সংস্থায় নিয়োগ হবে ডেপুটি ম্যানেজার পদে। মোট শূন্যপদের সংখ্যা ১২২। সংস্থার হিউম্যান রিসোর্স, ফিন্যান্স অ্যান্ড অ্যানালিটিক্স, কনট্র্যাক্টস অ্যান্ড মেটিরিয়ালস ম্যানেজমেন্ট, লিগ্যাল-সহ নানা ক্ষেত্রে কর্মীরা কাজের সুযোগ পাবেন। নিযুক্তদের কর্মস্থল হবে দেশের বিভিন্ন অঞ্চল।
আরও পড়ুন: যত দিন যাচ্ছে, পাল্লা দিয়ে বাড়ছে হার্টের অসুখ! হৃদরোগ ঠেকাতে চিকিৎসক দেবী শেঠির জরুরি পরামর্শ জানুন
advertisement
ডেপুটি ম্যানেজার পদে আবেদনকারীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। অন্যদিকে, জুনিয়র হিন্দি ট্রান্সলেটর পদে আবেদনের বয়ঃসীমা ২১ থেকে ৩০ বছর। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। ডেপুটি ম্যানেজার পদে বেতন বাবদ মাসে ৮৬,৯৫৫ টাকা এবং জুনিয়র হিন্দি ট্রান্সলেটর পদে বেতন বাবদ মাসে ৫৪,৮৭০ টাকা দেওয়া হবে।
আরও পড়ুন: বিনামূল্যে অফুরান মহৌষধ, ভিটামিন ডি গায়ে মাখতে কখন রোদ পোহানোর সেরা সময় বলে দিলেন চিকিৎসক
প্রতি পদে আবেদনের জন্য যোগ্যতার ভিন্ন মাপকাঠি রয়েছে, যা মূল বিজ্ঞপ্তিতে বিশদে জানানো হয়েছে। বিভিন্ন পদে নিয়োগের যোগ্যতা যাচাই করা হবে আলাদা ভাবে। যেমন ডেপুটি ম্যানেজার পদে অনলাইন পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে মেধা যাচাই করা হবে। অন্য দিকে, জুনিয়র হিন্দি ট্রান্সলেটর পদে আবেদনকারীদের মূল্যায়ন করা হবে প্রিলিমিনারি টেস্ট এবং অ্যাডভান্সড টেস্টের মাধ্যমে।
আগ্রহীরা এ জন্য সংস্থার ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র-সহ অন্য নথি জমা দিতে পারবেন। ডেপুটি ম্যানেজার পদে আবেদনমূল্যের পরিমাণ ৫০০ টাকা এবং জুনিয়র হিন্দি ট্রান্সলেটর পদে আবেদনমূল্য ১৫০ টাকা। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। আগামী ২৭ নভেম্বর আবেদনের শেষ দিন। এ বিষয়ে বিস্তারিত জানতে সংস্থার ওয়েবসাইটটি দেখে নিতে হবে।
