২০৩০ সালের মধ্যে ৩০ হাজার ভারতীয় ছাত্রকে সে দেশে পড়াশোনার ব্যবস্থা করে দেওয়ার লক্ষ্য নিয়েছে ফরাসি সরকার। এই উদ্যোগে শামিল হয়েছে বিশ্ববিদ্যালয় এবং কলেজ-সহ ৫০টির মতো ফরাসি শিক্ষা প্রতিষ্ঠান। চলতি বছর ৪ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত চেন্নাই, কলকাতা, দিল্লি এবং মুম্বইতে অনুষ্ঠিত হচ্ছে ‘চুজ ফ্রান্স ট্যুর’। অনুষ্ঠানের আয়োজন করেছে ভারতের ফ্রেঞ্চ ইনস্টিটিউট, ফরাসি দূতাবাসের শিক্ষা-সংস্কৃতি-বিজ্ঞান শাখা এবং ফরাসি সরকারের অধীনস্থ সংস্থা ক্যাম্পাস ফ্রান্স।
advertisement
আরও পড়ুন– নভেম্বরে বন্ধ হয়ে যাবে পুণ্যধাম, বদ্রীনাথের দর্শনার্থে উপস্থিত হলেন মুকেশ আম্বানি
কলকাতায় ফ্রান্সের কনস্যুলেট জেনারেল দিদিয়ের তালপেন বলেন, ‘২০৩০ সালের মধ্যে ৩০ হাজার ভারতীয় ছাত্রকে ফ্রান্সে পড়াশোনার ব্যবস্থা করে দিতে চান রাষ্ট্রপতি ইমান্যুয়েল ম্যাক্রোঁ। বর্তমানে এই সংখ্যা ১০ হাজারের কম। আগামী সাত বছরের মধ্যে এটাকে তিন গুণ বাড়াতে হবে। তাই ভারতীয় পড়ুয়াদের বলব, আপনারা ‘চুজ ফ্রান্স ট্যুর’ বেছে নিন। চেন্নাইতে প্রায় ৯০০ পড়ুয়া উপস্থিত ছিলেন। কলকাতায় ১৫০০ থেকে ২০০০ পড়ুয়ার উপস্থিত থাকবেন বলে আশা করি। শিক্ষাক্ষেত্রে একাধিক অনুদান দেয় ফরাসি সরকার। অধিকাংশ সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বেশিরভাগ খরচও সরকার দেয়। তাই ফ্রান্সে উচ্চ শিক্ষা অর্থনৈতিক দিক থেকেও সুবিধাজনক’।
আরও পড়ুন– গাধার দুধের দাম আকাশছোঁয়া; কিন্তু কেন জানেন কি?
অনুষ্ঠান সম্পর্কে ভারতের ফ্রেঞ্চ ইনস্টিটিউটের কান্ট্রি ডিরেক্টর ইমানুয়েল লেব্রুন-ডেমিয়েন্স বলেন, ‘‘শিক্ষা ক্ষেত্রে ভারত এবং ফ্রান্সের মধ্যে চুক্তি রয়েছে। একে অপরের প্রতিষ্ঠানে সহজে ভর্তি হতে পারেন পড়ুয়ারা। শিক্ষাক্ষেত্রে ভারতীয় পড়ুয়াদের উপস্থিতি দুই দেশের বন্ধুত্ব আরও মজবুত করবে। ক্লাসগুলিও হয়ে উঠবে বৈচিত্রময়।’’ এখানেই শেষ নয়। তাঁর আশ্বাসবাণী, ‘‘ছাত্র বিনিময় বাড়ানোর পাশাপাশি স্নাতক হওয়ার পর পড়ুয়াদের চাকরি খুজতেও সাহায্য করা হবে।’’
ভারতীয় পড়ুয়ারা ম্যানেজমেন্ট, ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার, আর্ট, হিউম্যানিটিজ, হসপিটালিটি-সহ প্রায় ১৭০০টি বিষয়ে পড়াশোনার সুযোগ পাবেন। পড়াশোনা হবে ইংরেজিতে। ভারতীয় ছাত্রদের জন্য বিনামূল্যে কাউন্সেলিং সেশন, বৃত্তির ব্যবস্থা করেছে ক্যাম্পাস ফ্রান্স। ভিসা এবং ফ্রান্সের ছাত্রজীবনের খুঁটিনাটি সম্পর্কেও জানতে পারবেন তাঁরা।