এলাহাবাদ হাই কোর্টে নিয়োগে শূন্যপদের বিবরণ -
অ্যাডিশনাল প্রাইভেট সেক্রেটারি (ইংলিশ) ও অ্যাডিশনাল প্রাইভেট সেক্রেটারি (হিন্দি) মিলিয়ে মোট ৬৮টি পদে নিয়োগ করা হবে। যার মধ্যে অ্যাডিশনাল প্রাইভেট সেক্রেটারি (ইংলিশ) পদে শূন্যপদ রয়েছে ৬০টি ও অ্যাডিশনাল প্রাইভেট সেক্রেটারি (হিন্দি) পদে শূন্যপদ রয়েছে ৮টি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দু'টি পদের ক্ষেত্রেই শূন্যপদের সংখ্যা বাড়তে পারে বা কমতে পারে।
advertisement
যোগ্যতা -
দুই পদের ক্ষেত্রে যোগ্যতা ভিন্ন
অ্যাডিশনাল প্রাইভেট সেক্রেটারি (ইংলিশ) -এ নিয়োগে শূন্যপদের যোগ্যতা : ইচ্ছুক প্রার্থীদের ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে, জানতে হবে ইংরাজি। ইংরাজি স্টেনোগ্রাফিতেও দখল থাকতে হবে (মিনিটে ১০০ শব্দ শর্টহ্যান্ডে ও ৪০ শব্দ টাইপিংয়ে)। পাশাপাশি কম্পিউটারেও জ্ঞান থাকতে হবে।
বয়সসীমা হতে হবে ২১ থেকে ৩৫ (জুলাই ১, ২০২১ পর্যন্ত)।
অ্যাডিশনাল প্রাইভেট সেক্রেটারি (হিন্দি)-তে নিয়োগে শূন্যপদের যোগ্যতা : ইচ্ছুক প্রার্থীদের ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে, জানতে হবে হিন্দি। হিন্দি স্টেনোগ্রাফিতেও দখল থাকতে হবে (মিনিটে ৮০ শব্দ শর্টহ্যান্ডে ও ৩০ শব্দ টাইপিংয়ে)। পাশাপাশি কম্পিউটারেও জ্ঞান থাকতে হবে।
এলাহাবাদ হাই কোর্টে নিয়োগে শূন্যপদে আবেদনের ফি
জেনেরাল (অসংরক্ষিত) ও OBC ক্যাটাগরির প্রার্থীদের ১২০০ টাকা করে দিতে হবে। এর সঙ্গে ব্যাঙ্কের চার্জ অতিরিক্ত লাগতে পারে। SC, ST ক্যাটাগরির প্রার্থীদের , যারা উত্তরপ্রদেশের বাসিন্দা তাদের দিতে হবে ১০০০ টাকা। বাকি সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীদের ক্ষেত্রে আলাদা আলাদা ফি ধার্য করা হয়েছে।
এলাহাবাদ হাই কোর্টে নিয়োগে শূন্যপদে আবেদনের পদ্ধতি
১. প্রথমেই যেতে হবে এলাহাবাদ হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে।
২. যেতে হবে রিক্টুটমেন্ট সেকশনে।
৩. Notice related with Additional Private Secretary (English and Hindi) Recruitment Examination-2021 HTML- এই লিঙ্কে ক্লিক করতে হবে।
৪. Additional Private Secretary (English & Hindi) Recruitment Examination 2021- এই লিঙ্কে ক্লিক করতে হবে।
৫. Apply for Additional Private Secretary (English & Hindi)- এই লিঙ্কে ক্লিক করতে হবে।
৬. আবেদন পত্রের নম্বর, পাসওয়ার্ড ও সিকিওরিটি পিন দিতে হবে।
৭. আবেদন পত্রটি পূরণ করতে হবে এবং সাবমিট করে দিতে হবে।
ভবিষ্যতের জন্য প্রিন্ট আউট নিয়ে রাখা যেতে পারে।
নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য
সংস্থা - এলাহাবাদ হাই কোর্ট
পদ - অ্যাডিশনাল প্রাইভেট সেক্রেটারি (ইংলিশ) ও অ্যাডিশনাল প্রাইভেট সেক্রেটারি (হিন্দি)
পদের সংখ্যা - ৬৮
যোগ্যতা - ব্যাচেলর ডিগ্রি ও টাইপিং- শর্টহ্যান্ডে দক্ষতা
বয়সসীমা - ২১- ৩৫
আবেদন শুরু - আবেদন চলছে
আবেদনের শেষ তারিখ - অক্টোবর, ২০২১
আবেদন পদ্ধতি - অনলাইন
আবেদন পত্রের ফি - জেনেরাল (অসংরক্ষিত) ও OBC ক্যাটাগরির প্রার্থীদের ১২০০ টাকা করে দিতে হবে। SC, ST ক্যাটাগরির প্রার্থীদের , যারা উত্তরপ্রদেশের বাসিন্দা তাদের দিতে হবে ১০০০ টাকা।
আবেদনের ওয়েবসাইট - allahabadhighcourt.in