Primary Recruitment Case: প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে ১২ সেপ্টেম্বর আদালতে হাজিরার নির্দেশ

Last Updated:

Primary Recruitment Case: প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরুর অনুমতি দিলেন রাজ্যপাল। বুধবার ইডির বিশেষ আদালতে রাজ্যপালের সম্মতিপত্র জমা দেওয়া হয়েছে। তাঁকে হাজিরার নির্দেশ আদালতের।

চন্দ্রনাথ সিনহাকে হাজিরার নির্দেশ
চন্দ্রনাথ সিনহাকে হাজিরার নির্দেশ
কলকাতা: প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরুর অনুমতি দিলেন রাজ্যপাল। বুধবার ইডির বিশেষ আদালতে রাজ্যপালের সম্মতিপত্র জমা দেওয়া হয়েছে।
সপ্তাহখানেক আগেই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে অভিযুক্ত দেখিয়ে আদালতে চার্জশিট জমা দেয় ইডি। কিন্তু তা আদালতে গ্রহণ করেনি। রাজ্যের মন্ত্রী হওয়ার কারণে বিচার শুরু করতে রাজ্যপালের সম্মতি প্রয়োজন ছিল।
advertisement
২২ জুলাই ইডি রাজ্যপালকে তাঁর সম্মতি চেয়ে চিঠি পাঠায়। ইডি সূত্রে খবর, দিন কয়েক আগেই রাজ্যপালের তরফে সম্মতি এসেছে। বুধবার তা আদালতে জমা দেওয়া হয়, রাজ্যপালের সম্মতিপত্র আদালতে জমা দেওয়ার পরেই মন্ত্রাীর বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু তৎপরতা দেখা গেল আদালতে।
advertisement
আদালতের নির্দেশ, ১২ সেপ্টেম্বর মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে হাজিরা দিতে হবে আদালতে। সেই মর্মেই সমন জারি করেছে আদালত। ১৫ দিনের মধ‍্যে সেই সমন তাঁর কাছে পৌঁছে দিতে হবে ইডিকে। মন্ত্রী আদালতে হাজিরা দিলে মন্ত্রীকে চার্জশিটের কপি তুলে দেওয়া হবে, তারপরে শুরু হবে বিচার প্রক্রিয়া। ইতিমধ্যেই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে আদালতে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Primary Recruitment Case: প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে ১২ সেপ্টেম্বর আদালতে হাজিরার নির্দেশ
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ মিলবে শীঘ্রই, রাজ্যে বৃষ্টির সম্ভাবনা নেই, আগামী কয়েকদিনেই তাপমাত্রা কিছুটা কমতে পারে
শীতের আমেজ মিলবে শীঘ্রই, বৃষ্টির সম্ভাবনা নেই, আগামী কয়েকদিনেই তাপমাত্রা কিছুটা কমতে পারে
  • শীতের আমেজ মিলবে শীঘ্রই

  • রাজ্যে বৃষ্টির সম্ভাবনা নেই

  • আগামী কয়েকদিনেই তাপমাত্রা কিছুটা কমতে পারে

VIEW MORE
advertisement
advertisement