আরও পড়ুনঃ চন্দ্রযান ৩ লঞ্চ সরাসরি আকাশ থেকে! চেন্নাই-ঢাকা ফ্লাইটের যাত্রীরা যা দৃশ্য দেখল
রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই চুক্তি দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করবে। তবে, আরব আমিরশাহিতে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত সঞ্জয় সুধীর জানিয়েছেন, ঠিক কোথায় তৈরি হবে প্রতিষ্ঠান তা এখনও চূড়ান্ত হয়নি। সেই বিষয়ে এখনও দুই দেশের সরকারের মধ্যে আলোচনা চলছে। বর্তমান সময়ে বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠান তৈরির প্রয়োজনীয়তা আছে সারা বিশ্বে। নতুন প্রযুক্তি সমৃদ্ধির কথা ভেবেই দুই দেশের সরকার মিলে আরব আমিরশাহিতে (UAE) আইআইটি তৈরির সিদ্ধান্ত নিয়েছে।
advertisement
এই মুহূর্তে সারা দেশের মোট ২৩টি IIT রয়েছে। IIT-গুলিকে দেশের প্রথমসারির শিক্ষা প্রতিষ্ঠান হিসেবেই ধার্য করা হয়। স্নাতকস্তরের B.Tech ডিগ্রি থেকে শুরু করে PhD প্রোগ্রাম, সব স্তরের কোর্স করানো হয় IIT-গুলিতে। এই প্রথম ভারতের বাইরে প্রতিষ্ঠিত হতে চলেছে কোনও IIT।
বছরের শুরুতেই দু-দেশের মধ্যে কম্প্রেহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট (CEPA) নামে একটি চুক্তি হয়েছে। সেখানে আইআইটি তৈরি ছাড়াও আরও বেশকিছু ক্ষেত্রে চুক্তি সাক্ষর হয়েছে। তার মধ্যে রয়েছে অর্থনৈতিক (economy) ক্ষেত্র, জলবায়ু বদল (climate change) সংক্রান্ত কাজের মতো বিভিন্ন বিষয়।