সেই সময় গরমের ছুটির প্রসঙ্গ তুলেন মুখ্যমন্ত্রী। আগামী ২ মে থেকে রাজ্যজুড়ে স্কুলগুলিতে গরমের ছুটি পড়ছে। শুধু তাই নয় গত সপ্তাহ তীব্র গরমের জন্য মুখ্যমন্ত্রী এক সপ্তাহ ছুটি ঘোষণা করেছিলেন। অনেক বেসরকারি স্কুল তা মানছেন না বলেও শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রীর নজরে আনেন। তারপরেই বেসরকারি হাসপাতালগুলিকে নিয়ন্ত্রণ করার জন্য যেমন স্বাস্থ্য কমিশন গঠন করা হয়েছে সেই ভাবেই বেসরকারি স্কুলগুলিকে নিয়ন্ত্রণ করার জন্য "শিক্ষা কমিশন" গঠন করা যায় নাকি তা নিয়ে মুখ্য সচিবকে বিষয়টি দেখার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী বলেই নবান্ন সূত্রে খবর।
advertisement
আরও পড়ুন: ২০১৪ থেকে 'খেলা' শুরু, অনুব্রত কন্যার গোপন-প্রাপ্তি! তাজ্জব ইডি, আকাশ থেকে পড়ার জোগাড়
আরও পড়ুন: মালদহের স্কুলে বন্দুকবাজের তাণ্ডবে দিল্লির 'চক্রান্ত'! গভীর ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন মমতা
এর আগেও অবশ্য বেসরকারি স্কুলগুলিকে নিয়ন্ত্রণ করার জন্য কমিশন করার কথা ভাবা হয়েছিল। কিন্তু সেই সময় বিষয়টি কার্যকর করা হয়নি। যদিও রাজ্যের পক্ষ থেকে যুক্তি দেওয়া হয় বেসরকারি স্কুলগুলি তৈরি হলেও রাজ্যকে "নো অবজেকশন সার্টিফিকেট" দিতে হয়। সেক্ষেত্রে রাজ্যের পুরোপুরি বেসরকারি স্কুলগুলির ওপর নিয়ন্ত্রণ না থাকলেও বেসরকারি স্কুলগুলিকে আবেদন জানানো হয় রাজ্যের পক্ষ থেকে।
গত সপ্তাহে গরমের জন্য মুখ্যমন্ত্রী এক সপ্তাহে ছুটি ঘোষণা করার পরপরই রাজ্য স্কুল শিক্ষা দফতরের তরফে সিবিএসই ওআইসিএসই বোর্ডগুলিকে আবেদন জানানো হয়। পাশাপাশি রাজ্যের বিভিন্ন পরামর্শ বেসরকারি স্কুলগুলি মানে না বলেও লাগাতার অভিযোগ ওঠে। শুধু তাই নয় বেসরকারি স্কুলগুলির ফি নিয়েও লাগাতার অভিযোগ উঠে এসেছে। ভর্তির সময় বা প্রত্যেক বছরই অতিরিক্ত ফি বাড়ানোর অভিযোগ একাধিকবার তুলেছেন অভিভাবক- অভিভাবিকারা।
তা নিয়ে বেসরকারি স্কুলগুলির সামনে অভিভাবকদের বিক্ষোভ করতেও দেখা গেছে। তাই এক্ষেত্রে বেসরকারি স্কুলগুলিকে কী ভাবে নিয়ন্ত্রণ করা যায় তা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্য সচিবকে বিষয়টি দেখার জন্য নির্দেশ দিয়েছেন। সূত্রের খবর, খুব শীঘ্রই মুখ্য সচিব গোটা বিষয়টি নিয়ে রাজ্য স্কুল শিক্ষা দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন। এক্ষেত্রে এই ধরনের শিক্ষা কমিশনের অধীনে কোন কোন বিষয়গুলি নজরদারির আওতায় পড়বে? কারা কারা সদস্য হবেন এই কমিশনের তা নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়