আইআইটি খড়গপুরে ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে। শূন্যপদ একটি। নিযুক্ত ব্যক্তির কাজের মেয়াদ থাকবে এক বছর, যা তাঁর কর্মদক্ষতার ভিত্তিতে বাড়িয়ে দু’বছর করা হতে পারে। পারিশ্রমিক হবে মাসে ৫৫,০০০ টাকা।
আরও পড়ুন: বয়স অনুযায়ী হাঁটার পরিমাণ আলাদা, রোজ যত খুশি হাঁটলে উল্টে শরীরের ক্ষতি! কতটা হাঁটবেন জানুন
সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমা স্থির করা হয়েছে ৩০ বছর। এ ছাড়া, তাঁদের ডেন্টাল সার্জারিতে ব্যাচেলর্স ডিগ্রির সঙ্গে এক বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে।
advertisement
আরও পড়ুন: আপনার বয়স ১৮ থেকে ২৬-এর মধ্যে হলে, রয়েছে বিরাট বেতনের দারুণ চাকরির সুযোগ! বিশদে জানুন
আগ্রহীদের আগামী ১৬ নভেম্বরের মধ্যে আবেদনপত্র-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ইমেল আইডিতে পাঠাতে হবে। এর পর ১৭ নভেম্বর হবে ইন্টারভিউ। ওই দিন প্রতিষ্ঠানে দুপুর ২টো নাগাদ প্রার্থীদের উপস্থিত হতে হবে। এ বিষয়ে বিশদ জানতে প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।
