TRENDING:

IIT Madras: রাজ্যের প্রথম এই জেলায় আইআইটি মাদ্রাজের পক্ষ থেকে অনলাইন প্রশিক্ষণ শুরু!

Last Updated:

উচ্চতর শিক্ষায় ছাত্র-ছাত্রীদের সফলতার হার বাড়াতে আইআইটি মাদ্রাজের বিদ্যাশক্তির একটি কেন্দ্রের উদ্বোধন হল বালুরঘাট ললিত মোহন আদর্শ উচ্চ বিদ্যালয়ে। অনলাইনের মাধ্যমে মাদ্রাস থেকে শিক্ষকরাবিজ্ঞান, টেকনোলজি, ইংলিশ এবং অংক বিষয়ে ছাত্র ছাত্রীদের বিশেষ প্রশিক্ষণ দেবেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ দিনাজপুর: উচ্চশিক্ষায় জেলার ছাত্রছাত্রীদের আরও সফল করে তুলতে বড়সড় উদ্যোগ গ্রহণ সাংসদ সুকান্ত মজুমদারের। আইআইটি চেন্নাইয়ের শাখার বিদ্যাশক্তি সংস্থার মাধ্যমে পশ্চিমবঙ্গের প্রথম দক্ষিণ দিনাজপুরের চারটি স্কুলে কোচিং ক্যাম্পের ব্যবস্থা করে দিলেন তিনি। যেখানে বিজ্ঞান, টেকনোলজি, ইংলিশ এবং অংক বিষয়ে ক্লাস সিক্স থেকে ছাত্র-ছাত্রীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। যার মাধ্যমে উচ্চতর শিক্ষায় ছাত্র-ছাত্রীদের সুবিধা হবে বলে জানা গেছে। যেখানে ভার্চুয়াল অর্থাৎ অনলাইনে মূলত শিক্ষাদান প্রক্রিয়া চলবে। এছাড়াও স্থানীয়ভাবে কিছু শিক্ষক নিয়োগ হবে, যারা ছাত্র-ছাত্রীদের বিভিন্ন বিষয়ে শিক্ষাদান করবেন।
আইআইটি মাদ্রাজের বিদ্যাশক্তি কেন্দ্রের উদ্বোধন
আইআইটি মাদ্রাজের বিদ্যাশক্তি কেন্দ্রের উদ্বোধন
advertisement

আরও পড়ুনঃ দই মাছ খেতে পচ্ছন্দ করেন? টক দই আর মাছ কি একসঙ্গে খাওয়া উচিত? আসল সত‍্যিটা জানলেন আঁতকে উঠবেন

এবিষয়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানান, “বিদ্যা শক্তি সংস্থা তামিলনাড়ুতে ৭০০০ এরকম কেন্দ্র পরিচালনা করে এবং সেই কেন্দ্রগুলি অত্যন্ত সফলভাবে কাজ করছে। উচ্চতর শিক্ষায় ছাত্র-ছাত্রীদের সফলতার হারও বেড়েছে যথেষ্ঠ। এবার দক্ষিণ দিনাজপুরেও ছাত্র-ছাত্রীদের ক্ষেত্রে সফলতার হার বাড়ুক সেই কারণেই এই উদ্যোগ।”

advertisement

এদিন বালুরঘাট ললিত মোহন আদর্শ উচ্চ বিদ্যালয়ে বিদ্যাশক্তির একটি কেন্দ্রের উদ্বোধনে উপস্থিত ছিলেন বিদ্যাশক্তির পরিচালন কর্তৃপক্ষের দুজন শিক্ষক। প্রাথমিকভাবে জেলার বালুরঘাট, গঙ্গারামপুর এবং বুনিয়াদপুরের চারটি স্কুলে বিদ্যাশক্তির এই ক্লাসরুম চালু হচ্ছে। তার মধ্যে তিনটি সরকারি স্কুল, একটা বেসরকারি স্কুল রয়েছে। যেখানে আইআইটি মাদ্রাজের এই প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করা হবে। চলতি শিক্ষা বর্ষ থেকেই এই পাঠক্রম চালু হবে। স্কুল শেষের পর এক ঘণ্টা করে অনলাইনে ক্লাস হবে। খেলার মাধ্যমে বিজ্ঞান এবং ইংরেজির উপর পারদর্শী করা হবে, যাতে ভবিষ্যতে এই পড়ুয়ারা আইআইটির জন্য প্রস্তুত হয়ে সফল হতে পারে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সুস্মিতা গোস্বামী

বাংলা খবর/ খবর/শিক্ষা/
IIT Madras: রাজ্যের প্রথম এই জেলায় আইআইটি মাদ্রাজের পক্ষ থেকে অনলাইন প্রশিক্ষণ শুরু!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল