বিজ্ঞানের কোনও বিষয়ে ডক্টরাল ডিগ্রি কিংবা ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজি যে কোনও বিষয়ে মাস্টার্স ডিগ্রি থাকলে আবেদন জানাতে পারবেন। বিশেষ এক প্রকল্পে কাজের জন্য অস্থায়ী ভিত্তিতে প্রজেক্ট সাইন্টিস্ট গ্রেড থ্রি নিয়োগ করবে আইআইটি খড়গপুর। ইলেকট্রনিক্স এবং ইনফরমেশন টেকনোলজি মন্ত্রকের আর্থিক সহযোগিতায় Multi-level Al based Anemia screening technology with a combination of non-invasive and minimally invasive devices for Extreme Point of Care settings(HGS_SC) প্রকল্পে কাজের জন্য একজন অস্থায়ী ভিত্তিতে গবেষক নিয়োগ করবে আইআইটি খড়গপুর।
advertisement
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিজ্ঞানের কোনও বিষয়ে ডক্টরাল ডিগ্রি কিংবা ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজি যে কোনও বিষয়ে মাস্টার্স ডিগ্রি থাকলে আবেদন জানান যাবে। শুধু তাই নয়, সিনিয়ার সাইন্টিস্ট হিসেবে থাকতে হবে অভিজ্ঞতা। বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, আইআইটি খড়গপুরের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের তত্ত্বাবধানে নিযুক্ত প্রজেক্ট সাইন্টিস্ট গ্রেড থ্রি প্রতিমাসে ১০৭০০০ টাকা সাম্মানিক দেওয়া হবে। সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে এই কর্মী নিয়োগ করা হবে।
আবেদনকারীকে প্রথমে আইআইটি খড়গপুরের ট্রঅফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে টেম্পোরারি জবস পজিশনে গিয়ে মূল বিজ্ঞপ্তি দেখে আবেদন জানাতে হবে। আবেদন জানানোর শেষ তারিখ ৯ ডিসেম্বর ২০২৫। বিশদে জানতে মূল বিজ্ঞপ্তি টি দেখতে পারেন।






