Indian Navy Sailor AA SSR Feb 22 Batch Recruitment 2021 Notification: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ১৬ অক্টোবর, ২০২১ তারিখে। প্রার্থীদের আগামী ২৫ অক্টোবর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা করাতে হবে। আবেদন করতে হবে অনলাইনে। সে ক্ষেত্রে প্রার্থীরা ভারতীয় নৌসেনার অফিসিয়াল ওয়েবসাইটেই joinindiannavy.gov.in আবেদনপত্র পেয়ে যাবেন। উল্লিখিত পদে কেবলমাত্র অবিবাহিত পুরুষ প্রার্থীরাই আবেদন করতে পারবেন।
advertisement
আরও পড়ুন- শুরুতেই মাইনে ৩৫ হাজার! পুলিশে সাব ইন্সপেক্টর হওয়ার সুবর্ণ সুযোগ...
Indian Navy Sailor AA SSR Feb 22 Batch Recruitment 2021 Notification: শূন্যপদের সংখ্যা
প্রতিষ্ঠানের তরফে মোট ২৫০০ শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
Indian Navy Sailor AA SSR Feb 22 Batch Recruitment 2021 Notification: শূন্যপদের বিস্তারিত বিবরণ
নাবিক- সিনিয়ার সেকেন্ডারি রিক্রুট (SSR): ২০০০
নাবিক- আর্টিফিসার অ্যাপ্রেন্টিস (AA): ৫০০
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: ভারতীয় নৌসেনা (Indian Navy)
পদের নাম: নাবিক- সিনিয়ার সেকেন্ডারি রিক্রুট (SSR), নাবিক- আর্টিফিসার অ্যাপ্রেন্টিস (AA)
শূন্যপদের সংখ্যা: ২৫০০
কাজের স্থান: কিছু জানানো হয়নি
কাজের ধরন: ট্রেনিং সংক্রান্ত
নির্বাচন পদ্ধতি: লিখিত পরীক্ষা, পিএফটি ও মেডিক্যাল এক্সাম
আবেদন প্রক্রিয়া শুরু: বর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতা: নাবিক- সিনিয়ার সেকেন্ডারি রিক্রুট (SSR): দ্বাদশ শ্রেণিতে বিজ্ঞান বিষয়ে ৬০% বা তার বেশি নম্বর পেতে হবে।
নাবিক- আর্টিফিসার অ্যাপ্রেন্টিস (AA): দ্বাদশ শ্রেণিতে বিজ্ঞান বিষয়ে উত্তীর্ণ হতে হবে।
বেতনক্রম: ট্রেনিং চলাকালীন মাসিক ১৪,৬০০ টাকা
আবেদন পদ্ধতি: অনলাইন
আবেদনের শেষ দিন: ২৫.১০.২০২১
Indian Navy Sailor AA SSR Feb 22 Batch Recruitment 2021 Notification: বেতনক্রম
ট্রেনিং চলাকালীন প্রার্থীদের মাসিক ১৪,৬০০ টাকা দেওয়া হবে।
ট্রেনিং পরবর্তীতে প্রার্থীদের ডিফেন্স পে ম্যাট্রিক্সের তৃতীয় স্তরে রাখা হবে। সে ক্ষেত্রে তাদের বেতনক্রম হবে মাসিক ২১,৭০০ থেকে ৬৯,১০০ টাকা পর্যন্ত। এছাড়াও প্রার্থীদের এমএসপি, ডিএ ও ‘এক্স’ গ্রুপের পে সহ মাসিক ৫,২০০ টাকা দেওয়া হবে। আর্টিফিসার অ্যাপ্রেন্টিসদের (AA) জন্য এই ক্ষেত্রে মাসিক ৬,২০০ টাকা দেওয়ার কথা বলা হয়েছে।
Indian Navy Sailor AA SSR Feb 22 Batch Recruitment 2021 Notification: আবেদনের যোগ্যতা
নাবিক- সিনিয়ার সেকেন্ডারি রিক্রুট (SSR): প্রার্থীদের ভারত সরকারের এমএইচআরডি (MHRD) দ্বারা স্বীকৃতি প্রাপ্ত বোর্ড থেকে দশম শ্রেণিতে বিজ্ঞান বিষয়ে ৬০% বা তার বেশি নম্বর পেতে হবে।
নাবিক- আর্টিফিসার অ্যাপ্রেন্টিস (AA): প্রার্থীদের ভারত সরকারের এমএইচআরডি (MHRD) দ্বারা স্বীকৃতি প্রাপ্ত বোর্ড থেকে দশম শ্রেণিতে বিজ্ঞান বিষয়ে উত্তীর্ণ হতে হবে।
Indian Navy Sailor AA SSR Feb 22 Batch Recruitment 2021 Notification: বয়সসীমা
প্রার্থীদের বয়সসীমা ১ ফেব্রুয়ারি, ২০০২ তারিখ থেকে ৩১ জুলাই, ২০০৫ তারিখের মধ্যে হতে হবে।
Indian Navy Sailor AA SSR Feb 22 Batch Recruitment 2021 Notification: নির্বাচন পদ্ধতি
প্রার্থীদের লিখিত পরীক্ষা, পিএফটি ও মেডিক্যাল একজামের মাধ্যমে নিয়োগ করা হবে।
Indian Navy Sailor AA SSR Feb 22 Batch Recruitment 2021 Notification: পরীক্ষা পদ্ধতি
মোট ১০০ নম্বরের ১০০টি প্রশ্নপত্র থাকবে। পরীক্ষার সময় দেওয়া হবে ১ ঘন্টা। ইংরেজি, বিজ্ঞান, অংক এবং সাধারণ জ্ঞানের প্রশ্ন থাকবে। হিন্দি ও ইংরেজি উভয় ভাষাতেই প্রশ্ন থাকবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কেটে নেওয়া হবে।
Indian Navy Sailor AA SSR Feb 22 Batch Recruitment 2021 Notification: আবেদন পদ্ধতি
প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে www.joinindiannavy.gov.in গিয়ে সম্পূর্ণ নোটিফিকেশনটি পড়ে তার পর আবেদনপত্রটি পূরণ করতে হবে। প্রার্থীরা ভবিষ্যতের জন্য আবেদন প্রক্রিয়া শেষে ফর্মের এক কপি প্রিন্ট করিয়ে রাখতে পারলে ভালো হয়।