TRENDING:

ISC Result 2023: দ্বাদশ শ্রেণিতে দেশের সেরা কলকাতার মান্যা, জলপাইগুড়ির শুভম! আবেগে আপ্লুত স্কুলের প্রিন্সিপাল

Last Updated:

SC-তে প্রথম স্থানে কলকাতার মান্যা গুপ্তা৷ কলকাতার হেরিটেজ স্কুলের ছাত্রী মান্যর প্রাপ্ত নম্বর ৩৯৯, অর্থাৎ ৯৯.৭৫%৷ মান্যার সঙ্গেই একই নম্বর পেয়ে প্রথম স্থানে বাংলার আরও এক কৃতি ছাত্র শুভম আগরওয়াল

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ISC-তে প্রথম স্থানে কলকাতার মান্যা গুপ্তা৷ কলকাতার হেরিটেজ স্কুলের ছাত্রী মান্যর প্রাপ্ত নম্বর ৩৯৯, অর্থাৎ ৯৯.৭৫%৷ মান্যার সঙ্গেই একই নম্বর পেয়ে প্রথম স্থানে বাংলার আরও এক কৃতি ছাত্র শুভম আগরওয়াল৷ জলপাইগুড়ি জেলার ভক্তিনগরে সেন্ট জোসেফ স্কুলের ছাত্র শুভম৷ দুই কৃতীর সফলতায় খুশিতে ভাসছে পরিবার থেকে স্কুলের শিক্ষক-শিক্ষিকারা সকলেই৷
 দ্বাদশ শ্রেণিতে দেশের সেরা কলকাতার মান্যা, জলপাইগুড়ির শুভম! আবেগে আপ্লুত স্কুলের প্রিন্সিপাল
দ্বাদশ শ্রেণিতে দেশের সেরা কলকাতার মান্যা, জলপাইগুড়ির শুভম! আবেগে আপ্লুত স্কুলের প্রিন্সিপাল
advertisement

প্রতি বছরেই সেরাদের তালিকায় নাম থাকে কলকাতা হেরিটেজ স্কুলের কোনও না কোনও ছাত্র বা ছাত্রীর৷ তবে, এ বছর গোটা দেশের একেবারে প্রথম স্থানে আছে মান্যা গুপ্তা৷ আপ্লুত স্কুলের প্রিন্সিপাল সীমা সাপ্রু৷ কৃতি ছাত্রীর কথা বলতে গিয়ে তাঁর গলার উচ্ছাস ও আবেগ স্পষ্ট৷ ‘‘ফলাফল জানার পর থেকে আমরা যেন খুশিতে ভাসছি’’, জানালেন তিনি৷

advertisement

আরও পড়ুন: প্রথম স্থানে দুজন, দ্বিতীয় স্থানে পাঁচজন, ISC- তে সেরাদের তালিকায় বাংলার কারা?

আরও পড়ুন: ১০০ তে ১০০! অসাধারণ ফল করে নিজের জেলার সেরা হলেন এই ছাত্রী

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ছাত্রছাত্রীরা এখন বেশিরভাগ ক্ষেত্রেই টিউশনের ওপর নির্ভরশীল৷ তবে, দ্য হেরিটেজ স্কুলের ছবিটা কিন্ত অনেকটাই আলাদা৷ বেশিরভাগ ক্ষেত্রেই টিউশন ছাড়াই পরীক্ষা দিয়েছেন ছাত্রছাত্রীরা৷ স্কুলের শিক্ষকদের ওপরেই ভরসা রেখেছিলেন তাঁরা৷ মান্যাও স্কুলের পড়াশোনাকেই গুরুত্ব দিয়েছেন৷ গৃহশিক্ষক নয়, স্কুলের শিক্ষকদের কথামতো পড়াশোনা করেই দেশের সেরা মান্যা৷ তবে, শুধু মান্য নয়, এই স্কুলের বেশিরভাগ পড়ুয়ার ফলই বেশ ভাল৷

advertisement

বাংলা খবর/ খবর/শিক্ষা/
ISC Result 2023: দ্বাদশ শ্রেণিতে দেশের সেরা কলকাতার মান্যা, জলপাইগুড়ির শুভম! আবেগে আপ্লুত স্কুলের প্রিন্সিপাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল