TRENDING:

Indian Railway: রেলে চুক্তিভিত্তিক ডাক্তার নিয়োগ! আদ্রা ডিভিশনে স্বাস্থ্য ব্যবস্থায় বড় উদ্যোগ

Last Updated:

Indian Railway: দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনে রেলের স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে এবার বড় উদ্যোগ নিল রেল। চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করা হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া, শান্তনু দাস:  দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনে রেলের স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে এবার বড় উদ্যোগ নিল রেল। চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করা হবে। এই উদ্দেশ্যে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে রেলের পক্ষ থেকে জানান হয়েছে, আগামী ১৮ ডিসেম্বর ২০২৫ তারিখে ‘ওয়াক-ইন-ইন্টারভিউ’ নেওয়া হবে।
আদ্রা ডিভিশনাল রেলওয়ে হাসপাতাল
আদ্রা ডিভিশনাল রেলওয়ে হাসপাতাল
advertisement

চিকিৎসকদের নিয়োগ করা হবে আদ্রা ডিভিশনাল রেলওয়ে হাসপাতাল ছাড়াও আদ্রা নর্থ, বাঁকুড়া, পুরুলিয়া, ভাগা, ভোজুডী, মহুদা, বার্ণপুর, আনাড়া, চান্ডিল, গড়বেতা ও বোকারো স্টিল সিটি, এই সমস্ত ইউনিটে অবস্থিত রেলের স্বাস্থ্যকেন্দ্রগুলিতে। মোট ৬টি পদে নিয়োগ হবে, যেগুলো হল অসংরক্ষিত ৩, ওবিসি ২ এবং তপশিলি জাতি ১। আদ্রা ডিভিশনের ডিআরএম মুকেশ গুপ্তা জানিয়েছেন, “রেলের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে এই বিশেষ নিয়োগ প্রক্রিয়া।”

advertisement

রেল সূত্রে জানা যায়, নিম্নলিখিত বিভাগগুলির চিকিৎসকদের অগ্রাধিকার দেওয়া হবে, মেডিসিন, অর্থোপেডিক্স, অ্যানাস্থেসিয়া, প্যাথলজি, অবস্টেট্রিক্স, গাইনিকোলজি ও চক্ষু বিভাগ।

আরও পড়ুন: শীতের ‘সুপারফ্রুট’, ভিটামিন-সি-এর ভান্ডার, আমলকি খাওয়ার আগে সাবধান! কাদের মুখে তোলাও উচিত নয়, পরামর্শ দিলেন চিকিৎসক

View More

পারিশ্রমিক

১) স্পেশালিস্ট চিকিৎসক

প্রথম বর্ষ: মাসিক ১,২৩,৫০০ টাকা

advertisement

দ্বিতীয় বর্ষ ও তার পর: মাসিক ১,৩০,০০০ টাকা

২) জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার

মাসিক ৯৫,০০০ টাকা

৩) অবসরপ্রাপ্ত সরকারি চিকিৎসক (রেল, কেন্দ্র, রাজ্য)

মাসিক ৯৫,০০০ টাকা

আরও পড়ুন: শীতের ‘সুপারফ্রুট’, ভিটামিন-সি-এর ভান্ডার, আমলকি খাওয়ার আগে সাবধান! কাদের মুখে তোলাও উচিত নয়, পরামর্শ দিলেন চিকিৎসক

ইন্টারভিউয়ের তারিখ, সময় ও স্থান

advertisement

সিনিয়ার ডিভিসনাল পার্সোনেল অফিসার, দক্ষিণ পূর্ব রেলওয়ে, আদ্রা, পোঃ-আদ্রা, জেলা-পুরুলিয়া, পিন-৭২৩১২১ (পশ্চিমবঙ্গ)-এর কক্ষে ১৮.১২.২০২৫ তারিখে বেলা ১১টার সময় এই “ওয়াক-ইন-ইন্টারভিউ” অনুষ্ঠিত হবে।

অনলাইন আবেদন

সেরা ভিডিও

আরও দেখুন
২৪কে ছাপিয়ে গেল, ২৫, এই নিউইয়ারে বক্রেশ্বর পুণ্যার্থীদের পছন্দের উইকএন্ড ডেস্টিনেশন
আরও দেখুন

অনলাইনে সিএমপি নির্বাচনের জন্য আবেদন গ্রহণের শেষ তারিখ ১৬.১২.২০২৫ সন্ধ্যা ৬টা। আগ্রহী প্রার্থীরা বিস্তারিত জানতে ওয়েবসাইট www.ser.indian railways.gov.in (go to Division> Adra > Department > Personnel > Notification দেখুন) দেখতে পারেন। আগ্রহী প্রার্থীরা নির্দিষ্ট তারিখ ও সময়ে সরাসরি ওয়াক-ইন-ইন্টারভিউ-তে উপস্থিত হতে পারেন।

advertisement

বাংলা খবর/ খবর/শিক্ষা/
Indian Railway: রেলে চুক্তিভিত্তিক ডাক্তার নিয়োগ! আদ্রা ডিভিশনে স্বাস্থ্য ব্যবস্থায় বড় উদ্যোগ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল