TRENDING:

Government Job Vacancy: ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে এক লক্ষ টাকা-র বেশি বেতন, সরকারি চাকরির সুযোগ

Last Updated:

IOCL Recruitment 2021: বিশদে জানতে প্রার্থীরা IOCL-এর অফিসিয়াল ওয়েবসাইটে https://iocl.com গিয়ে খোঁজ নিতে পারেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: সম্প্রতি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের (Indian Oil Corporation Limited) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে বিভিন্ন পদে নিয়োগের (Government Job Vacancy) জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা IOCL-এর অফিসিয়াল ওয়েবসাইটে https://iocl.com গিয়ে খোঁজ নিতে পারেন।
advertisement

IOCL Recruitment 2021: আবেদনের তারিখ

বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের (Government Job Vacancy) আগামী ১২ অক্টোবর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। সে ক্ষেত্রে অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পাওয়া যাবে।

IOCL Recruitment 2021: কাজের স্থান

অসমের গুয়াহাটি, ডিগবয়, বঙ্গাইগাঁও, বিহারের বরাউনি, গুজরাটের ভদোদরা, পশ্চিমবঙ্গের হলদিয়া, উত্তরপ্রদেশের মথুরা, হরিয়ানার পানিপথ এবং ওড়িশার পারাদ্বীপ।

advertisement

আরও পড়ুন - Malaika Arora: ক্লিভলাইনের খাঁজের অবাধ আবেদন, উরু অবধি চেরা স্কার্ট, হট অবতার মালাইকা

IOCL Recruitment 2021: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ

প্রতিষ্ঠানের তরফে মোট ৫১৩টি শূন্যপদ পদ রয়েছে বলে জানানো হয়েছে।

জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট-IV (প্রোডাকশন): ২৯৬টি পদ

জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট-IV (পি এবং ইউ): ৩৫টি পদ

advertisement

জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট-IV (ইলেক্ট্রিক্যাল)/ জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট- IV: ৬৫টি পদ

জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট-IV (মেকানিক্যাল)/ জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট- IV: ৩২টি পদ

জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট-IV (ইন্সট্রুমেনটেশন)/ জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট- IV: ৩৭টি পদ

জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট-IV (ফায়ার এবং সেফটি): ১৪টি পদ

জুনিয়র কোয়ালিটি কন্ট্রোল অ্যানালিস্ট-IV: ২৯টি পদ

জুনিয়র ম্যাটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট-IV/ জুনিয়র টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট- IV: ৪টি পদ

advertisement

জুনিয়র নার্সিং অ্যাসিস্ট্যান্ট-IV: ১টি পদ

আরও পড়ুন- IPL 2021: CSK vs DC: চোখ বুঁজে, মাথা হেঁঠ, হাতজোড় করে Ziva-র প্রার্থণা, Dhoni-র মেয়ের ছবি ভাইরাল

এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:

সংস্থা: ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (IOCL)

পদের নাম: জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট ও অন্যান্য

শূন্যপদের সংখ্যা: ৫১৩

advertisement

কাজের স্থান: আসাম, বিহার, পশ্চিমবঙ্গ, উত্তর প্রদেশ, হরিয়ানা, ওড়িশা

কাজের ধরন: সরকারি (Government Job Vacancy)

নির্বাচন পদ্ধতি: কিছু জানানো হয়নি

আবেদন প্রক্রিয়া শুরু: বর্তমানে চলছে

শিক্ষাগত যোগ্যতা: কিছু জানানো হয়নি

বেতনক্রম: ২৫,০০০ থেকে ১,০৫,০০০

আবেদন পদ্ধতি: অনলাইন, অফলাইন

আবেদনের শেষ দিন: ১২.১০.২০২১

IOCL Recruitment 2021: বয়সসীমা

৩০.০৯.২০২১ তারিখ অনুযায়ী প্রার্থীদের ১৮ থেকে ২৬ বছর বয়সী হতে হবে। তবে সরকারি নিয়ম অনুযায়ী বয়সসীমায় ছাড় দেওয়া হয়েছে।

IOCL Recruitment 2021: কী ভাবে আবেদন করতে হবে?

স্টেপ-১ IOCL-এর অফিসিয়াল ওয়েবসাইটে www.iocl.com গিয়ে ‘হোয়াটস নিউ’ অপশনে ক্লিক করতে হবে। এর পর 'Requirement of Experienced Non-Executive Personnel 2021 in IOCL’ লেখা লিঙ্কে গিয়ে ‘ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন’ অপশনে ক্লিক করে আবেদনপত্রটি পূরণ করতে হবে।

স্টেপ-২ ফর্ম পূরণের পর একটি হার্ড কপি, প্রয়োজনীয় স্ব-স্বাক্ষরিত ডকুমেন্ট সহ প্রতিষ্ঠানের নিজস্ব ঠিকানায় পাঠাতে হবে। প্রার্থীদের ফর্ম পূরণের পূর্বে সম্পূর্ণ নোটিসটি ভালো করে পড়ে নিতে হবে।

বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Government Job Vacancy: ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে এক লক্ষ টাকা-র বেশি বেতন, সরকারি চাকরির সুযোগ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল