আবেদনের তারিখ:
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। প্রার্থীদের আগামী ২৫ এপ্রিল, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইন আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
আরও পড়ুন: মোটা অঙ্কের বেতন, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডে নিয়োগ! জানুন বিস্তারিত...
শূন্যপদের সংখ্যা:
প্রতিষ্ঠানের তরফে মোট ১৪৭টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে। শুধুমাত্র সাউথ ওয়েস্টার্ন রেলওয়ে এবং রেল হুইল ফ্যাক্টরির কর্মীরা আবেদনের যোগ্য।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা | সাউথ ওয়েস্টার্ন রেলওয়ে (South Western Railway) |
পদের নাম | গুড ট্রেন ম্যানেজার |
শূন্যপদের সংখ্যা | ১৪৭ |
কাজের স্থান | ভারত |
কাজের ধরন | কিছু জানানো হয়নি |
নির্বাচন পদ্ধতি | বিশদ দেখুন |
আবেদন প্রক্রিয়া শুরু | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা | স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও বিষয়ে ডিগ্রি |
বেতনক্রম | কিছু জানানো হয়নি |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | ২৫.০৪.২০২২ |
আরও পড়ুন: আকর্ষণীয় বেতন! রেলের বিপুল নিয়োগ, কীভাবে আবেদন করবেন? জানুন...
আবেদনের যোগ্যতা:
প্রার্থীদের যে কোনও সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও বিষয়ে ডিগ্রি বা তার সমমানের ডিগ্রি থাকতে হবে।
আগ্রহী প্রার্থীরা বিস্তারিত ভাবে আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতন ও অন্যান্য বিষয়ে আরও বিস্তারিত জানতে এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির লিঙ্কে https://www.rrchubli.in/GDCE-GTM-1_2022_compressed.pdf ক্লিক করে দেখতে পারেন।
আবেদন পদ্ধতি:
প্রথমে আরআরসি হুবলির অফিসিয়াল ওয়েবসাইটে www.rrchubli.in যেতে হবে।
হোমপেজে, “click here to submit application” লেখা লিঙ্কে ক্লিক করতে হবে।
‘New Registration’ অপশনে ক্লিক করতে হবে।
যথাযথ তথ্য সহকারে ফর্ম পূরণ করতে হবে ও জমা দিতে হবে।
ভবিষ্যতের সুবিধার্থে ফর্মের একটি কপি সংরক্ষণ করে রাখতে হবে
নির্বাচন পদ্ধতি:
কম্পিউটার ভিত্তিক লিখিত পরীক্ষা, ডকুমেন্ট ভেরিফিকেশন ও মেডিক্যাল টেস্টের ওপর ভিত্তি করে নির্বাচন করা হবে।