TRENDING:

Recruitment Rally 2021|| অসম রাইফেলসে নিয়োগ ব়্যালি ডিসেম্বরে, শুরু হয়ে গিয়েছে আবেদন গ্রহণ প্রক্রিয়া...

Last Updated:

Assam Rifles Recruitment Rally 2021: রেজিস্ট্রেশনের জন্য আবেদনপত্র পাওয়া যাচ্ছে অসম রাইফেলসের অফিসিয়াল ওয়েবসাইটে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#গুয়াহাটি: ডিসেম্বরের ১ তারিখ থেকে রিক্রুটমেন্ট ব়্যালি শুরু করছে অসম রাইফেলস (Assam Rifles)। টেকনিক্যাল এবং ট্রেডসম্যান পদের জন্য নিয়োগ হবে। এই ব়্যালিতে অংশ নেওয়ার জন্য ইচ্ছুক প্রার্থীদের নিজেদের নাম রেজিস্ট্রেশন করতে হবে আগে। রেজিস্ট্রেশনের জন্য আবেদনপত্র পাওয়া যাচ্ছে অসম রাইফেলসের অফিসিয়াল ওয়েবসাইটে
advertisement

শূন্যপদের বিবরণ:

অসম রাইফেলসের তরফে সম্প্রতি একটি নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যা থেকে জানা গিয়েছে, মোট ১২৩০টি শূন্যপদ রয়েছে বর্তমানে। এই শূন্যপদের জন্যই চলতি বছর ডিসেম্বরে রিক্রুটমেন্ট ব়্যালিটি হবে। টেকনিক্যাল ও ট্রেডসম্যান পদে নিয়োগ হবে।

আরও পড়ুন: দারুন খবর! পুলিশের নতুন 'স্পেশ্যালিস্ট' পদে হাজার হাজার নিয়োগ, এক ক্লিকে বিস্তারিত...

advertisement

আরও পড়ুন: সুবর্ণ সুযোগ! স্নাতক হলেই হাজার হাজার সরকারি অফিসার পদে নিয়োগ, রইল আবেদন জমার খুঁটিনাটি...

গুরুত্বপূর্ণ তারিখ:

আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে গিয়েছে। আবেদনপত্রটি পাওয়া যাচ্ছে কর্তৃপক্ষের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনের শেষ তারিখ ২৫ অক্টোবর, ২০২১।

যাঁরা আবেদন করতে চাইছেন, তাঁদের কাছে হাতে ১ মাসেরও বেশি সময় রয়েছে। ফলে দেখেশুনে আবেদন করা যেতে পারে।

advertisement

এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:

সংস্থা অসম রাইফেলস
পদের নাম টেকনিক্যাল ও ট্রেডসম্যান
শূন্যপদের সংখ্যা ১২৩০
আবেদন প্রক্রিয়া চলছে
আবেদনের শেষ তারিখ ২৫ অক্টোবর, ২০২১
রিক্রুটমেন্ট ব়্যালি হবে চলতি বছর ডিসেম্বরে
আবেদন পদ্ধতি অনলাইনে আবেদন করতে হবে

advertisement

নিয়োগের প্রক্রিয়া:

নিয়োগের জন্য বেশ কয়েকটি পরীক্ষা নেওয়া হবে। সেই পরীক্ষাগুলি পাশ করলে তবেই প্রার্থীদের শূন্যপদের যোগ্য হিসেবে বেছে নেওয়া হবে।

এক্ষেত্রে একটি ফিজিক্যাল টেস্ট দিতে হবে প্রার্থীদের। দিতে হবে লিখিত পরীক্ষাও।

আরও পড়ুন: মোটা অঙ্কের বেতন, পাবলিক সার্ভিস কমিশনে অফিসার পদে শীঘ্রই নিয়োগ, জানুন বিশদে...

পরীক্ষাগুলি হবে দিফু, কারবিয়াংলঙ, HQ DGAR, শিলং, জোরহাট, NEFA গেট, শিলচর, মসিমপুর, লোখরা ও তেজপুরে।

advertisement

কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, সকলকে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, ফিজিক্যাাল এফিসিয়েন্সি টেস্ট, লিখিত পরীক্ষা, ট্রেড টেস্ট ও মেডিক্যাল টেস্ট দিতে হবে।

আরও পড়ুন: আকর্ষণীয় বেতন, উচ্চমাধ্যমিক পাশ হলেই চাকরিতে নিয়োগের দারুন সুযোগ, আবেদন গ্রহণ চলছে...

পরীক্ষায় পাওয়া নম্বরের উপর ভিত্তি করে মেরিট লিস্ট বের করা হবে। কোথায় কত শূন্যপদ রয়েছে, তার উপর নির্ভর করে একজনকে এলাকাভিত্তিতে নিয়োগ করা হবে।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

আবেদনের জন্য ফি বাবদ কত টাকা লাগবে, আবেদনের জন্য যোগ্যতা কী প্রয়োজন, এই ধরনের সমস্ত তথ্য পাওয়া যাবে অসম রাইফেলসের অফিসিয়াল ওয়েবসাইটে। এ ক্ষেত্রে অনিবার্য কারণে কোনও পরিবর্তন এলে তাও ওয়েবসাইটেই উল্লেখ করা হবে। ফলে যাঁরা আবেদন করবেন, তাঁদের আবেদনের পর থেকেই ওয়েবসাইটটিতে নজর দিতে বলা হচ্ছে।

বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Recruitment Rally 2021|| অসম রাইফেলসে নিয়োগ ব়্যালি ডিসেম্বরে, শুরু হয়ে গিয়েছে আবেদন গ্রহণ প্রক্রিয়া...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল