TRENDING:

Job News: ম্যানেজার থেকে শুরু করে ল্যাব অ্যাসিস্ট্যান্ট-চুক্তিভিত্তিক কর্মী নেওয়া হচ্ছে স্বাস্থ্য দফতরে! আবেদন করুন

Last Updated:

Job News: কোচবিহার জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির উদ্যোগে একাধিক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোচবিহার, অনন্যা দে: স্বাস্থ্য দফতরে কাজ করার ইচ্ছে থাকলে, সুবর্ণ সুযোগ কড়া নাড়ছে আপনার দোরগোড়ায়।কোচবিহারে স্বাস্থ্য দফতরের একাধিক পদে নিয়োগ হতে চলেছে। অনলাইনে আবেদন শুরু হতে চলেছে। কোচবিহার জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির উদ্যোগে একাধিক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
স্বাস্থ্য ভবন 
স্বাস্থ্য ভবন 
advertisement

বিজ্ঞপ্তি নম্বর ৫৭৫৩ অনুযায়ী, সমস্ত পদই চুক্তিভিত্তিক। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে বলা হয়েছে।জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, নিয়োগ করা হবে Block Epidemiologist (BPHU), Block Public Health Manager (BPHU), Laboratory Technician (BPHU), Medical Officer (UHWC), Staff Nurse (UHWC) এবং Community Health Assistant (UHWC) পদে। এছাড়াও নিয়োগ হবে Consultant Quality Monitoring (Facility) (QA) পদেও, যা XV Finance Commission Health Grant প্রকল্পের অন্তর্ভুক্ত।

advertisement

নিয়োগ হবে জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে কোচবিহার জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতিতে। প্রতিটি পদই নির্দিষ্ট সময়ের জন্য চুক্তিভিত্তিক হবে এবং যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে নির্বাচন করা হবে বলে জানা যায়।আবেদনকারীদের জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া চালু হয়েছে।

View More

সেরা ভিডিও

আরও দেখুন
আয়োজন তুঙ্গে, কিন্তু কুমোরপাড়ায় মনখারাপ! কার্তিকের অর্ডার বাইরের শিল্পীদের
আরও দেখুন

আগ্রহীরা বিস্তারিত তথ্য, যোগ্যতার শর্ত, এবং আবেদন পদ্ধতি জানতে পারবেন জেলা প্রশাসনের ওয়েবসাইটেwww.coochbehar.nic.inএবং রাজ্য স্বাস্থ্য দপ্তরের সরকারি ওয়েবসাইটে—www.wbhealth.gov.inকর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, সমস্ত আবেদন অনলাইনের মাধ্যমেই গৃহীত হবে এবং নির্দিষ্ট সময়ের পর কোনও আবেদন গ্রহণ করা হবে না। তাই যোগ্য প্রার্থীদের সময়সীমার মধ্যে আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/শিক্ষা/
Job News: ম্যানেজার থেকে শুরু করে ল্যাব অ্যাসিস্ট্যান্ট-চুক্তিভিত্তিক কর্মী নেওয়া হচ্ছে স্বাস্থ্য দফতরে! আবেদন করুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল