IPL 2021: CSK vs DC: চোখ বুঁজে, মাথা হেঁঠ, হাতজোড় করে Ziva-র প্রার্থণা, Dhoni-র মেয়ের ছবি ভাইরাল
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
IPL 2021: CSK vs DC: ছবিতে দেখা যাচ্ছে জিভা (Ziva) মাথা হেঁট করে, চোখ বুজে, হাত জোড় করে বসে রয়েছে গ্যালারিতে৷ পিছনে রয়েছেন তার মা সাক্ষী৷
#দুবাই: মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) মেয়ে জিভা (Ziva ) নিজের বাবা-র জয়ের জন্য একমনে প্রার্থনা করছে৷ আইপিএল ২০২১ -এ সিএসকে বনাম দিল্লি (CSK vs DC) ম্যাচে চেন্নাই হারের পরেও ভাইরাল মহেন্দ্র সিং ধোনির মেয়ে জিভা ধোনি৷ এত নিষ্পাপভাবে সে ঈশ্বরের কাছে প্রার্থনায় বুঁদ হয়ে রয়েছে যে সকলের মন ছুঁয়ে গেছে জিভার এই ছবিগুলি৷
আইপিএল ২০২১ -র (IPL 2021) চেন্নাই বনাম দিল্লি (CSK vs DC) ম্যাচ দেখতে মা সাক্ষী ধোনির সঙ্গে দুবাইয়ের মাঠে এসেছিলেন জিভা ধোনি (Ziva)৷ ম্যাচের শেষ ৩ ওভারে সিএসকে-র দরকার ছিল ২৮ রান৷ দিল্লি-র ৬ উইকেট হারিয়েছিল৷ ম্যাচ ছিল টানটান উত্তেজনায় মোড়া৷ এই উত্তেজনার সময়েই খুদে জিভাকে বাবা ধোনির (MS Dhoni) জয়ের জন্য প্রার্থনা করতে দেখা যায়৷
advertisement
advertisement
ছবিতে দেখা যাচ্ছে জিভা (Ziva) মাথা হেঁট করে, চোখ বুজে, হাত জোড় করে বসে রয়েছে গ্যালারিতে৷ পিছনে রয়েছেন তার মা সাক্ষী৷ জিভার এই নির্মল সারল্য সকলের মন ছুঁয়ে গেছে৷ আর ফ্যানরা সকলেই জিভার এই সুন্দর ছবি আরও শেয়ার করছেন৷
advertisement




advertisement
সিএসকে -র এক ফ্যান জিভার এই প্রার্থনার ছবি শেয়ার করে লিখেছেন জিভা সিএসকে-র জয়ের জন্য প্রার্থনা করছে{ আজ সবচেয়ে ভালো জিনিস যেটা আমি দেখলাম৷ আর এক নেটিজেন লিখেছেন জিভার এই প্রার্থনা আইপিএল ২০২১-র সবচেয়ে মিষ্টি মুহূর্ত৷ আরও একজন লিখেছেন প্লিজ জিভার জন্য ম্যাচটা জেতো৷
আরও পড়ুন - IPL 2021: ব্যাট হাতে হতশ্রী MS Dhoni, এখনও অবধি আইপিএলে সবচেয়ে খারাপ পারফরম্যান্স মাহির
advertisement
এদিনের ম্যাচে চেন্নাই সুপার কিংস প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেটে ১৩৬ রান করে৷ দিল্লি এই বিশাল লক্ষ্যের পিছু করতে নেমে ধীরেসুস্থে শুরু করে৷ পৃথ্বী শ ও শিখর ধাওয়ানের ওপেনিং জুটি প্রথম উইকেটে ২৪ রান করেন৷ পৃ্থ্বী ১৮ রান করে আউট হয়ে যান৷ এরপর শ্রেয়স আইয়ার মাত্র ২ রান করে প্যাভিলিয়নে ফিরে যান৷ একদিকে উইকেট ধরে রাখেন শিখর ধাওয়ান এবং অন্যদিকে একের পর এক ক্রিকেটার আসতে ও যেতে থাকেন৷ ৯৮ রানে অর্ধেক দল প্যাভিলিয়নে ফিরে গিয়েছিল৷
advertisement
দলের ৯৯ রানে ধাওয়ান ৩৯ রান করে আউট হয়ে যান৷ এরপরেই দিল্লি ম্যাচ হেরে যাবে এমনটা মনে হতে শুরু করেছিল৷ কিন্তু শিমরন হেটমেয়ারের ঠাণ্ডা মাথার ইনিংসে ২৮ রানের সৌজন্যে ২ বল বাকি থাকতে ম্যাচ জিতে যায় দিল্লি ক্যাপিটাল্স৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 05, 2021 3:07 PM IST