TRENDING:

Bankura News: শিয়রে মাধ্যমিক! ভূগোলে ফুলমার্কস পাওয়ার সহজ উপায় বললেন শিক্ষক

Last Updated:

ভূগোলের ম্যাপ পয়েন্টটিইং কোনও দুর্ভেদ্য রহস্য নয়। খুবই সহজ এবং লজিক্যাল একটা ব্যাপার। শিখতে পারলেই নম্বর৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঁকুড়া জিলা স্কুল, বাঁকুড়া: প্রতি বছরই বাঁকুড়া জিলা স্কুলের নাম মাধ্যমিকের এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আউট হলেই শোনা যায়। কৃতী ছাত্রদের হাত ধরে বাঁকুড়া জেলায় উজ্জ্বল নাম বাঁকুড়া জিলা স্কুল। যাঁদের হাতে তৈরি হয়েছে এই কৃতি ছাত্ররা তাঁদেরই একজন ভূগোল বিভাগের শিক্ষক জয়ন্ত প্রামাণিক খুব সহজেই বলে দিলেন ঠিক কীভাবে রপ্ত করতে হবে ম্যাপ পয়েন্টিং।
advertisement

ভূগোলের ম্যাপ পয়েন্টটিং কোনও দুর্ভেদ্য রহস্য নয়। খুবই সহজ এবং লজিক্যাল একটা ব্যাপার। কয়েকটি ব্যাপার মাথায় রেখে ম্যাপ পয়েন্টটিইং করলেই কিন্তু ভূগোল ১০০ নম্বর তোলা জল ভাত।

আরও পড়ুন- মাত্র দেড় মিনিটেই শেষ ইন্টারভিউ! প্রাথমিকে শিক্ষক নিয়োগে আরও বড় দুর্নীতির গন্ধ

আরও পড়ুন- ৬ বছর পরেও জানা যায়নি TET-এর ফল! মানিককে ২ লক্ষ টাকার জরিমানার নির্দেশ বহাল

advertisement

View More

প্রথমত, সঠিকভাবে প্রশ্নের নম্বর দাগ নম্বর লিখতে হবে যাতে পরীক্ষক স্পষ্টভাবে বুঝতে পারেন।

দাগ নম্বর দেওয়ার সময় মাথায় রাখতে হবে যে সম্পূর্ণ দাগ নম্বর দিতে হবে।

তারপর সোজা করে পয়েন্টইং করতে হবে যাতে খাতা বেঁকে না যায়।

যে বিষয় বস্তুটি ম্যাপে দেখাতে হবে সেটার সংকেত এঁকে বোঝাতে হবে যেমন পর্বত দেখানোর সময় পর্বত এঁকে দিতে হবে অথবা একটি সরু লাইনে দিয়ে নদী।

advertisement

ম্যাপের উপর লেখা চলবে না।

পেন্সিল দিয়ে ম্যাপ পয়েন্টিং করতে হবে।

ডিপ শেডের পেন্সিল ব্যবহার করতে হবে।

সুন্দর করে স্পষ্টভাবে ছোট ছোট করে ম্যাপ পয়েন্টিং করতে হবে, এমনটাই জানিয়েছেন বাঁকুড়া জিলা স্কুলের ভূগোলের শিক্ষক।

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়

বাংলা খবর/ খবর/শিক্ষা/
Bankura News: শিয়রে মাধ্যমিক! ভূগোলে ফুলমার্কস পাওয়ার সহজ উপায় বললেন শিক্ষক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল