Recruitment 2021|| কর্নাটক DCET ২০২১-র আবেদন শুরু হয়েছে, হাতে রয়েছে আর মাত্র ক'দিন...

Last Updated:

Recruitment 2021: আবেদন করা যাচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট cetonline.karnataka.gov.in থেকে।

#বেঙ্গালুরু: কর্নাটক ডিপ্লোমা কমন এন্ট্রান্স টেস্ট বা DCET ২০২১ -এর জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদন করা যাচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট cetonline.karnataka.gov.in থেকে।
DCET ২০২১-এর জন্য আবেদন প্রক্রিয়া শুরু করেছে কর্নাটক একজামিনেশন অথরিটি।
গুরুত্বপূর্ণ তারিখ:
আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে। আবেদন করা যাবে ১৩ সেপ্টেম্বর, ২০২১ পর্যন্ত। এই দিন বিকেল ৫.৩০ পর্যন্ত আবেদনের জন্য লিঙ্ক খোলা থাকবে।
advertisement
১৩ তারিখ বিকেল পর্যন্ত আবেদন করা গেলেও আবেদন পত্রের ফি দেওয়া যাবে পরের দিন অর্থাৎ ১৪ সেপ্টেম্বর, ২০২১ পর্যন্ত।
advertisement
ইচ্ছুক প্রার্থীরা KEA-র অফিসিয়াল ওয়েবসাইট cetonline.karnataka.gov.in থেকে আবেদন করতে পারেন।
কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, প্রার্থীরা অ্যাডমিশন টিকিট ডাউনলোড করতে পারবেন অক্টোবর মাসে। অক্টোবরের ১১ তারিখ বেলা ১১টা থেকে ডাউনলোড করা যাবে।
কর্নাটক ডিপ্লোমা কমন এন্ট্রান্স টেস্ট হবে অক্টোবরের ২৩ তারিখ সকাল ১০টা খেকে বেলা ১টা পর্যন্ত।
কন্নড় ল্যাঙ্গুলেজ টেস্ট : (হরান্ডু এবং গাড়িনাড়ু কন্নাদিগা প্রার্থীদের জন্য) পরীক্ষাটি হবে ২৩ অক্টোবর,২০২১। দুপুর ৩টে থেকে বিকেল ৪টে পর্যন্ত।
advertisement
আবেদনপত্রের ফি:
আবেদনের জন্য ফি বাবদ ৬৫০ টাকা করে দিতে হবে জেনেরাল ক্যাটাগরির প্রার্থীদের। এক্ষেত্রে SC/ST বা ক্যাটাগরি -১ -এর প্রার্থীরা ছাড় পাবেন। আবেদনের জন্য ফি হিসেবে এই প্রার্থীদের ৫০০ টাকা করে দিতে হবে।
আবেদনের প্রক্রিয়া:
১. আবেদনের জন্য প্রথমেই KEA-র অফিসিয়াল ওয়েবসাইট cetonline.karnataka.gov.in-এ যেতে হবে।
২. একটি হোম পেজ আসবে, সেখানে Diploma CET -2021 অ্যাপ্লিকেশনের লিঙ্কে ক্লিক করতে হবে।
advertisement
৩. নতুন করে নিজের নাম রেজিস্ট্রেশন করতে হবে এখান থেকে।
৪. রেজিস্ট্রেশন হয়ে গেলে প্রার্থীরা একটি আবেদনপত্র পাবেন।
৫. অন্য দিকে, রেজিস্টার্ড ইমেলে একটি ইউজার আইডি পৌঁছে যাবে, সেটি দিয়ে লগ ইন করে নিতে হবে, প্রয়োজন হবে রেজিস্টার্ড ফোন নম্বরেরও।
৬. আবেদনপত্রের বাকি অংশ পূরণ হয়ে গেলে ছবি ও সই আপলোড করার অপশন আসবে। সেখান থেকে ছবি ও সই আপলোড করতে হবে (এক্ষেত্রে কোন ফরম্যাটে ছবি ও সই আপলোড করতে হবে তা দেখে নেওয়া ভালো আগে থেকে)।
advertisement
৭. আবেদনপত্র বাবদ ফি জমা দিতে হবে।
৮. আবেদনপত্রটি ভবিষ্যতের জন্য ডাউনলোড করে রেখে দিতে হবে।
view comments
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Recruitment 2021|| কর্নাটক DCET ২০২১-র আবেদন শুরু হয়েছে, হাতে রয়েছে আর মাত্র ক'দিন...
Next Article
advertisement
West Bengal Weather Update: বৃষ্টির পূর্বাভাস নেই রাজ্যে, তাপমাত্রা নেমেছে স্বাভাবিকে, শীতের আমেজ মিলবে কবে থেকে দেখে নিন
বৃষ্টির পূর্বাভাস নেই রাজ্যে, তাপমাত্রা নেমেছে স্বাভাবিকে, শীতের আমেজ মিলবে কবে দেখে নিন
  • বৃষ্টির পূর্বাভাস নেই রাজ্যে

  • তাপমাত্রা নেমেছে স্বাভাবিকে

  • শীতের আমেজ মিলবে কবে দেখে নিন

VIEW MORE
advertisement
advertisement