TRENDING:

Job News 2025: ল্যাঙ্গুয়েজ-ডিজাইন-আইন থেকে ম্যানেজমেন্টের বহু কোর্সের সুযোগ, পড়ুয়াদের পাশে রামকৃষ্ণ মিশন! বিশদে জানুন

Last Updated:

Job News 2025: রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির এবং এসসিডিএল এর যৌথ উদ্যোগে চাকরি বিষয়ক বিভিন্ন কোর্সের উদ্যোগ নেওয়া হয়েছে। জানুন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া: রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির এবং এসসিডিএল-এর যৌথ উদ্যোগে চাকরি বিষয়ক বিভিন্ন কোর্সের উদ্যোগ নেওয়া হয়েছে। সমাজের সকল স্তরের মানুষের জন্য জন্য উন্মুক্ত ও দূরশিক্ষণ পদ্ধতিতে বিভিন্ন চাকরিমুখী সার্টিফিকেট এবং ডিপ্লোমা কোর্স প্রদানের জন্য রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির (RKMV) এবং সিম্বিওসিস সেন্টার ফর ডিসট্যান্স লার্নিং (SCDL) এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষরিত হয়েছে।
বেলুড় রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরে চাকরি সংক্রান্ত বিভিন্ন কোর্স
বেলুড় রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরে চাকরি সংক্রান্ত বিভিন্ন কোর্স
advertisement

এখন থেকে রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির SCDL কোর্সের জন্য পশ্চিমবঙ্গে ছাত্র সহায়তা কেন্দ্র (SSC) এবং পরীক্ষা কেন্দ্র হিসেবে কাজ করবে, যার সমন্বয়কারী হিসেবে থাকবেন স্বামী ইন্দ্রেশানন্দ।

আরও পড়ুন: মজা করে MRI করিয়ে মারাত্মক কাণ্ড, সারার শরীরে যা ধরা পড়ল ভাবতে পারবেন না!

পশ্চিমবঙ্গের যে কোনও স্নাতক বা স্নাতকোত্তর শিক্ষার্থী রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরে এসে সিম্বিওসিস সেন্টার ফর ডিসট্যান্স লার্নিং কোর্সের জন্য অনুসন্ধান এবং নাম নথিভুক্ত করতে পারবেন। সংশ্লিষ্ট সকলকে এই বিষয়ে সকল নোটিস লক্ষ্য করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

advertisement

View More

SCDL কোর্সে যে কোনও প্রশ্ন এবং ভর্তির জন্য, রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির, প্লেসমেন্ট এবং ক্যারিয়ার কাউন্সেলিং সেলের বিজ্ঞপ্তি দেখে নিতে পারেন। ২০০১ সালে প্রতিষ্ঠার পর থেকে, শিক্ষার মান উন্নত করার লক্ষ্যে চমৎকার শিক্ষা প্রদানের ক্ষেত্রে দ্রুত অগ্রগতি অর্জন করেছে, বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির (RKMV) এবং সিম্বিওসিস সেন্টার ফর ডিসট্যান্স লার্নিং (SCDL) এর উদ্যোগে যে সমস্ত বিষয়ে শিক্ষাদান করা হচ্ছে সেগুলো দেখে নিন এক নজরে :

advertisement

আরও পড়ুন: মে মাসেই মাধ্যমিক ২০২৫-এর ফলপ্রকাশ, সম্ভাব্য দিন ঘোষণা পর্ষদের! দ্রুত রেজাল্ট আউট করতে বড় উদ্যোগ

ইনফরমেশন টেকনোলজি

স্নাতকোত্তর ডিপ্লোমা:- টিটি, ডাটা সাইন্স টেকনিকাল রাইটিং ইন বিসনেস ম্যানেজমেন্ট

স্নাতকোত্তর সার্টিফিকেট- বিসনেস এনালাইসিস, ডিজিটাল মার্কেটিং

সার্টিফিকেট কোর্স- ব্লকচেন টেকনোলজি, এডব্লুএস সল্যুশনস আর্কিটেক্ট-অ্যাসোসিয়েট

আইন

স্নাতকোত্তর ডিপ্লোমা-বিসনেস এন্ড কর্পোরেট ল

advertisement

স্নাতকোত্তর সার্টিফিকেট- সাইবার ল

সার্টিফিকেট কোর্স- ইন্টালেকচুয়াল প্রপার্টি রাইট

শিক্ষা এবং মানবিক

স্নাতকোত্তর ডিপ্লোমা- এডুকেশন অ্যাডমিনিস্ট্রেশন, প্রি-প্রাইমারি টিচার্স ট্রেনিং, স্কুল কাউন্সেলিং, সাইকোলজিকাল কাউন্সেলিং, জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশন |

ডিপ্লোমা- ক্রিয়েটিভ রাইটিং ইন ইংলিশ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেকনোলজি

ডিজাইন

স্নাতকোত্তর ডিপ্লোমা- ইন্সট্রাকশনাল ডিজাইন

স্নাতকোত্তর সার্টিফিকেট- ডিজাইন থিংকিং

ম্যানেজমেন্ট

advertisement

স্নাতকোত্তর ডিপ্লোমা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন- মার্কেটিং, ফিনান্স এইচআর, অপারেশনস, ম্যানেজমেন্ট একাউন্টিং

স্নাতকোত্তর ডিপ্লোমা-ইন্টারন্যাশনাল বিসনেস, ব্যাঙ্কিং এন্ড ফিনান্স, হিউমান রিসোর্স ম্যানেজমেন্ট, ইন্সুরেন্স ম্যানেজমেন্ট, রিটেল ম্যানেজমেন্ট, প্রজেক্ট ম্যানেজমেন্ট, এনার্জি ম্যানেজমেন্ট, এক্সপোর্ট ইম্পোর্ট ম্যানেজমেন্ট, কাস্টমার রিলেসনশিপ ম্যানেজমেন্ট, সাপ্লাই চেন ম্যানেজমেন্ট, পার্সোনাল এন্ড এইচআরএম

স্নাতকোত্তর সার্টিফিকেট- হেলথকেয়ার ম্যানেজমেন্ট, ফিনটেক, স্ট্রাটেজিক ম্যানেজমেন্ট, ইভেন্ট ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট একাউন্টিং, এন্টারপ্রেনেরশিপ ডেভেলপমেন্ট, এগ্রিবিসনেস ম্যানেজমেন্ট

সার্টিফিকেট কোর্স- ভার্চুয়াল ওয়ার্কফোর্স ম্যানেজমেন্ট,ওয়েইট ম্যানেজমেন্ট,পাকিং এন্ড মার্কেটিং অফ ফুড প্রোডাক্টস |

এমনকী এখান থেকে কোর্স শেষের পর বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক সংস্থায় মিলবে প্লেসমেন্টের সুযোগও রয়েছে।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

রাকেশ মাইতি

বাংলা খবর/ খবর/শিক্ষা/
Job News 2025: ল্যাঙ্গুয়েজ-ডিজাইন-আইন থেকে ম্যানেজমেন্টের বহু কোর্সের সুযোগ, পড়ুয়াদের পাশে রামকৃষ্ণ মিশন! বিশদে জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল