ভূগোলের ম্যাপ পয়েন্টটিং কোনও দুর্ভেদ্য রহস্য নয়। খুবই সহজ এবং লজিক্যাল একটা ব্যাপার। কয়েকটি ব্যাপার মাথায় রেখে ম্যাপ পয়েন্টটিইং করলেই কিন্তু ভূগোল ১০০ নম্বর তোলা জল ভাত।
আরও পড়ুন- মাত্র দেড় মিনিটেই শেষ ইন্টারভিউ! প্রাথমিকে শিক্ষক নিয়োগে আরও বড় দুর্নীতির গন্ধ
আরও পড়ুন- ৬ বছর পরেও জানা যায়নি TET-এর ফল! মানিককে ২ লক্ষ টাকার জরিমানার নির্দেশ বহাল
advertisement
প্রথমত, সঠিকভাবে প্রশ্নের নম্বর দাগ নম্বর লিখতে হবে যাতে পরীক্ষক স্পষ্টভাবে বুঝতে পারেন।
দাগ নম্বর দেওয়ার সময় মাথায় রাখতে হবে যে সম্পূর্ণ দাগ নম্বর দিতে হবে।
তারপর সোজা করে পয়েন্টইং করতে হবে যাতে খাতা বেঁকে না যায়।
যে বিষয় বস্তুটি ম্যাপে দেখাতে হবে সেটার সংকেত এঁকে বোঝাতে হবে যেমন পর্বত দেখানোর সময় পর্বত এঁকে দিতে হবে অথবা একটি সরু লাইনে দিয়ে নদী।
ম্যাপের উপর লেখা চলবে না।
পেন্সিল দিয়ে ম্যাপ পয়েন্টিং করতে হবে।
ডিপ শেডের পেন্সিল ব্যবহার করতে হবে।
সুন্দর করে স্পষ্টভাবে ছোট ছোট করে ম্যাপ পয়েন্টিং করতে হবে, এমনটাই জানিয়েছেন বাঁকুড়া জিলা স্কুলের ভূগোলের শিক্ষক।
নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়