যে সব প্রার্থীরা আবেদন করতে ইচ্ছুক তাঁরা এই বিষয়ে আরও বিশদে জানতে JKPSC-র অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
JKPSC recruitment 2021: আবেদনের তারিখ
কমিশনের তরফে জানানও হয়েছে যে, আবেদন প্রক্রিয়া শুরু হবে ৮ সেপ্টেম্বর থেকে, প্রার্থীরা আগামী ৭ অক্টোবর, ২০২১ তারিখ পর্যন্ত আবেদনপত্র জমা দিতে পারবেন।
আরও পড়ুন : কর্নাটক DCET ২০২১-র আবেদন শুরু হয়েছে, হাতে রয়েছে আর মাত্র ক'দিন...
advertisement
JKPSC recruitment 2021:শূন্যপদের সংখ্যা
কমিশনের তরফে মোট ১৭৩ জন প্রার্থীকে নিয়োগ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানও হয়েছে।
JKPSC recruitment 2021:শূন্যপদের বিস্তারিত বিবরণ
ম্যাথম্যাটিকস: ৫টি পদ
বায়ো-কেমেস্ট্রি: ২টি পদ
এনভায়রমেন্টাল সায়েন্স: ১৫টি পদ
ইলেকট্রনিক্স: ৩টি পদ
কম্পিউটার অ্যাপ্লিকেশন/ BCA/ MCA: ১টি পদ
জিওগ্রাফি: ৮টি পদ
এডুকেশন: ৬টি পদ
হিন্দি: ১২টি পদ
পলিটিক্যাল সায়েন্স: ২৩টি পদ
উর্দু/ লিটারেচার: ১৫টি পদ
ইকোনমিক্স: ১৪টি পদ
হিস্ট্রি: ১০টি পদ
ফিলসফি: ৫টি পদ
স্যোসিওলজি: ২৬টি পদ
স্যাটিস্টিক্স: ১টি পদ
ইসলামিক স্টাডিজ: ৫টি পদ
কমার্স: ৩টি পদ
সেরিকালচার: ১টি পদ
ট্যুর এবং ট্র্যাভেল: ২টি পদ
ইনফরমেশন এবং টেকনোলজি: ৭টি পদ
ইন্ডাস্ট্রিয়াল কেমেস্ট্রি: ১টি পদ
বায়ো-ইনফরম্যাটিক্স: ৩টি পদ
BBA/MBA এবং ম্যানেজমেন্ট: ৫টি পদ
JKPSC recruitment 2021: আবেদনের বয়সসীমা
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী জেনারেল ক্যাটেগরির প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর ধার্য করা হয়েছে। অর্থাৎ, প্রার্থীদের জন্ম তারিখ ১ জানুযারি, ২০০৩ এর পরে এবং ১ জানুযারি ১৯৮১ এর আগে হলে হবে না।
RBA, SC, ST, EWS, ALC/IB, PSP এবং OSC ক্যাটেগরির প্রার্থীদের জন্য সর্বোচ্চ বয়সসীমা ৪৩ বছর ধার্য করা হয়েছে। অর্থাৎ প্রার্থীদের জন্ম তারিখ ১ জানুযারি, ২০০৩ এর পরে এবং ১ জানুযারি ১৯৭৮ এর আগে হলে হবে না। এছাড়া PHC ক্যাটেগরির প্রার্থীরা সর্বোচ্চ ৪২ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন।
JKPSC recruitment 2021: আবেদন ফি
জেনারেল ক্যাটেগরির প্রার্থীদের আবেদন ফি বাবদ ১০০০টাকা এবং সংরক্ষিত ক্যাটেগরির প্রার্থীদের ৫০০ টাকা দিতে হবে।