ঝাড়গ্রামের বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ তবে দেখে নেওয়া যাক কী কী যোগ্যতার মাপকাঠি রয়েছে, এবং কারা করতে পারবে আবেদন। নূন্যতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে মাস্টার্স ডিগ্রি পাশ করতে হবে। আবেদনকারীকে অবশ্যই নেট-সেট পাশ করতে হবে। আবেদনকারী নেট-সেট পাস না করলে তাকে অবশ্যই পিএইচডি অথবা ইউজিসি নিয়ম মেনে সমতুল্য কোনও বিষয় থাকতে হবে। আবেদনকারী ব্যক্তি নির্বাচিত হলে প্রতি ক্লাসের ভিত্তিতে অথবা বিশ্ববিদ্যালয়ের নিয়মে মেনে বেতন দেওয়া হবে।
advertisement
সাক্ষাৎকারের জন্য প্রার্থীদের কোনও টিএ/ডিএ প্রদান করা হবে না। এই নিয়োগ সম্পূর্ণরূপে অস্থায়ী এবং বিশ্ববিদ্যালয়ে স্থায়ী চাকরির কোনও অধিকার প্রদান করে না, এবং ভবিষ্যতে এই ধরনের দাবি করার জন্যও এটি ব্যবহার করা যাবে না। নির্বাচনের বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত এবং বাধ্যতামূলক হবে। যেকোনও সময় বিশ্ববিদ্যালয় তার প্রয়োজনীয়তা অনুসারে প্রস্তুত প্যানেল থেকে প্রার্থীদের নির্বাচন করার অথবা কোনও কারণ না দেখিয়ে সম্পূর্ণ নির্বাচন প্রক্রিয়া বাতিল করার অধিকার রয়েছে।
কবে কোন বিষয়ের উপর ইন্টারভিউ হবে…….
০৮.০৭.২০২৫ তারিখে ইংরেজি, ভূগোল, লাইব্রেরী এবং ইনফরমেশন সায়েন্স, গণিত। ১৫.০৭.২০২৫ তারিখে ইতিহাস, সাঁওতালি মাধ্যমে ইতিহাস (অলচিকি হরফ), সাঁওতালি মাধ্যমে দর্শন (অলচিকি হরফ), সাঁওতালি মাধ্যমে পলিটিক্যাল সায়েন্স (অলচিকি হরফ), সাঁওতালি ডান্স ও মিউজিক (ডিপ্লোমা)। ১৬.০৭.২০২৫ তারিখে বাংলা, সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগ, পুষ্টি ও জনস্বাস্থ্য, কুড়মালি ভাষা ও সংস্কৃতি (পোস্ট গ্রাজুয়েট) বিষয়ের উপর চুক্তিভিত্তিক শিক্ষক নিয়োগ হবে।
ইন্টারভিউ’র দিন সকাল ১১:০০ টার আগে রিপোর্টিং করা আবশ্যক। তা নাহলে প্রার্থীদের সাক্ষাৎকারে উপস্থিত হতে দেওয়া হবে না। সকল প্রার্থীকে তাঁদের মূল প্রশংসাপত্র আনতে অনুরোধ করা হচ্ছে। সাক্ষাৎকারের তারিখে তাদের নির্ধারিত ফরম্যাটে পূরণ করা আবেদনপত্র (বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে) এবং স্নাতকোত্তর মার্কশিট, নেট/সেট অথবা পিএইচডি ডিগ্রি সার্টিফিকেট, জাতি সংক্রান্ত সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়)-সহ সমস্ত প্রাসঙ্গিক নথির স্ব-প্রত্যয়িত কপি আনতে হবে। বিস্তারিত জানতে দেখুন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট https://www.srcmujhargram.ac.in/
তন্ময় নন্দী