TRENDING:

IIT Kharagpur Placement Record: অতীতের সব রেকর্ড ভেঙে আইআইটি খড়গপুরের প্লেসমেন্ট সাফল্য, বছরে ২,০০,০০, ০০০ টাকার চাকরি পেল পাঁচজন

Last Updated:

IIT Kharagpur Placement Record: অতীতের সমস্ত রেকর্ড ভেঙে নজির গড়ল আইআইটি খড়গপুরের চলতি শিক্ষাবর্ষের প্লেসমেন্ট কর্মসূচি। এবছর বছরে দু'কোটি টাকা বা তার বেশি বেতনের চাকরির অফার পেয়েছেন প্রতিষ্ঠানের পাঁচ পড়ুয়া।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
খড়গপুর, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: অতীতের সমস্ত রেকর্ড ভেঙে নজির গড়ল আইআইটি খড়গপুরের চলতি শিক্ষাবর্ষের প্লেসমেন্ট কর্মসূচি। এবছর বছরে দু’কোটি টাকা বা তার বেশি বেতনের চাকরির অফার পেয়েছেন প্রতিষ্ঠানের পাঁচ জন পড়ুয়া। এর মধ্যে সর্বোচ্চ বেতনের অঙ্ক পৌঁছেছে বছরে দু’কোটি ৪৪ লক্ষ টাকায়।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

পাশাপাশি, এক কোটি টাকা বা তার বেশি কিন্তু দু’কোটির কম বেতনের চাকরির অফার পেয়েছেন আরও ১০ জন পড়ুয়া। অর্থাৎ মোট ১৫ জন পড়ুয়া কোটি টাকা বা তার বেশি বেতনের চাকরির অফার পেয়ে নতুন ইতিহাস তৈরি করলেন।

আরও পড়ুন: SSC-র একাদশ-দ্বাদশের মূল মেধাতালিকা প্রকাশিত, মোট ১৮৯০০ জনের নাম! ওয়েটিং লিস্টে কারা দেখে নিন

advertisement

মঙ্গলবার বিকেলে আইআইটি খড়গপুর কর্তৃপক্ষ এই তথ্য প্রকাশ করেছে। জানা গিয়েছে, চলতি শিক্ষাবর্ষের প্লেসমেন্ট কর্মসূচির প্রথম পর্যায়েই মোট ১৫০১ জন পড়ুয়া চাকরির অফার পেয়েছেন। এর মধ্যে রয়েছে ১৫টি আন্তর্জাতিক অফার এবং ৪৫৭টি প্রি-প্লেসমেন্ট অফার। বিশ্বব্যাপী চাকরির বাজারে মন্দা থাকা সত্ত্বেও এই সাফল্য আইআইটি খড়গপুরের জন্য নিঃসন্দেহে বড় প্রাপ্তি বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

advertisement

View More

আরও পড়ুন: ডিমের কুসুমে রক্তের দাগ, খেয়াল করেছেন কখনও? এমন ডিম খেয়ে ফেললে শরীরে কী হয়? জেনে নিন

উল্লেখ্য, এর আগে আইআইটি খড়গপুরের ইতিহাসে সর্বোচ্চ বেতন ছিল বছরে দু’ কোটি ১৪ লক্ষ টাকা, যা গত শিক্ষাবর্ষে এক পড়ুয়া পেয়েছিলেন। সেই সঙ্গে গত বছর মোট ৯ জন পড়ুয়া কোটি টাকা বেতনের চাকরির অফার পেয়েছিলেন।

advertisement

এবছর সেই সংখ্যাও বেড়ে দাঁড়িয়েছে ১৫-এ, যা রেকর্ড বলেই মনে করা হচ্ছে। আইআইটি খড়গপুরের জনসংযোগ আধিকারিক প্রতীক দামা জানান, প্রযুক্তি, কোর ইঞ্জিনিয়ারিং, ফিনান্স, কনসাল্টিং, অ্যানালিটিক্স সহ একাধিক সেক্টরে চাকরির অফার এসেছে।আইআইটি খড়গপুরের ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের চেয়ারপার্সন অধ্যাপক সঞ্জয় গুপ্ত বলেন, “বিশ্বজুড়ে চাকরির বাজার যখন কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, তখন এই সাফল্য আমাদের শিক্ষক ও শিক্ষার্থীদের ধারাবাহিক পরিশ্রমেরই ফল।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পাহাড়ের টানে পুরুলিয়া, 'দিপুদা'কে টেক্কা দিতে মাস্টারপ্ল্যান! ম্যাজিক দেখাবে এই পাহাড়
আরও দেখুন

অ্যাপল, টেসলা, গুগল, মাইক্রোসফট, এনভিডিয়া, এয়ারবাস, বোয়িং, মার্সিডিজ, কোয়ালকম, সিমেন্স, অ্যামাজন, ওয়ালমার্ট, গোল্ডম্যান স্যাকস, ম্যাককিনসে, আমেরিকান এক্সপ্রেস, স্যামসাং কোরিয়া, টেক্সাস ইনস্ট্রুমেন্টসের মত আন্তর্জাতিক সংস্থার পাশাপাশি এল অ্যান্ড টি ফাইন্যান্স, টাটা গ্রুপের মতো দেশীয় সংস্থাও অংশ নেয়।

বাংলা খবর/ খবর/শিক্ষা/
IIT Kharagpur Placement Record: অতীতের সব রেকর্ড ভেঙে আইআইটি খড়গপুরের প্লেসমেন্ট সাফল্য, বছরে ২,০০,০০, ০০০ টাকার চাকরি পেল পাঁচজন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল