোপাধ্যায়ের!

Last Updated:

Partha Chatterjee: বিধানসভাকে এখনও প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ চিঠি পাঠায়নি। তারা রিলিজের ব্যাপারে চিঠি না দিলে অধিবেশনে যোগ দেওয়া নিয়ে সংশয় রয়েছে বলেই বিধানসভা সূত্রে খবর।

স্পিকারকে চিঠি পার্থর
স্পিকারকে চিঠি পার্থর
কলকাতা: জামিনে মুক্তি পাওয়ার পর এবার বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠালেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়সেই চিঠিতে তিনি জানালেন, বিধানসভা অধিবেশনে তিনি যোগ দিতে চান। বিধানসভার শীতকালীন অধিবেশনের বিষয়ে বিধানসভার স্পিকারের কাছে তাই চিঠি পাঠালেন পার্থ।
advertisement
কিন্তু বিধানসভাকে এখনও প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ চিঠি পাঠায়নি তারা রিলিজের ব্যাপারে চিঠি না দিলে অধিবেশনে যোগ দেওয়া নিয়ে সংশয় রয়েছে বলেই বিধানসভা সূত্রে খবরজেলমুক্তির পর বাড়ি ফিরেই ঘনিষ্ঠবৃত্তে পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছিলেন তিনি কাজে ফিরতে চানশোনা গিয়েছিল, বিধানসভায় শীতকালীন অধিবেশনেও নাকি যোগ দিতে চাইছেন তিনি। সেখানে সমস্যা একটাই, তিনি কোথায় বসবেন। কারণ, তৃণমূলের টিকিটে জিতলেও দল তাঁকে সাসপেন্ড করেছে। ফলে নিজের পছন্দের আসনে বসতে পারবেন না তিনি
advertisement
advertisement
বিধানসভার অধিবেশন কক্ষে স্পিকারের ডানদিকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা। তারপর বৃত্তাকারভাবে বসেন শাসক দলের বিধায়করাস্পিকারের বামদিকে বসেন বিজেপির বিধায়করাতৃণমূলবিজেপির মধ্যবর্তী আসনে বসেন আইএসএফের একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকিসাসপেন্ডেড তৃণমূল বিধায়ক পার্থ চট্টোপাধ্যায় ফিরলে তিনি কোন আসনে বসবেন, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে
advertisement
যদিও শাসকদলের তরফে এবিষয়ে মুখ খোলেননি কেউ। কারণ, পার্থকে ৬ বছরের জন্য সাসপেন্ড করেছে দল। তিনি এই মুহূর্তে তৃণমূল পরিবারের অংশ নন। ফলে মনে করা হচ্ছে, নওশাদ যে জায়গায় বসেন, তার পাশেই বেহালা পশ্চিমের পাঁচবারের বিধায়ক পার্থর বসার ব্যবস্থা করা হতে পারে।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Partha Chatterjee: পুরোদমে রাজনীতিতে ফিরতে চান! বিধানসভার স্পিকারকে চিঠি পার্থ চট্টোপাধ্যায়ের!
Next Article
advertisement
‘এক এক করে আমার সব সহ-অভিনেতা চলে যাচ্ছেন, এবার ধরমজিও চলে গেলেন...’, শোকাহত আশা পারেখ ভাগ করে নিলেন ধর্মেন্দ্রর স্মৃতি
এক এক করে আমার সব সহ-অভিনেতা চলে যাচ্ছেন, এবার ধরমজিও চলে গেলেন, শোকাহত আশা পারেখ
  • এক এক করে আমার সব সহ-অভিনেতা চলে যাচ্ছেন

  • এবার ধরমজিও চলে গেলেন

  • শোকাহত আশা পারেখ ভাগ করে নিলেন ধর্মেন্দ্রর স্মৃতি

VIEW MORE
advertisement
advertisement