TRENDING:

Job Vacancy: কর্মী নিয়োগ করবে ভারতীয় ডাক বিভাগ! বেতন ৮১০০০ টাকা!

Last Updated:

Job Vacancy: India Post Recruitment 2021: বিশদে জানতে প্রার্থীরা ইন্ডিয়া পোস্টের অফিসিয়াল ওয়েবসাইটে indiapost.gov.in গিয়ে খোঁজ নিতে পারেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: সম্প্রতি উত্তরাখণ্ড সার্কেলের চিফ পোস্টমাস্টার জেনারেলের (Chief Postmaster General) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে স্পোর্টস কোটার আওতায় বিভিন্ন পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ইন্ডিয়া পোস্টের অফিসিয়াল ওয়েবসাইটে indiapost.gov.in গিয়ে খোঁজ নিতে পারেন।
advertisement

India Post Recruitment 2021: বেতনক্রম

পোস্টাল অ্যাসিস্ট্যান্ট/ শর্টিং অ্যাসিস্ট্যান্ট: মাসিক ২৫৫০০ টাকা থেকে ৮১০০০ টাকা

পোস্টম্যান: মাসিক ২১৭০০ টাকা থেকে ৬৯১০০ টাকা

মাল্টিটাস্কিং স্টাফ: মাসিক ১৮০০০ টাকা থেকে ৫৬৯০০ টাকা

আরও পড়ুন - Job Vacancy: চাকরির মেগা খবর! ২৭৮৯ পদে ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

advertisement

এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:

সংস্থা: ভারতীয় ডাক বিভাগ, উত্তরাখণ্ড (India Post)

পদের নাম: পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, শর্টিং অ্যাসিস্ট্যান্ট, পোস্টম্যান এবং মাল্টিটাস্কিং স্টাফ

শূন্যপদের সংখ্যা: কিছু জানানো হয়নি

কাজের স্থান: উত্তরাখণ্ড সার্কেল

কাজের ধরন: সরকারি

নির্বাচন পদ্ধতি: কিছু জানানো হয়নি

আবেদন প্রক্রিয়া শুরু: কিছু জানানো হয়নি

আরও পড়ুন- T20 World Cup: Ind vs AFG: মেগা মোকাবিলার আগে বিশেষ ভিডিও বার্তা রশিদের, Viral Video

advertisement

শিক্ষাগত যোগ্যতা: দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ, স্থানীয় ভাষায় দক্ষতা, কম্পিউটারে সাধারণ জ্ঞান

পোস্টম্যান: দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ, স্থানীয় ভাষায় দক্ষতা, কম্পিউটারে সাধারণ জ্ঞান, ড্রাইভিং লাইসেন্স থাকা আবশ্যিক

মাল্টি টাস্কিং স্টাফ: দশম শ্রেণি উত্তীর্ণ, স্থানীয় ভাষায় দক্ষতা

বেতনক্রম: পোস্টাল অ্যাসিস্ট্যান্ট/ শর্টিং অ্যাসিস্ট্যান্ট: মাসিক ২৫৫০০-৮১০০০ টাকা, পোস্টম্যান: মাসিক ২১৭০০-৬৯১০০ টাকা, মাল্টিটাস্কিং স্টাফ: মাসিক ১৮০০০- ৫৬৯০০ টাকা

advertisement

আবেদন পদ্ধতি: কিছু জানানো হয়নি

আবেদনের শেষ দিন: কিছু জানানো হয়নি

India Post Recruitment 2021: বয়সসীমা

১ জানুয়ারি, ২০২১ তারিখ অনুযায়ী পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, শর্টিং অ্যাসিস্ট্যান্ট, পোস্টম্যান পদের জন্য ১৮ থেকে ২৭ বছরের বয়সসীমা নির্ধারণ করা হয়েছে। অন্য দিকে, মাল্টি টাস্কিং স্টাফ পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়সসীমা ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে।

advertisement

India Post Recruitment 2021: আবেদনের যোগ্যতা

পোস্টাল অ্যাসিস্ট্যান্ট/ শর্টিং অ্যাসিস্ট্যান্ট: প্রার্থীদের সরকার স্বীকৃত কোনও বোর্ড থেকে দ্বাদশ শ্রেণিতে উত্তীর্ণ হতে হবে। এছাড়া প্রার্থীদের কম্পিউটারে সাধারণ জ্ঞান থাকা বাঞ্ছনীয় এবং সেই বিষয়ে কোনও সরকার অধীনস্থ প্রতিষ্ঠান থেকে সার্টিফিকেট থাকা আবশ্যিক।

পোস্টম্যান: প্রার্থীদের সরকার স্বীকৃত কোনও বোর্ড থেকে দ্বাদশ শ্রেণিতে উত্তীর্ণ হতে হবে। বিষয় হিসেবে দশম শ্রেণি পর্যন্ত স্থানীয় ভাষা (হিন্দি) থাকতে হবে। প্রার্থীদের কম্পিউটারে সাধারণ জ্ঞান থাকা বাঞ্ছনীয়। এছাড়াও আবেদনকারী প্রার্থীদের ড্রাইভিং লাইসেন্স থাকা আবশ্যিক।

মাল্টি টাস্কিং স্টাফ: প্রার্থীদের সরকার স্বীকৃত কোনও বোর্ড থেকে দশম শ্রেণিতে উত্তীর্ণ হতে হবে। বিষয় হিসেবে দশম শ্রেণি পর্যন্ত স্থানীয় ভাষা (হিন্দি) থাকতে হবে।

সেরা ভিডিও

আরও দেখুন
দশমীতে রাবণ বধ! ১০১'তম বছরে 'মিনি ইন্ডিয়া'য় জ্বলল লঙ্কাধীস
আরও দেখুন

উল্লিখিত পদে আবেদন করতে ইচ্ছুক প্রার্থীরা নিয়োগ বিষয়ে আরও অধিক জানতে এই লিঙ্কটি https://www.indiapost.gov.in/VAS/Pages/Recruitment/IP_29102021_UK_Eng.pdf ব্যবহার করতে পারেন।

বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Job Vacancy: কর্মী নিয়োগ করবে ভারতীয় ডাক বিভাগ! বেতন ৮১০০০ টাকা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল