TRENDING:

IIT Kharagpur Jobs: তরুণ উদ্ভাবক খুঁজছে আইআইটি খড়গপুর, শুরু আবেদন!

Last Updated:

IIT Kharagpur: বিশেষ নির্দেশিকা থিম এবং নিবন্ধীকরণের জন্য অফিসিয়াল ওয়েবসাইট https://yip.iitkgp.ac.inনিজেদের গ্রুপ এবং নাম নিবন্ধীকরণের জন্য ওয়েবসাইটটি দেখতে পারেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
খড়গপুর, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: এবার ছাত্র বয়স থেকেই বিজ্ঞানী। ছাত্র বিজ্ঞানী খুঁজছে আইআইটি খড়গপুর। ইয়ং ইনোভেটর প্রোগ্রামের মধ্য দিয়ে দেশ শুধু নয়, দেশের বাইরে বিদেশেরও উদ্ভাবনী মনোভাবাপন্ন ছাত্র-ছাত্রীদের খুঁজে বের করবে আইআইটি খড়গপুর। বিশেষ এক প্রতিযোগিতা পরিচালনা করবে আইআইটি খড়গপুর কর্তৃপক্ষ।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর মধ্যে ছাত্র-ছাত্রীরা তাদের উদ্ভাবনী ভাবনা দিয়ে আবেদন জানাতে পারবে এই বিশেষ প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে। বিশ্বব্যাপী গবেষণা, উদ্ভাবনী ভাবনা এবং বৈজ্ঞানিক নানা বিষয়ে দক্ষতা খুঁজতে এবার ইয়ং ইনোভেটার্স প্রোগ্রাম এর সপ্তম দফায় ফর্ম জমা নিচ্ছে আইআইটি খড়গপুর। আগামী ৩০ নভেম্বর,২০২৫ ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ।

আরও পড়ুন: কফি খান কফির বাগানে বসে! এবারের শীতে ঘুরে আসুন চিকমগলুর, এতটা সবুজ বোধহয় দেখেননি আপনি!

advertisement

বিভিন্ন ধাপে এবং স্ক্রুটিনির মধ্য দিয়ে প্রযুক্তিতে আত্মনির্ভর ছাত্র-ছাত্রী খুঁজবে ভারতের প্রযুক্তিবিদ্যার প্রাচীন প্রতিষ্ঠান আইআইটি খড়গপুর। বিশেষভাবে সক্ষমদের জন্য উদ্ভাবনী ভাবনা, রাস্তাঘাটে গর্তের রিপেয়ারের জন্য বিশেষ প্রযুক্তি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর ক্যান্সার মোকাবিলার বিশেষ প্রযুক্তি, সহ বিভিন্ন সারা বিশ্বব্যাপী টেকসই গবেষণা মধ্য দিয়ে ছাত্র-ছাত্রীদের এই বৈজ্ঞানিক গ্রুপকে বেছে নেবে কর্তৃপক্ষ।

কী এই ইয়ং ইনোভেটর প্রোগ্রাম? আইআইটি সূত্রে খবর, অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে বৈজ্ঞানিক ভাবনা, সৃজনশীলতা এবং সমস্যা সমাধানে দক্ষতা জাগিয়ে তোলার জন্য এই বিশেষ ভাবনা। যা সারা বিশ্বব্যাপী তরুণ উদ্ভাবকদের গবেষণায় নতুন মাত্রা দেবে।

advertisement

অনলাইন মাধ্যমে বিভিন্ন স্কুল থেকে একজন মনিটর এবং কয়েকজন ছাত্র-ছাত্রী দিয়ে বিশেষ গ্রুপ বানিয়ে আবেদন জানাতে হবে। অনলাইন মাধ্যমে আবেদন জানাতে হবে। জানাতে হবে তাদের উদ্ভাবনী ভাবনা সম্পর্কে। এরপর আইআইটি খড়গপুরের বিশেষ পর্যবেক্ষকরা তা বাছাই করবে। পরবর্তীতে একাধিক ধাপে অংশ নিতে পারবেন ছাত্রছাত্রীরা।

আরও পড়ুন: সংঘাত বাড়ছে রাজ্য-কেন্দ্রের, রাজ্যের আপত্তির পরেও কেন GTA অফিসার নিয়োগ? প্রধানমন্ত্রীকে ফের কড়া চিঠি মুখ্যমন্ত্রীর

advertisement

প্রাথমিকভাবে শিক্ষার্থীদের দুই থেকে তিনজন সদস্যের একটি দল গঠন করতে হবে।থাকবে মনোনীত শিক্ষক। তার মধ্য দিয়ে বিবরণ জমা দিতে হবে। খাদ্য নিরাপত্তা, বিশেষভাবে সক্ষমদের জন্য প্রযুক্তি, স্থায়িত্ব এবং পরিবেশ, শিক্ষায় উদ্ভাবন, সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্য সেবার সমাধান বিষয়ে উপর ভিত্তি করে এই বিশেষ গ্রুপ তাদের বিবরণ জমা দেবে। পরবর্তীতে ২ থেকে ৪ জানুয়ারি, ২০২৬-এর মধ্যে নির্বাচিত এই সমস্ত ভাবনা প্রদর্শন করবে আইআইটি খড়গপুর কর্তৃপক্ষ।

advertisement

এই বিষয়ে আইআইটি খড়্গপুরের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ডিন অধ্যাপক আনন্দ ভট্টাচার্য বলেন, ইয়ং ইনোভেটার্স প্রোগ্রাম এর মধ্য দিয়ে সারা পৃথিবীর তরুণ প্রজন্ম তাদের বৈজ্ঞানিক মানসিকতা, কল্পনা এবং বিজ্ঞান চেতনাকে একত্রিত করে তাদের প্রযুক্তিকে সামনে তুলে ধরার ভাবনা। যা বর্তমানে বিশ্বব্যাপী রূপ ধারণ করেছে। বিশেষ নির্দেশিকা থিম এবং নিবন্ধীকরনের জন্য অফিসিয়াল ওয়েবসাইট https://yip.iitkgp.ac.in

সেরা ভিডিও

আরও দেখুন
মালদহের এই ব্যক্তির সংগ্রহে রয়েছে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীর ভারতের প্রথম মুদ্রা
আরও দেখুন

নিজেদের গ্রুপ এবং নাম নিবন্ধীকরণের জন্য ওয়েবসাইটটি দেখতে পারেন।

বাংলা খবর/ খবর/শিক্ষা/
IIT Kharagpur Jobs: তরুণ উদ্ভাবক খুঁজছে আইআইটি খড়গপুর, শুরু আবেদন!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল