স্বাভাবিকভাবে মেয়েদের উচ্চশিক্ষায় এগিয়ে নিয়ে যাওয়া এবং তাদের সর্বাঙ্গীন সফলতায় ভারতের প্রযুক্তিবিদ্যার এই প্রাচীন প্রতিষ্ঠানটি। হিজলি ডিটেনশন ক্যাম্প থেকে শুরু হওয়া আইআইটি খড়গপুর। ৭১ তম সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি খড়্গপুরে। শুধু কৃতী ছাত্র-ছাত্রীদের এই সমাবর্তন অনুষ্ঠান থেকে সার্টিফিকেট কিংবা মেডেল তুলে দেওয়া নয়, ভবিষ্যতের দিকে তাঁদের এগিয়ে দেওয়া এবং বহু কৃতী পড়ুয়া, যাঁরা স্বমহিমায় বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত, তাঁদেরও সম্মানিত করা হয়েছে। এদিনের এই সমাবর্তন অনুষ্ঠান থেকে ৩৭৩১ ডিগ্রি প্রদান করা হয়েছে। যেখানে রয়েছে ২৭৭ টি পিএইচডি, ১৮ টি এমএস-সহ একাধিক ডিগ্রি।
advertisement
এদিন প্রেসিডেন্ট গোল্ড মেডেল, প্রাইম মিনিস্টার গোল্ড মেডেল তুলে দেওয়া হয় কৃতী পড়ুয়ারদের হাতে। এছাড়াও ২৫ জন কৃতী প্রাক্তনীকে সম্মানিত করেছে আইআইটি খড়্গপুর। সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ, আইআইটি খড়্গপুরের কৃতী প্রাক্তনী আনন্দ দেশপান্ডে এবং অনুরাধা আচার্য। উপস্থিত ছিলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ জুন মালিয়া-সহ অন্যরা।
আরও পড়ুন : ভুলেও মুখে দেবেন না এই ২ সাদা খাবার! কালো গর্ত হয়ে কুরে কুরে ক্ষয়ে যাবে দাঁত! আজই বাদ দিন ডায়েট থেকে!
শুধু ৭১ তম সমাবর্তন অনুষ্ঠান পালন করা নয়, পুরনোকে স্মরণ করে ভবিষ্যৎ প্রজন্মের কাছে শিক্ষা ব্যবস্থা, গবেষণা এবং বিজ্ঞানকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে আইআইটির এই সমাবর্তন অনুষ্ঠান। ছেলেদের পাশাপাশি মেয়েদেরকেও প্রযুক্তি এবং শিক্ষার আলোকে আনাই লক্ষ্য আইআইটির। স্বাভাবিকভাবে বিভিন্ন ক্ষেত্রে বাংলা ও বাঙালির জয়জয়কার এবং মেয়েদের অগ্রণী ভূমিকা, বেশ নজর কেড়েছে জেলার শিক্ষামহলে।