IISER Pune Recruitment 2021: আবেদনের তারিখ
গবেষনা প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে যে, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীরা আগামী ১০ অক্টোবর, ২০২১ তারিখ পর্যন্ত আবেদনপত্র জমা দিতে পারবেন। সে ক্ষেত্রে IISER-এর অফিসিয়াল ওয়েবসাইটেই প্রার্থীরা আবেদনপত্র পেয়ে যাবেন।
IISER Pune Recruitment 2021: প্রজেক্ট সংক্রান্ত ঘোষণা
IISER কর্তৃপক্ষ জানিয়েছে ডিপার্টমেন্ট অফ সায়েন্স এবং টেকনোলজির (Department of Science & Technology) অনুমোদনপ্রাপ্ত প্রজেক্ট “পাইলট প্রোগ্রাম অফ ইন্ডিয়া ইনোভেশন কমপিটেন্সি এনহ্যান্সমেন্ট প্রোগ্রামে” (Pilot Programme of India Innovation Competency Enhancement Program) এই নিয়োগ করা হবে। ডিপার্টমেন্ট অফ সায়েন্স এবং টেকনোলজির অধীনস্থ এই প্রজেক্টের কোড নম্বর ৩০১১৯৪৮৬।
advertisement
IISER Pune Recruitment 2021: শূন্যপদের সংখ্যা
প্রতিষ্ঠানের তরফে মোট ৬টি পদ রয়েছে বলে জানানো হয়েছে।
IISER Pune Recruitment 2021: শূন্যপদের বিস্তারিত বিবরণ
প্রিন্সিপাল টেকনিক্যাল অফিসার (পিটিও): ১টি পদ
সিনিয়ার টিচিং অ্যাসোসিয়েট (এসটিএ): ২টি পদ
টিচিং অ্যাসোসিয়েট (টিএ): ১টি পদ
অফিস অ্যাসিস্ট্যান্ট: ১টি পদ
ফাইন্যান্স ম্যানেজার: ১টি পদ
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ সায়েন্স এডুকেশন এবং রিসার্চ (IISER)
পদের নাম: প্রিন্সিপাল টেকনিক্যাল অফিসার (পিটিও), সিনিয়ার টিচিং অ্যাসোসিয়েট (এসটিএ), টিচিং অ্যাসোসিয়েট (টিএ), অফিস অ্যাসিস্ট্যান্ট, ফাইন্যান্স ম্যানেজার
শূন্যপদের সংখ্যা: ৬
কাজের স্থান: পুণে
কাজের ধরন: প্রজেক্ট সংক্রান্ত কাজ
নির্বাচন পদ্ধতি: কিছু জানানো হয়নি
আবেদন প্রক্রিয়া শুরু: বর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতা: কিছু জানানো হয়নি
বেতনক্রম: কিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতি: অনলাইন
আবেদনের শেষ দিন: ১০.১০.২০২১
IISER Pune Recruitment 2021: বিশেষ ঘোষণা
প্রতিষ্ঠানের তরফে প্রার্থীদের উদ্দেশ্যে বিশেষ ভাবে জানানো হয়েছে যে তাঁরা যেন আবেদনপত্রে তাঁদের সচল মোবাইল নম্বর এবং মেইল আইডি প্রদান করেন। এছাড়াও বর্তমান পাসপোর্ট সাইজের ছবি, সমস্ত প্রয়োজনীয় সার্টিফিকেটের ফটোকপি এবং ডকুমেন্ট সাবমিট করতে হবে। নিয়োগের সময় প্রার্থীদের বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার প্রমাণপত্র বিশেষ ভাবে যাচাই করা হবে।