SAIL Recruitment 2022|| মোটা অঙ্কের বেতন, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডে নিয়োগ! জানুন বিস্তারিত...
- Published by:Shubhagata Dey
Last Updated:
SAIL Recruitment 2022: আগ্রহী প্রার্থীরা ৯ এপ্রিল, ২০২২ তারিখে ইন্টারভিউয়ের জন্য যেতে পারেন।
#নয়াদিল্লি: সম্প্রতি স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের (Steel Authority of India Limited) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে স্পেশালিস্ট ও জেনারেল ডিউটি মেডিকেল অফিসার পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
ইন্টারভিউয়ের তারিখ:
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। সে ক্ষেত্রে আগ্রহী প্রার্থীরা ৯ এপ্রিল, ২০২২ তারিখে ইন্টারভিউয়ের জন্য যেতে পারেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
আরও পড়ুন: আকর্ষণীয় বেতন! রেলের বিপুল নিয়োগ, কীভাবে আবেদন করবেন? জানুন...
শূন্যপদের বিবরণ:
advertisement
প্রতিষ্ঠানের তরফে মোট ৭টি পদ রয়েছে বলে জানানো হয়েছে।
শূন্যপদ | সংখ্যা |
সুপার স্পেশালিস্ট (কার্ডিওলজি) | ১ |
জেনারেল মেডিসিন | ৩ |
ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন (ইনটেনসিভিস্ট) | ১ |
ট্রান্সফিউশন মেডিসিন | ১ |
জেনারেল ডিউটি মেডিকেল অফিসার (GDMO) | ১ |
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
advertisement
সংস্থা | স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড (Steel Authority of India Limited) |
পদের নাম | স্পেশালিস্ট ও জেনারেল ডিউটি মেডিকেল অফিসার |
শূন্যপদের সংখ্যা | ৭ |
কাজের স্থান | ভিলাই |
কাজের ধরন | সরকারি |
নির্বাচন পদ্ধতি | ইন্টারভিউ |
আবেদন প্রক্রিয়া শুরু | বিশদ দেখুন |
শিক্ষাগত যোগ্যতা | বিশদ দেখুন |
বেতনক্রম | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি | বিশদ দেখুন |
ইন্টারভিউয়ের তারিখ | ৯.০৪.২০২২ |
advertisement
বয়সসীমা:
৯ এপ্রিল, ২০২২ তারিখ অনুযায়ী প্রার্থীদের বয়সের উর্ধ্বসীমা ৬৯ বছর।
আরও পড়ুন: ৩ হাজারেরও বেশি শূন্যপদে স্টাফ সিলেকশন কমিশনে নিয়োগ, আজই আবেদন করুন...
ইন্টারভিউয়ের স্থান:
আগ্রহী ও যোগ্য প্রার্থীরা ৯ এপ্রিল, ২০২২ সকাল ১০টার সময় অনুষ্ঠিত ইন্টারভিউতে অংশ নিতে পারেন। ইন্টারভিউ নেওয়ার স্থান, ‘Human Resource Development Centre, (Near BSP Main Gate), Bhilai Steel Plant, Bhilai 490001’।
advertisement
আবেদনের যোগ্যতা:
বিএসপি বা অন্যান্য ইউনিট থেকে অবসরপ্রাপ্ত বা অন্যান্য পিএসই/সরকারি অফিস থেকে অবসরপ্রাপ্ত ডাক্তাররা আবেদনের যোগ্য। এছাড়া ডাক্তারি ডিগ্রি রয়েছে এমন ব্যক্তিরাও আবেদনের যোগ্য।
এ ছাড়াও যাঁদের ভ্যালিড প্র্যাকটিশনারের সার্টিফিকেট রয়েছে তাঁরাও ইন্টারভিউতে অংশ নিতে পারেন।
Location :
First Published :
April 09, 2022 5:51 PM IST