আবেদনের তারিখ:
প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে যে, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে, প্রার্থীদের আগামী ২১ সেপ্টেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদন করতে হবে অনলাইনে। প্রার্থীদের ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং স্কিমের (National Apprenticeship Training Scheme) অফিসিয়াল ওয়েবসাইটে mhrdnats.gov.in গিয়ে আবেদন করতে হবে।
আরও পড়ুন: সরকারি প্রকল্পে ইঞ্জিনিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হল, আজই আবেদন করুন
advertisement
বিশেষ ঘোষণা:
প্রার্থীদের অ্যাপ্রেন্টিস অ্যাক্ট ১৯৭৩ অ্যামেন্ডমেন্ট অনুযায়ী এক বছরের চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে।
শূন্যপদের সংখ্যা:
প্রতিষ্ঠানের তরফে মোট ৮৭টি পদ রয়েছে বলে জানানো হয়েছে।
শূন্যপদের বিস্তারিত বিবরণ:
গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস: ৪২টি পদ
টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস: ৪৫টি পদ
আরও পড়ুন: দারুন খবর! কনস্টেবল পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, উচ্চ মাধ্যমিক পাশ হলে আজই আবেদন করুন...
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা | ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (BPCL) |
পদের নাম | অ্যাপ্রেন্টিস |
শূন্যপদের সংখ্যা | ৮৭ |
কাজের স্থান | কিছু জানানো হয়নি |
কাজের ধরন | ট্রেনিং সংক্রান্ত কাজ |
নির্বাচন পদ্ধতি | লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ |
আবেদন প্রক্রিয়া শুরু | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা | ইঞ্জিনিয়ারিং ডিগ্রি/ ডিপ্লোমা |
বেতনক্রম | কিছু জানানো হয়নি |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ দিন | ২১.০৯.২০২১ |
শিক্ষাগত যোগ্যতা:
গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস: সরকার স্বীকৃত ভারতীয় বিশ্ববিদ্যালয়/ প্রতিষ্ঠান থেকে নির্দিষ্ট ডিসিপ্লিনে ৬.৩ সিজিপিএ সহ ইঞ্জিনিয়ারিংয়ে ফার্স্ট ক্লাস থাকতে হবে।
টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস: সরকার স্বীকৃত ভারতীয় বিশ্ববিদ্যালয়/ প্রতিষ্ঠান থেকে নির্দিষ্ট ডিসিপ্লিনে ৬০% নম্বর সহ ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকতে হবে।
আরও পড়ুন: বিভিন্ন বিভাগে একাধিক শূন্যপদে অশিক্ষক কর্মচারী নিয়োগ, দেরী না করে আজই আবেদন করুন...
বয়সসীমা:
বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থীদের বয়সসীমা ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে।
নির্বাচন পদ্ধতি:
প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে শর্ট-লিস্টেড করা হবে। এর পর জেনারেল/ SC/ST/OBC/PwD ক্যাটাগরি অনুসারে প্রার্থীদের নির্বাচন করা হবে।
আবেদন সংক্রান্ত বিষয়ে বিশদে জানতে প্রার্থীরা এই লিঙ্কে গিয়ে খোঁজ নিতে পারেন- http://portal.mhrdnats.gov.in/sites/default/files/file_upload/BPCL_Advertisement_21-22_Updated.pdf
আরও পড়ুন: সুখবর! ন্যাশনাল হেলথ মিশনের আওতায় শীঘ্রই ৫০০০ সহায়ক নার্স নিয়োগ! আজই আবেদন করুন...
অন্যান্য তথ্য:
যে সকল প্রার্থীরা ইতিমধ্যেই অ্যাপ্রেন্টিসশিপের কাজ করেছেন বা করছেন, তাঁরা আবেদন করতে পারবেন না।