মেয়েদের প্রথম নয়কান্তির ছেলে মেয়ে নির্বিশেষে র্যাঙ্ক ৫৬। মোট ৩৬০ নম্বরের পরীক্ষায় তাঁর প্রাপ্ত নম্বর ২৯৮।
দেশের মধ্যে এই বছর জেইই অ্যাডভান্সড-এর ফলাফল অনুযায়ী দেশে প্রথম স্থান অধিকার করেছে ভাভিলালা চিদবিলাস রেড্ডি। নয়কান্তির মতোই ভাভিলালাও আইআইটি হায়দ্রাবাদ জোনের অন্তর্গত। ৩৬০ নম্বরের পরীক্ষায় ভাভিলালার প্রাপ্ত নম্বর ৩৪১।
আরও পড়ুন: দিনে কাজ, রাতে পড়া, NEET-এ বাজিমাত করে ডাক্তার হওয়ার পথে কাশ্মীরের দিনমজুর কিশোর
advertisement
এক নজরে দেখে নিন সেরাদের তালিকা
ভ্যাভিলালা চিদবিলাস রেড্ডি (আইআইটি হায়দ্রাবাদ জোন)
রমেশ সূর্য থেজা (আইআইটি হায়দ্রাবাদ)
ঋষি কালরা (আইআইটি রুরকি)
রাঘব গোয়াল (আইআইটি রুরকি)
আদ্দগাদা ভেঙ্কটা শিভারম (আইআইটি হায়দ্রাবাদ)
প্রভব খান্দেলওয়াল (আইআইটি দিল্লি)
বিক্কিনা অভিনব চৌধুরী (আইআইটি হায়দ্রাবাদ)
মালয় কেডিয়া (আইআইটি দিল্লি)
নাগিরেড্ডি বালাজি রেড্ডি (আইআইটি হায়দ্রাবাদ)
ইয়াকান্তি পানি ভেঙ্কটা মানেন্দর রেড্ডি (আইআইটি হায়দ্রাবাদ)
এবছর জেইই অ্যাডভান্স পরীক্ষা দিয়েছে মোট ১৮০৩৭২ জন পড়ুয়া। যার মধ্যে পাশ করেছে ৪৩৭৭৩ জন। এঁদের মধ্যে ৩৬২৬৪ জন পুরুষ এবং ৭৫০৯ জন মহিলা পরীক্ষার্থী।
আরও পড়ুন: দীর্ঘ ছুটির পর খুলে গেল স্কুল, ছুটি হল না গরমের! ঘামতে-ঘামতে স্কুলে পড়ুয়ারা
যেসমস্ত প্রার্থীরা আইআইটি জেইই পরীক্ষায় সফল ভাবে উত্তীর্ণ হয়েছেন তাঁরা জেওএসএএ কাউন্সেলিং প্রক্রিয়ায় অংশ নিতে পারবে। josaa.nic.in-এই ওয়েবসাইটে কাউন্সেলিং প্রক্রিয়ার বিষয়ে জানানো হবে। আগামীকাল ১৯ জুন সংশ্লিষ্ট ওয়েবসাইটে শুরু হবে কাউন্সেলিং প্রক্রিয়া।