TRENDING:

Railway Vacancy: কোনও পরীক্ষা দিতে হবে না, আবেদনের শিক্ষাগত যোগ্যতা দশম শ্রেণি! অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি জারি, বিস্তারিত দেখে নিন

Last Updated:

Railway Vacancy: রেলে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। রেলের উত্তর শাখায় নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রেলওয়ে রিক্রুটমেন্ট সেল৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রেলে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। রেলের উত্তর শাখায় নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রেলওয়ে রিক্রুটমেন্ট সেল৷ দশম শ্রেণি উত্তীর্ণ যারা আইটিআই পাশ করেছেন তারা আবেদন করতে পারবেন৷ ৪,১১৬ শূন্যপদে নিয়োগ করা হবে৷ ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীরা RRC NR এর অফিসিয়াল ওয়েবসাইট rrcnr.org এ গিয়ে ফর্ম পূরণ করতে পারেন।
কোনও পরীক্ষা দিতে হবে না, আবেদনের শিক্ষাগত যোগ্যতা দশম শ্রেণি! অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি জারি, বিস্তারিত দেখে নিন
কোনও পরীক্ষা দিতে হবে না, আবেদনের শিক্ষাগত যোগ্যতা দশম শ্রেণি! অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি জারি, বিস্তারিত দেখে নিন
advertisement

তবে আরআরসি এনসিআর-এর পক্ষ থেকে স্পষ্ট জানান হয়েছে এটি একটি ট্রেনিং প্রোগ্রাম৷ রেলওয়ে অ্যাপ্রেন্টিস নিয়োগ মানেই চাকরি দেওয়া নয়৷ RRC নর্দান রেলওয়ে রিক্রুটমেন্ট ২০২৫ এর আবেদন প্রক্রিয়া ২৫ নভেম্বর ২০২৫ থেকে শুরু হবে। RRC দ্বারা জারি করা নোটিফিকেশন অনুযায়ী, অ্যাপ্রেন্টিস পদে মোট ৪১১৬ শূন্যপদে নিয়োগ করা হবে৷

আরও পড়ুন: ঘুম ভাঙলেই চোখের কোনে জমে প্রচুর পিচুটি! কোন ভিটামিনের অভাবে অতিরিক্ত পিচুটি হয় জানুন, কোনও রোগের লক্ষণ নয় তো!

advertisement

আবেদনের তারিখ শুরু ২৫ নভেম্বর ২০২৫
আবেদন শেষ তারিখ ২৪ ডিসেম্বর ২০২৫
মেরিট লিস্ট প্রকাশের সম্ভাব্য তারিখ ফেব্রুয়ারি ২০২৬
মোট শূন্যপদ ৪,১১৬
নির্বাচন প্রক্রিয়া ১০ম শ্রেণীতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে
আবেদনের ফি ১০০ টাকা, সংরক্ষিত শ্রেণী এবং মহিলাদের জন্য কোনো ফি নেই
নোটিফিকেশন লিঙ্ক RRC NR Apprentice 2025 Notification PDF

advertisement

কীভাবে আবেদন করবেন?

প্রথমে RRC NR এর অফিসিয়াল ওয়েবসাইট rrcnr.org এ যান।

হোমপেজে ‘Apply Online for Act Apprentices 2025’ লিঙ্কে (২৫ নভেম্বর থেকে) ক্লিক করুন।

মোবাইল নম্বর এবং ইমেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করুন।

জেনারেট হওয়া ক্রেডেনশিয়ালসের সাহায্যে (রেজিস্টার্ড মোবাইল নম্বর এবং ইমেইলে পাওয়া যাবে) লগ-ইন করুন।

আরও পড়ুন: সূর্য মঙ্গলের মহামিলনে আদিত‍্য মঙ্গল রাজযোগ! ‘২৬ সালের শুরুতেই কপাল খুলবে ৪ রাশির, নতুন বছরেই আকাশছোঁয়া হবে ব‍্যাঙ্ক ব‍্যালেন্স

advertisement

প্রয়োজনীয় ডিটেলস দিয়ে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করুন।

প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করুন এবং ফি জমা দিয়ে সাবমিট এ ক্লিক করুন।

সেরা ভিডিও

আরও দেখুন
পুলিশের মানবিক রূপ! বিরল রোগে আক্রান্ত শিশুর জন্য যা করলেন কান্দির আইসি, গর্বিত সকলে
আরও দেখুন

আপনার ফর্ম জমা হয়ে যাবে, ভবিষ্যতের জন্য কনফার্মেশন পেজ ডাউনলোড করে তার প্রিন্টআউট নিয়ে নিন।

বাংলা খবর/ খবর/শিক্ষা/
Railway Vacancy: কোনও পরীক্ষা দিতে হবে না, আবেদনের শিক্ষাগত যোগ্যতা দশম শ্রেণি! অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি জারি, বিস্তারিত দেখে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল