TRENDING:

Government Job Vacancy: ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে এক লক্ষ টাকা-র বেশি বেতন, সরকারি চাকরির সুযোগ

Last Updated:

IOCL Recruitment 2021: বিশদে জানতে প্রার্থীরা IOCL-এর অফিসিয়াল ওয়েবসাইটে https://iocl.com গিয়ে খোঁজ নিতে পারেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: সম্প্রতি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের (Indian Oil Corporation Limited) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে বিভিন্ন পদে নিয়োগের (Government Job Vacancy) জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা IOCL-এর অফিসিয়াল ওয়েবসাইটে https://iocl.com গিয়ে খোঁজ নিতে পারেন।
advertisement

IOCL Recruitment 2021: আবেদনের তারিখ

বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের (Government Job Vacancy) আগামী ১২ অক্টোবর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। সে ক্ষেত্রে অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পাওয়া যাবে।

IOCL Recruitment 2021: কাজের স্থান

অসমের গুয়াহাটি, ডিগবয়, বঙ্গাইগাঁও, বিহারের বরাউনি, গুজরাটের ভদোদরা, পশ্চিমবঙ্গের হলদিয়া, উত্তরপ্রদেশের মথুরা, হরিয়ানার পানিপথ এবং ওড়িশার পারাদ্বীপ।

advertisement

আরও পড়ুন - Malaika Arora: ক্লিভলাইনের খাঁজের অবাধ আবেদন, উরু অবধি চেরা স্কার্ট, হট অবতার মালাইকা

IOCL Recruitment 2021: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ

প্রতিষ্ঠানের তরফে মোট ৫১৩টি শূন্যপদ পদ রয়েছে বলে জানানো হয়েছে।

জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট-IV (প্রোডাকশন): ২৯৬টি পদ

জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট-IV (পি এবং ইউ): ৩৫টি পদ

advertisement

জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট-IV (ইলেক্ট্রিক্যাল)/ জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট- IV: ৬৫টি পদ

জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট-IV (মেকানিক্যাল)/ জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট- IV: ৩২টি পদ

জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট-IV (ইন্সট্রুমেনটেশন)/ জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট- IV: ৩৭টি পদ

জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট-IV (ফায়ার এবং সেফটি): ১৪টি পদ

জুনিয়র কোয়ালিটি কন্ট্রোল অ্যানালিস্ট-IV: ২৯টি পদ

জুনিয়র ম্যাটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট-IV/ জুনিয়র টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট- IV: ৪টি পদ

advertisement

জুনিয়র নার্সিং অ্যাসিস্ট্যান্ট-IV: ১টি পদ

আরও পড়ুন- IPL 2021: CSK vs DC: চোখ বুঁজে, মাথা হেঁঠ, হাতজোড় করে Ziva-র প্রার্থণা, Dhoni-র মেয়ের ছবি ভাইরাল

এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:

সংস্থা: ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (IOCL)

পদের নাম: জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট ও অন্যান্য

শূন্যপদের সংখ্যা: ৫১৩

advertisement

কাজের স্থান: আসাম, বিহার, পশ্চিমবঙ্গ, উত্তর প্রদেশ, হরিয়ানা, ওড়িশা

কাজের ধরন: সরকারি (Government Job Vacancy)

নির্বাচন পদ্ধতি: কিছু জানানো হয়নি

আবেদন প্রক্রিয়া শুরু: বর্তমানে চলছে

শিক্ষাগত যোগ্যতা: কিছু জানানো হয়নি

বেতনক্রম: ২৫,০০০ থেকে ১,০৫,০০০

আবেদন পদ্ধতি: অনলাইন, অফলাইন

আবেদনের শেষ দিন: ১২.১০.২০২১

IOCL Recruitment 2021: বয়সসীমা

৩০.০৯.২০২১ তারিখ অনুযায়ী প্রার্থীদের ১৮ থেকে ২৬ বছর বয়সী হতে হবে। তবে সরকারি নিয়ম অনুযায়ী বয়সসীমায় ছাড় দেওয়া হয়েছে।

IOCL Recruitment 2021: কী ভাবে আবেদন করতে হবে?

স্টেপ-১ IOCL-এর অফিসিয়াল ওয়েবসাইটে www.iocl.com গিয়ে ‘হোয়াটস নিউ’ অপশনে ক্লিক করতে হবে। এর পর 'Requirement of Experienced Non-Executive Personnel 2021 in IOCL’ লেখা লিঙ্কে গিয়ে ‘ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন’ অপশনে ক্লিক করে আবেদনপত্রটি পূরণ করতে হবে।

সেরা ভিডিও

আরও দেখুন
ঘরে বসে এইভাবে হচ্ছে 'মোটা' ইনকাম, পথ দেখাচ্ছেন গৃহবধূ! বড় সুযোগ মিস করবেন না
আরও দেখুন

স্টেপ-২ ফর্ম পূরণের পর একটি হার্ড কপি, প্রয়োজনীয় স্ব-স্বাক্ষরিত ডকুমেন্ট সহ প্রতিষ্ঠানের নিজস্ব ঠিকানায় পাঠাতে হবে। প্রার্থীদের ফর্ম পূরণের পূর্বে সম্পূর্ণ নোটিসটি ভালো করে পড়ে নিতে হবে।

বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Government Job Vacancy: ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে এক লক্ষ টাকা-র বেশি বেতন, সরকারি চাকরির সুযোগ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল