প্রতিষ্ঠানের তরফে কর্মী নিয়োগ করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। এর জন্য তাঁদের আগে থেকে আবেদন জানাতে হবে না। বিভিন্ন প্রকল্পে প্রিন্সিপাল প্রোজেক্ট অ্যাসোসিয়েট, সিনিয়র প্রজেক্ট অ্যাসোসিয়েট, প্রজেক্ট অ্যাসোসিয়েট, প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট জুনিয়র রিসার্চ ফেলো এবং সিনিয়র রিসার্চ ফেলো পদে নিয়োগ হবে।
advertisement
মোট শূন্যপদের সংখ্যা ৩০। বিভিন্ন পদে কাজের মেয়াদ থাকবে ২০২৬ সালের মার্চ বা অক্টোবর মাস পর্যন্ত। নিযুক্তদের কাজের দক্ষতা এবং প্রয়োজন অনুযায়ী এই মেয়াদ আরও বাড়ানো হতে পারে। বিভিন্ন পদে আবেদনের জন্য আলাদা বয়সসীমা রয়েছে। কিছু পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমা ৩২ বা ৩৫ বছর। বাকি পদগুলিতে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে। পদ অনুযায়ী, নিযুক্তদের সর্বাধিক বেতন হতে পারে মাসে ৪৯,০০০ টাকা।
আরও পড়ুন: বয়স অনুযায়ী হাঁটার পরিমাণ আলাদা, রোজ যত খুশি হাঁটলে উল্টে শরীরের ক্ষতি! কতটা হাঁটবেন জানুন
প্রতিটি পদে আবেদনের জন্য যোগ্যতার ভিন্ন মাপকাঠির বিষয়ে মূল বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে। প্রতিষ্ঠানে আগামী ৩ এবং ৪ নভেম্বর নিয়োগের ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। প্রার্থীদের বিজ্ঞপ্তি অনুযায়ী ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্য নথি নিয়ে প্রতিষ্ঠানে সকাল সাড়ে ৯টা থেকে ১১টার মধ্যে উপস্থিত হতে হবে। আগ্রহীরা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিন।
