RRB NTPC Recruitment 2022: আসন সংক্রান্ত বিজ্ঞপ্তি
এ ছাড়াও, লেভেল – ৫-এ গুড গার্ড (ক্যাট নং ৩) পদটি PwBD প্রার্থীদের জন্য উপযুক্ত নয় বলে জানানো হয়েছে। RRB/J&K-এর জন্য বিজ্ঞাপিত LD পদটি শূন্য বলে ঘোষণা করা হয়েছে। অফিসিয়াল নোটিস অনুযায়ী, সমস্ত অংশগ্রহণকারী RRB-এর বিশদ শূন্য পদগুলি পুনরায় বিজ্ঞপ্তিত করা হয়েছে।
advertisement
আরও পড়ুন- শুধুমাত্র ইন্টারভিউ দিয়ে ভারতীয় রেলে কর্মী নিয়োগ! এক ক্লিকে আবেদনের খুঁটিনাটি...
বোর্ডের তরফে জানানো হয়েছে যে, সমস্ত রাজ্যের জন্য বিদ্যমান আসন অনুসারে প্রাক্তন সেনাদের শূন্য পদগুলি মোট শূন্য পদের ১০ শতাংশের ভিত্তিতে সংশোধন করা হয়েছে। এই বিষয়ে আরও অধিক জানতে প্রার্থীরা RRB এলাহাবাদের অফিসিয়াল সাইটে rrbald.gov.in-এ সংশোধিত শূন্য পদগুলির অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখতে পারেন।
RRB NTPC Recruitment 2022: পরীক্ষার ফলাফল ঘোষণা
ইতিমধ্যে, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড ১৫ জানুয়ারী, ২০২২-এ NTPC ফলাফল প্রকাশ করবে। যে প্রার্থীরা পরীক্ষায় অংশ নিয়েছেন, তাঁরা আঞ্চলিক RRB-র অফিসিয়াল সাইটের মাধ্যমে ফলাফল দেখতে পারবেন। CBT ১ পরীক্ষা ২৮ ডিসেম্বর, ২০২০ থেকে গত বছর ৩১ জুলাই, ২০২১ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল।
আরো পড়ুন- টাটা মেমোরিয়াল সেন্টারের অধীনে প্রচুর নিয়োগ, আবেদনের শেষ দিন ৩১ জানুয়ারি
এক নজরে পরীক্ষা সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: | রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (Railway Recruitment Board) |
পরীক্ষার নাম: | CBT ১, CBT ২ |
শূন্য পদের সংখ্যা: | কিছু জানানো হয়নি |
কাজের স্থান: | ভারত |
কাজের ধরন: | কিছু জানানো হয়নি |
নির্বাচন পদ্ধতি: | CBT ১, CBT ২ পরীক্ষা |
আবেদন প্রক্রিয়া শুরু: | কিছু জানানো হয়নি |
শিক্ষাগত যোগ্যতা: | কিছু জানানো হয়নি |
বেতনক্রম: | কিছু জানানো হয়নি |
আবেদন পদ্ধতি: | কিছু জানানো হয়নি |
আবেদনের শেষ দিন: | কিছু জানানো হয়নি |
পরীক্ষার তারিখ: | ১৪-১৮ ফেব্রুয়ারি, ২০২২ |
RRB NTPC Recruitment 2022: CBT-২ পরীক্ষার তারিখ
যে প্রার্থীরা পদগুলির জন্য বিশদে জানতে চান, তাঁরা শূন্য পদ ও অন্যান্য বিষয় এখানে উপলব্ধ বিস্তারিত বিজ্ঞপ্তির
http://rrbald.gov.in/docs/Corrigendum%20Notice%20for%20redistribution%20of%20vacancies%20of%20CEN_01_2019_NTPC.pdf মাধ্যমে জানতে পারেন
সম্প্রতি প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, যে সকল প্রার্থীরা CBT ১ পরীক্ষায় উত্তীর্ণ হবেন, তাঁরা CBT ২ পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য হবেন। CBT-১-এ সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের জন্য ২য় পর্যায় কম্পিউটার-ভিত্তিক পরীক্ষা (CBT-২) ১৪-১৮ ফেব্রুয়ারি, ২০২২-এর মধ্যে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।