TRENDING:

আইআইটি খড়গপুরের মুকুটে নতুন পালক, ইনফোসিস পুরস্কারে ভূষিত মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এর অধ্যাপক

Last Updated:

'ইনফোসিস পুরস্কার ২০২২' পেলেন আইআইটি খড়্গপুরের মেকানিকাল ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক তথা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের ডিন অধ্যাপক সুমন চক্রবর্তী। ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কম্পিউটার সায়েন্সে ইনফোসিস পুরষ্কার ২০২২ পেয়েছেন এই বাঙালি অধ্যাপক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম মেদিনীপুর: আইআইটি খড়্গপুর এর মুকুটে যুক্ত হল নতুন পালক। 'ইনফোসিস পুরস্কার ২০২২' পেলেন আইআইটি খড়্গপুরের মেকানিকাল ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক তথা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের ডিন অধ্যাপক সুমন চক্রবর্তী। ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কম্পিউটার সায়েন্সে ইনফোসিস পুরষ্কার ২০২২ পেয়েছেন এই বাঙালি অধ্যাপক। ফ্লুইড মেকানিক্স, ইন্টারফেসিয়াল ফেনোমেনা এবং মাইক্রো ও ন্যানো স্কেলে ইলেক্ট্রোমেকানিক্সের ব্যাখ্যার ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য তাঁকে এই পুরস্কার প্রদান করা হয়।
খড়্গপুর IIT, (ইনসেটে অধ্যাপক সুমন চক্রবর্তী)
খড়্গপুর IIT, (ইনসেটে অধ্যাপক সুমন চক্রবর্তী)
advertisement

পর্যবেক্ষণের মাধ্যমে তিনি সেন্সিং, ডায়াগনস্টিকস এবং থেরাপিউটিকসের ক্ষেত্রে স্বল্পমূল্যের চিকিৎসা ডিভাইস তৈরি করতে সাহায্য করেন। তাঁর এই উদ্ভাবন দেশের স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নতির পথে নিয়ে যাবে বলে মনে করেছে ইনফোসিস সায়েন্স ফাউন্ডেশন। চলতি সপ্তাহের মঙ্গলবার (১৫ নভেম্বর) ইনফোসিস পুরস্কার ২০২২-এর বিজয়ীদের নাম ঘোষণা করেছে ইনফোসিস সায়েন্স ফাউন্ডেশন। ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কম্পিউটার সায়েন্স, হিউম্যানিটিজ, জীবনবিজ্ঞান, গণিত বিজ্ঞান, ভৌত বিজ্ঞান এবং সামাজিক বিজ্ঞান- এই ৬ টি ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য এই পুরস্কার প্রদান করা হয়।

advertisement

বিশ্বখ্যাত বিশেষজ্ঞদের নিয়ে গঠিত বিচারক প্যানেল এর দায়িত্বে থাকেন। এই বছর মোট ২১৮টি মনোনয়নের মধ্য থেকে ইনফোসিস পুরস্কার ২০২২-এর বিজয়ীদের তালিকাভুক্ত করা হয়েছে। সংস্থার বিবৃতি, "তরুণদের বিজ্ঞান ও গবেষণাকে পেশা হিসেবে গ্রহণ করতে উৎসাহিত করতেই এই পুরস্কার।" প্রতিটি বিভাগের বিজয়ীদের হাতে একটি স্বর্ণপদক তুলে দেয় সংস্থা। সেই সঙ্গে ১ লক্ষ মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৮১ লক্ষ টাকা) অর্থ পুরস্কার দেওয়া হয়।

advertisement

আরও পড়ুনঃ জেদের কাছে হার মানছে প্রতিকুলতা, বিশ্বকাপের প্রোমোতে এবার গুমার 'ধন্যি মেয়ে' বিপাশা

View More

ব্যাঙ্গালুরুতে ইনফোসিস সায়েন্স ফাউন্ডেশনের অফিসে আয়োজিত হয় ১৪তম বর্ষের এই অনুষ্ঠান। মঙ্গলবার পুরস্কার ঘোষণা অনুষ্ঠানে ইনফোসিস সায়েন্স ফাউন্ডেশনের ট্রাস্টি ক্রিস গোপালকৃষ্ণন, নারায়ণ মূর্তি, শ্রীনাথ বাটনি, কে দীনেশ, মোহনদাস পাই, সলিল পারেখ এবং এস ডি শিবুলালের মতো উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

PARTHA MUKHERJEE

বাংলা খবর/ খবর/শিক্ষা/
আইআইটি খড়গপুরের মুকুটে নতুন পালক, ইনফোসিস পুরস্কারে ভূষিত মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এর অধ্যাপক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল