বহিরাগতদের প্রবেশে জারি হবে বেশ কিছু নিষেধাজ্ঞা। গাড়ির ক্ষেত্রে ৩ নং গেট দিয়ে ঢুকতে হবে এবং ৪ নং দিয়ে বেরোতে হবে। বাইরের গাড়ির ক্ষেত্রে রেজিষ্ট্রার করে ঢুকতে হবে। স্ট্রিট লাইট যদি না কাজ করে সেগুলো বদল করা হবে।
advertisement
সহ-উপাচার্য অমিতাভ দত্ত জানালেন, ‘‘মাদক আটকাতে একটা টিম করা হবে। সন্ধ্যা ৭ টার পর সেই টিম ঘুরে দেখবে ক্যাম্পাস। জলাশয়ের ক্ষেত্রে ফেন্সিং করা হবে। সরকারকে চিঠি পাঠানো হয়েছে সিসি ক্যামেরা এবং নিরাপত্তার বাড়ানোর বিষয়ে। ন্যাশনাল টাস্ক ফোর্স জানিয়ে গেছে মেন্টরদের মেন্টাল সাপোর্ট দেওয়ার জন্য ওয়ার্কশপ। ভাইস চ্যান্সেলর নিয়োগ না হওয়া পর্যন্ত অনেক জায়গায় ফাঁকা হয়ে গিয়েছে। সন্ধেয় পর আইডেটিন্টি কার্ড মাস্ট। পুলিশ আমাদের কাছে সিসি ক্যামেরার ফুটেজ চেয়েছে। বাকি কিছু বলতে পারব না। পুলিশ সাহায্য চাইলে করব।’’
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
Sep 15, 2025 8:57 PM IST
