TRENDING:

JEE Mains 2022 Registration Started|| দীর্ঘ অপেক্ষার অবসান! শুরু হচ্ছে JEE মেইন ২০২২-এর পরীক্ষা! জানুন বিস্তারিত...

Last Updated:

JEE Mains 2022 Registration Started: প্রার্থীদের এপ্রিল এবং মে সেশনে মেইন পরীক্ষায় অংশগ্রহণের জন্য দু'বার প্রচেষ্টা করার অনুমতি দেওয়া হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: অবশেষে, দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে, NTA আনুষ্ঠানিকভাবে JEE মেইন ২০২২ (JEE Mains 2022) পরীক্ষার জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। অফিসিয়াল আপডেট অনুসারে, জয়েন্ট এন্ট্রান্স একজামিনেশন মেইন ২০২২ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল- ১ ফেব্রুয়ারি, ২০২২ রবিবার। বিজ্ঞপ্তি প্রকাশের পাশাপাশি, পরীক্ষা কর্তৃপক্ষ ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়াও শুরু করেছে। যে প্রার্থীরা যোগ্য এবং ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় অংশগ্রহণ করতে আগ্রহী তাঁরা অফিসিয়াল ওয়েবসাইট jeemain.nta.nic.in চেক করতে পারেন।
JEE মেইন ২০২২-এর পরীক্ষা।
JEE মেইন ২০২২-এর পরীক্ষা।
advertisement

পরীক্ষার সেশন:

জেইই মেইন ২০২২ পরীক্ষা এই বছর দু'টি সেশনে অনুষ্ঠিত হচ্ছে। প্রার্থীদের এপ্রিল এবং মে সেশনে মেইন পরীক্ষায় অংশগ্রহণের জন্য দু'বার প্রচেষ্টা করার অনুমতি দেওয়া হবে। অফিসিয়াল সময়সূচী অনুসারে, জেইই মেইন ২০২২ এপ্রিল ১৬ থেকে ২১ এপ্রিল অনুষ্ঠিত হবে এবং মে মাসের পরীক্ষা ২৪ থেকে ২৯ মে ২০২২ পর্যন্ত অনুষ্ঠিত হবে।

advertisement

আরও পড়ুন: ২৬ এপ্রিল থেকে শুরু হচ্ছে সিবিএসই দশম ও দ্বাদশের টার্ম ২ পরীক্ষা

এপ্রিল সেশনের সময়সূচি:

*রেজিস্ট্রেশন প্রক্রিয়া ১লা মার্চ ২০২২ শুরু।

*রেজিস্ট্রেশন প্রক্রিয়া ৩১শে মার্চ ২০২২ শেষ হবে।

*নির্ধারিত আবেদন ফি সফলভাবে লেনদেনের শেষ তারিখ ৩১ মার্চ ২০২২ রাত ১১.৩০ পর্যন্ত।

*এপ্রিল মাসের ১ম সপ্তাহে পরীক্ষার স্থান ঘোষণা করা হবে।

advertisement

*এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে NTA ওয়েবসাইট থেকে জেইই মেইন অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে।

*জেইই মেইন এপ্রিল পরীক্ষার তারিখ ১৬ থেকে ২১ এপ্রিল ২০২২।

মে সেশনের সময়সূচি:

*রেজিস্ট্রেশন প্রক্রিয়া ৮ এপ্রিল ২০২২ থেকে শুরু।

*রেজিস্ট্রেশন প্রক্রিয়া ৩ মে ২০২২ শেষ হবে।

*নির্ধারিত আবেদন ফি সফলভাবে লেনদেনের শেষ তারিখ ৩ মে ২০২২ রাত ১১.৩০ পর্যন্ত।

advertisement

*মে মাসের দ্বিতীয় সপ্তাহে পরীক্ষার স্থান ঘোষণা হবে।

*মে মাসের ৩য় সপ্তাহে NTA ওয়েবসাইট থেকে জিই মেইন অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে।

আরও পড়ুন: আবার পরীক্ষা অফলাইনে-ই, পড়ুয়াদের 'লাস্ট মিনিট সাজেশন' দিলেন গার্ডেনরিচ নুট বিহারী দাস গার্লস হাই স্কুল-এর প্রধান শিক্ষিকা রেশমি বসু চৌধুরী

বয়সসীমা:

মেইন ২০২২ পরীক্ষায় বসার জন্য কোনও বয়সের সীমা নেই৷

advertisement

অ্যাকাডেমিক যোগ্যতা:

প্রার্থীকে ২০২০, ২০২১ সালে দ্বাদশ শ্রেণী বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

যাঁরা যোগ্য নন: যে প্রার্থীরা ২০১৯ বা জেইই মেইন ২০২২-এর আগে দ্বাদশ বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাঁরা যোগ্য নন।

আবেদন ফি:

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

শিক্ষার্থীদের সচেতন হওয়া উচিত জেইই-র প্রধান আবেদন ফিয়ের বিষয়ে। NTA দ্বারা প্রকাশিত অফিসিয়াল তথ্য ভালো করে পড়ে তবেই আবেদন করতে হবে।

বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
JEE Mains 2022 Registration Started|| দীর্ঘ অপেক্ষার অবসান! শুরু হচ্ছে JEE মেইন ২০২২-এর পরীক্ষা! জানুন বিস্তারিত...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল