ক্যানিংয়ের তালদি গ্রাম পঞ্চায়েতের বয়সিং গ্রামের বাসিন্দা পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী সুব্রত নস্কর ও আশাকর্মী রীনা নস্করের এক মাত্র সন্তান সায়ন। সায়ন ছোটবেলা থেকেই মেধাবী। তালদি মোহনচাঁদ হাইস্কুল থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করার পর ক্যানিংয়ের বঙ্কিম সর্দার কলেজ থেকে বি এ পাশ করে। এরপর এক বছরের জন্য এই সরকারি আইটিআই কলেজে ভর্তি হয় সে। সাড়া দেশের মধ্যে মোট ৪৬ জন কৃতিকে পুরস্কৃত করেন প্রধানমন্ত্রী। পশ্চিমবঙ্গ মধ্যে ৫ জন সর্বচ্চ নম্বর প্রাপককে ডাকা হয়, যার মধ্যে সায়ন ছিল অন্যতম।
advertisement
সায়ন বলে, “আমি কম্পিউটার সায়েন্স নিয়েই এগোতে চাই। আমার এই রেজাল্টের জন্য আমার পরিবার ও কলেজের শিক্ষক, প্রিন্সিপাল স্যারের অবদান সব থেকে বেশি।” রীনা বলেন, “ সায়নের এই সাফল্য আমরা কখনওই আশা করি নি। ও পড়াশোনায় ছোট থেকেই ভাল, কিন্তু এতটা ভাল করবে সেটা ভাবতে পারিনি।” সুব্রত বলেন, “ প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার পেয়েছে এটা গর্বের বিষয়। সায়নের মত সন্তান পেয়ে আমরা গর্বিত।” সায়নের কলেজের প্রিন্সিপাল কৌশিক পাবি বলেন,“ অত্যন্ত মেধাবী ছাত্র সায়ন। ওঁর এই রেজাল্টে আমরা সকলেই ভীষণ খুশি।