IPL 2021: ব্যাট হাতে হতশ্রী MS Dhoni, এখনও অবধি আইপিএলে সবচেয়ে খারাপ পারফরম্যান্স মাহির

Last Updated:

IPL 2021: ধোনি -র অধিনায়কত্বে আইপিএল ট্রফি সিএসকে তিনবার জিতেছে৷ মহেন্দ্র সিং ধোনির ব্যাটিং (MS Dhoni batting) এবার একেবারেই নক্কারজনক৷

ipl 2021: ms dhoni worst performance in ipl history
ipl 2021: ms dhoni worst performance in ipl history
#দুবাই: মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) বড়-বড় শট লাগানোর জন্য একেবার পৃথিবী বিখ্যাত৷ কিন্তু গত ২ বছর ধরে তাঁর ব্যাট থেকে বিশেষ কোনও পারফরম্যান্স সামনে আসছে না৷ গত মরশুমে শুধু মহেন্দ্র সিং ধোনিই নন, তাঁর দল চেন্নাই সুপার কিংসও আইপিএলে নিজেদর সবচেয়ে খারাপ পারফরম্যান্স করেছিল৷ গত মরশুমে প্লে অফে -র টিকিট অবধি পায়নি চেন্নাই সুপার কিংস৷ তবে আইপিএল ২০২১ এ (IPL 2021)  সিএসকে (CSK) ইতিমধ্যেই শেষ চারের টিকিট পেয়ে গেছে৷ তবে দলের পারফরম্যান্সের পাশাপাশি এ মরশুমে মহেন্দ্র সিং ধোনির পারফরম্যান্সে বিন্দুমাত্র উন্নতি হয়নি বরং অবনতি হয়েছে৷
ধোনি ১৪ বছরে সবচেয়ে খারাপ ধোনির৷ এই মরশুমে ১৩ ম্যাচে ৯ ইনিংসে ১৪ গড়ে ৮৪ রান করেছেন৷ তাঁর স্ট্রাইকরেট ছিল ৯৭.৬৭৷ যা তাঁরআইপিএলে সবচেয়ে খারাপ পারফরম্যান্স৷ সিএসকে দিল্লি ক্যাপিটাল্সের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৩৬ রান করেন৷
advertisement
advertisement
এমএস ধোনি দিল্লির বিরুদ্ধে ২৭ বলে ১৮ রান করেন মহেন্দ্র সিং ধোনি৷ তিনি নিজের ইনিংসে একটিও বাউন্ডারি অবধি মারতে পারেননি৷ তাঁর স্ট্রাইকরেট ৬৬.৬৬ ব্যাট করেছেন৷ এই কারণেই মূলত তাঁর দল ১৫০ রান অবধি পার করতে পারেনি৷ ধোনি বর্তমান মরশুমে ৮৬ বলে ৮৪ রান করেছেন৷ মেরেছেন ৭ টি চার ও ২ টি ছয়৷ তিনি বাউন্ডারিতে মাত্র ৪০ রান করেন৷ গত মরশুমে ধোনির স্ট্রাইকরেট ছিল ১১৬৷ ধোনি -র অধিনায়কত্বে আইপিএল ট্রফি সিএসকে তিনবার জিতেছে৷
advertisement
আইপিএলে ধোনির স্ট্রাইকরেট ১৩৬৷ ২১৭ ম্যাচে ৪০ গড়ে তিনি ৪৭১৬ রান করেছে৷ তিনি ২৩ টি অর্ধশতরান করেছেন৷ তিনি ৩০০ -র বেশি চার এবং ২০০-র বেশি ছক্কা মেরেছেন৷ এক মরশুমে সবচেয়ে বেশি রান তিনি ২০১৩ তে বানিয়েছিলেন৷ সে সময় ১৮ ম্যাচে ৪২ গড়ে ৪৬১ রান করেছেন৷ ৪ টি অর্ধশতরান মেরেছেন তিনি৷ স্ট্রাইকরেট ছিল ১৬৩৷
advertisement
১৩ ম্যাচের ৯ টি তে জিতে চেন্নাই সুপার কিংস আইপিএল পয়েন্ট টেবলের দু নম্বরে রয়েছে৷ অন্যদিকে এদিনের ম্যাচে জিতে ১৩ ম্যাচে ১০ টি জিতে পয়েন্ট টেবলের এক নম্বরে দেল দিল্লি ক্যাপিটাল্স৷ এই দুই দলই আইপিএল ২০২১-র প্লে অফের টিকিট পেয়ে গিয়েছে৷ কিন্তু যে দল এক নম্বর হয়ে যাবে তারা বাড়তি সুযোগ পাবে৷
advertisement
এদিকে আইপিএল ২০২১ এর প্লে অফে পৌঁছে গেছে আরসিবি৷ ১২ ম্যাচের ৮ টি জিতে ১৬ পয়েন্ট নিয়ে প্লে অফে পৌঁছেছে বিরাট কোহলির দল৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IPL 2021: ব্যাট হাতে হতশ্রী MS Dhoni, এখনও অবধি আইপিএলে সবচেয়ে খারাপ পারফরম্যান্স মাহির
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement