TRENDING:

RRC Recruitment 2021: দশম শ্রেণি পাশেই মিলছে চাকরি; নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল রেলওয়ে রিক্রুটমেন্ট সেল!

Last Updated:

RRC Recruitment 2021 : বিশদে জানতে প্রার্থীরা RRCNR-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন, তার জন্য ক্লিক করতে হবে এই লিঙ্কে- rrcnr.org

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: রেলওয়ে রিক্রুটমেন্ট সেলে (Railway Recruitment Cell) নিয়োগ চলছে। সম্প্রতি রিক্রুটমেন্ট সেলের নর্দান রেলওয়ের (Northern Railway) অধীনে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে। যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীরা শীঘ্রই আবেদনপত্র জমা দিতে পারেন। বিজ্ঞপ্তি সংক্রান্ত বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা RRCNR-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন, তার জন্য ক্লিক করতে হবে এই লিঙ্কে- rrcnr.org
advertisement

RRC Recruitment 2021: আবেদনের তারিখ

প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে যে, নাম রেজিস্ট্রেশনের প্রক্রিয়া শুরু হবে আগামী ২০ সেপ্টেম্বর, ২০২১ তারিখ থেকে। প্রার্থীদের ২০ অক্টোবর, ২০২১ তারিখের মধ্যে নিজেদের নাম রেজিস্টার করাতে হবে। আবেদনপত্র জমা দিতে হবে অনলাইনে। সে ক্ষেত্রে নর্দান রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পাওয়া যাবে।

আরও পড়ুন: https://bengali.news18.com/news/astrology/check-subh-muhurat-of-the-day-in-panchang-for-16th-september-tc-dc-659289.html

advertisement

RRC Recruitment 2021: শূন্যপদের সংখ্যা

প্রতিষ্ঠানের তরফে মোট পদের সংখ্যা ৩০৯৩টি রয়েছে বলে জানানো হয়েছে। প্রার্থীদের শূন্যপদ অনুযায়ী বিভিন্ন ইউনিট, ডিভিশন এবং ওয়ার্কশপে নিয়োগ করা হবে।

আরও পড়ুন: https://bengali.news18.com/news/business/new-business-idea-earn-huge-amount-of-money-from-aadhaar-and-amul-franchise-dc-659296.html

প্রার্থীরা বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্য আরও বিশদে জানতে এই লিঙ্কে গিয়ে খোঁজ নিতে পারেন- http://rrcnr.org/rrcnr_pdf/Apprentice2021/Indecative_Notice.pdf

এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:

advertisement

সংস্থা: রেলওয়ে রিক্রুটমেন্ট সেল, নর্দান শাখা (RRCNR)

পদের নাম: অ্যাপ্রেন্টিস

শূন্যপদের সংখ্যা: ৩০৯৩

কাজের স্থান: নর্দান রেলওয়ের অন্তর্গত বিভিন্ন স্থান

কাজের ধরন: সরকারি কাজ

নির্বাচন পদ্ধতি: কিছু জানানো হয়নি

আবেদন প্রক্রিয়া শুরু: ২০.০৯.২০২১

শিক্ষাগত যোগ্যতা: দশম শ্রেণি উত্তীর্ণ, আইটিআই কোর্স সম্পন্ন

বেতনক্রম: কিছু জানানো হয়নি

আবেদন পদ্ধতি: অনলাইনে আবেদন করতে হবে

advertisement

আবেদনের শেষ দিন: ২০.১০.২০২১

RRC Recruitment 2021: শিক্ষাগত যোগ্যতা

প্রার্থীদের দশম শ্রেণি (১০+২ পরীক্ষা পদ্ধতিতে) বা সমযোগ্যতা সম্পন্ন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এছাড়াও প্রার্থীদের সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কাজের সঙ্গে সম্পর্কিত ট্রেডে আইটিআই (ITI) কোর্স উত্তীর্ণ হতে হবে।

RRC Recruitment 2021: বয়সসীমা

বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থীদের উল্লিখিত পদে আবেদনের জন্য সর্বোচ্চ ২৪ বছর এবং সর্বনিম্ন ১৫ বছর বয়সী হতে হবে।

advertisement

RRC Recruitment 2021: ট্রেনিং সংক্রান্ত ঘোষণা

প্রার্থীদের একটি নির্দিষ্ট সময়সীমার আওতায় অ্যাপ্রেন্টিসের ট্রেনিংয়ে নিযুক্ত করা হবে। ইচ্ছুক আবেদনকারীরা সময়সীমা, আবেদন ফি ও অন্যান্য বিষয়ে জানতে সরাসরি এই লিঙ্কে ক্লিক করে খোঁজ নিতে পারেন- rrcnr.org

আরও পড়ুন: https://bengali.news18.com/news/business/pm-kisan-scheme-farmers-to-get-pending-instalments-of-pm-kisan-yojona-scheme-with-next-instalments-dc-659249.html

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

আবেদন করার আগে প্রার্থীদের ভালো করে আবেদনপত্র দেখে নিতে হবে যাতে কোনও ভুল না থাকে। আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর প্রার্থীরা ভবিষ্যতের সুবিধার্থে আবেদনপত্রের এক কপি প্রিন্ট করিয়ে রাখতে পারেন।

বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
RRC Recruitment 2021: দশম শ্রেণি পাশেই মিলছে চাকরি; নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল রেলওয়ে রিক্রুটমেন্ট সেল!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল