IPL 2021: ব্যাট হাতে হতশ্রী MS Dhoni, এখনও অবধি আইপিএলে সবচেয়ে খারাপ পারফরম্যান্স মাহির
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
IPL 2021: ধোনি -র অধিনায়কত্বে আইপিএল ট্রফি সিএসকে তিনবার জিতেছে৷ মহেন্দ্র সিং ধোনির ব্যাটিং (MS Dhoni batting) এবার একেবারেই নক্কারজনক৷
#দুবাই: মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) বড়-বড় শট লাগানোর জন্য একেবার পৃথিবী বিখ্যাত৷ কিন্তু গত ২ বছর ধরে তাঁর ব্যাট থেকে বিশেষ কোনও পারফরম্যান্স সামনে আসছে না৷ গত মরশুমে শুধু মহেন্দ্র সিং ধোনিই নন, তাঁর দল চেন্নাই সুপার কিংসও আইপিএলে নিজেদর সবচেয়ে খারাপ পারফরম্যান্স করেছিল৷ গত মরশুমে প্লে অফে -র টিকিট অবধি পায়নি চেন্নাই সুপার কিংস৷ তবে আইপিএল ২০২১ এ (IPL 2021) সিএসকে (CSK) ইতিমধ্যেই শেষ চারের টিকিট পেয়ে গেছে৷ তবে দলের পারফরম্যান্সের পাশাপাশি এ মরশুমে মহেন্দ্র সিং ধোনির পারফরম্যান্সে বিন্দুমাত্র উন্নতি হয়নি বরং অবনতি হয়েছে৷
ধোনি ১৪ বছরে সবচেয়ে খারাপ ধোনির৷ এই মরশুমে ১৩ ম্যাচে ৯ ইনিংসে ১৪ গড়ে ৮৪ রান করেছেন৷ তাঁর স্ট্রাইকরেট ছিল ৯৭.৬৭৷ যা তাঁরআইপিএলে সবচেয়ে খারাপ পারফরম্যান্স৷ সিএসকে দিল্লি ক্যাপিটাল্সের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৩৬ রান করেন৷
advertisement
advertisement
এমএস ধোনি দিল্লির বিরুদ্ধে ২৭ বলে ১৮ রান করেন মহেন্দ্র সিং ধোনি৷ তিনি নিজের ইনিংসে একটিও বাউন্ডারি অবধি মারতে পারেননি৷ তাঁর স্ট্রাইকরেট ৬৬.৬৬ ব্যাট করেছেন৷ এই কারণেই মূলত তাঁর দল ১৫০ রান অবধি পার করতে পারেনি৷ ধোনি বর্তমান মরশুমে ৮৬ বলে ৮৪ রান করেছেন৷ মেরেছেন ৭ টি চার ও ২ টি ছয়৷ তিনি বাউন্ডারিতে মাত্র ৪০ রান করেন৷ গত মরশুমে ধোনির স্ট্রাইকরেট ছিল ১১৬৷ ধোনি -র অধিনায়কত্বে আইপিএল ট্রফি সিএসকে তিনবার জিতেছে৷
advertisement
আইপিএলে ধোনির স্ট্রাইকরেট ১৩৬৷ ২১৭ ম্যাচে ৪০ গড়ে তিনি ৪৭১৬ রান করেছে৷ তিনি ২৩ টি অর্ধশতরান করেছেন৷ তিনি ৩০০ -র বেশি চার এবং ২০০-র বেশি ছক্কা মেরেছেন৷ এক মরশুমে সবচেয়ে বেশি রান তিনি ২০১৩ তে বানিয়েছিলেন৷ সে সময় ১৮ ম্যাচে ৪২ গড়ে ৪৬১ রান করেছেন৷ ৪ টি অর্ধশতরান মেরেছেন তিনি৷ স্ট্রাইকরেট ছিল ১৬৩৷
advertisement
আরও পড়ুন - Viral Jahnvi! মাথায় আলুলায়িত চুলে গোঁজা ফুল!উত্থিত নিতম্ব, উদ্ভিন্ন যৌবনে ভরা খোলামেলা পোশাক
১৩ ম্যাচের ৯ টি তে জিতে চেন্নাই সুপার কিংস আইপিএল পয়েন্ট টেবলের দু নম্বরে রয়েছে৷ অন্যদিকে এদিনের ম্যাচে জিতে ১৩ ম্যাচে ১০ টি জিতে পয়েন্ট টেবলের এক নম্বরে দেল দিল্লি ক্যাপিটাল্স৷ এই দুই দলই আইপিএল ২০২১-র প্লে অফের টিকিট পেয়ে গিয়েছে৷ কিন্তু যে দল এক নম্বর হয়ে যাবে তারা বাড়তি সুযোগ পাবে৷
advertisement
এদিকে আইপিএল ২০২১ এর প্লে অফে পৌঁছে গেছে আরসিবি৷ ১২ ম্যাচের ৮ টি জিতে ১৬ পয়েন্ট নিয়ে প্লে অফে পৌঁছেছে বিরাট কোহলির দল৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 05, 2021 12:53 AM IST