#নয়াদিল্লি: প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার (PM Kisan Scheme) সুবিধাভোগীদের জন্য রয়েছে সুখবর ৷ আগের কিস্তির টাকা না পেয়ে থাকলে চিন্তার কোনও কারণ নেই ৷ খুব সহজেই আটকে থাকা আগের কিস্তির টাকা পেয়ে যাবেন ৷ প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা (PM Kisan Scheme) অনুযায়ী, যদি কোনও কৃষকের নাম সুবিধাভোগীদের লিস্টে সামিল থাকে এবং কোনও কারনে আগের কিস্তির টাকা না পেয়ে থাকেন তাহলে পরের কিস্তির সঙ্গে সেই টাকা অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হবে ৷
সূত্রের খবর অনুযায়ী, কেন্দ্র সরকার (Central Government) প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার (PM Kisan Scheme) টাকা দ্বিগুণ করার বিষয়ে পর্যালোচনা করছে ৷ সে ক্ষেত্রে এবার কৃষকদের বছরে ৬০০০ টাকার বদলে ১২০০০ টাকার আর্থিক সাহায্য করা হবে ৷ বর্তমানে প্রায় ১২.১৪ কোটি কৃষক পরিবার এই যোজনার সঙ্গে যুক্ত রয়েছে ৷
একাধিক কৃষকদের অ্যাকাউন্টে আসেনি নবম কিস্তির টাকা
জানা গিয়েছে, একাধিক কৃষকদের অ্যাকাউন্টে নবম কিস্তির টাকা আসেনি ৷ তবে এর জন্য চিন্তার কোনও কারন নেই বলেই জানানো হয়েছে ৷ পিএম কিষান যোজনার (PM Kisan Scheme) সুবিধাভোগীদের লিস্টে নাম থাকলে এই টাকা পেয়ে যাবেন কৃষকরা ৷ কোনও কারণবশত যদি নবম কিস্তির টাকা আটকে গিয়ে থাকেও পরের কিস্তিতে এক সঙ্গে এই টাকা অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হবে ৷ তবে খেয়াল রাখতে হবে যে কৃষকরা নিজেদের সম্বন্ধে সঠিক তথ্য জমা দিয়েছেন ৷ কিস্তির টাকা না পাওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে অ্যাকাউন্ট নম্বর, আধার নম্বর ভুল দেওয়া ৷ পিএম কিষান যোজনার আধিকারিক পোর্টালে গিয়ে ভুল তথ্য সংশোধন করে নিতে পারবেন ৷ এর জন্য pmkisan.gov.in/Grievance.aspx লিঙ্কে ক্লিক করতে হবে ৷
আগামী কিস্তির টাকার জন্য ৩০ সেপ্টেম্বরের মধ্যে করতে হবে রেজিস্ট্রেশন
আগামী কিস্তির জন্য এই যোজনায় রেজিস্ট্রেশন করানোর শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২১ ৷ আপনার আবেদন জমা হয়ে গেলে এবং সঠিক থাকলে নভেম্বর মাসে ২০০০ টাকা অ্যাকাউন্টে চলে আসবে ৷ এরপর ডিসেম্বরে পরের কিস্তির ২০০০ টাকাও চলে আসবে অ্যাকাউন্টে ৷ অর্থাৎ ৪০০০ টাকা পেতে চাইলে ৩০ সেপ্টেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন করাতে হবে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।