Chandrayaan-3 Launch: চন্দ্রযান ৩ লঞ্চ সরাসরি আকাশ থেকে! চেন্নাই-ঢাকা ফ্লাইটের যাত্রীরা যা দৃশ্য দেখল
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Chandrayaan-3 Launch: বিমানের জানলা দিয়ে আকাশের দৃশ্য দেখে চোখ জুড়োতে চায় না, এমন মানুষ খুঁজে পাওয়া দায়। শুক্রবার চেন্নাই থেকে ঢাকাগামী বিমানের যাত্রীরা আকাশপথে পেলেন চন্দ্রযান-৩-এর লঞ্চ দেখার এক সুযোগ।
বিমানের জানলা দিয়ে আকাশের দৃশ্য দেখে চোখ জুড়োতে চায় না, এমন মানুষ খুঁজে পাওয়া দায়। কিন্তু শুক্রবার উপরি পাওনা হিসাবে চেন্নাই থেকে ঢাকাগামী বিমানের যাত্রীরা আকাশপথে পেলেন চন্দ্রযান-৩-এর লঞ্চ দেখার এক সুযোগ। আর সেই দৃশ্য চোখে দেখার সঙ্গে সঙ্গে ক্যামেরাবন্দিও করলেন বহু যাত্রী। যা দেখে উৎফুল্ল নেটিজেনরা ।
শুক্রবার, ১৪ জুলাই দুপুর ২টো ৩৫ মিনিটে চাঁদের উদ্দ্যশে রওনা দেয় ইসরোর চন্দ্রযান-৩। সেই সময়ে চেন্নাই বিমানবন্দর থেকে ঢাকায় উড়ে যাচ্ছিল ইন্ডিগোর ফ্লাইট 6E। বিমান তখন বঙ্গোপসাগরের উপর দিয়ে উড়ছে, এমন সময় পাইলটের ঘোষণা, ‘জানলা খুলে দেখুন, কী অপূর্ব দৃশ্য অপেক্ষা করছে শুধুমাত্র আপনাদের জন্য!’
advertisement
advertisement
When #aviation meets 🤝#astronomy!
A passenger aboard @IndiGo6E ‘s #Chennai– #Dhaka flight has captured this beautiful liftoff of #Chandrayaan3 🚀 😍
Video credits to the respective owner.@ISROSpaceflight @SpaceIntel101 @Vinamralongani @elonmusk @ChennaiRains #ISRO pic.twitter.com/YJKQFeBh9b
— The Chennai Skies (@ChennaiFlights) July 14, 2023
advertisement
ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ISRO) তাঁদের তৃতীয় চন্দ্র মিশন, চন্দ্রযান ৩, অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে, শুক্রবার, ১৪ জুলাই IST দুপুর ২.৩৫ মিনিটে LVM3-M4 রকেটে যাত্রা শুরু করে। সেই মুহূর্তের জন্য আগে থেকেই প্রহর গুনছিলেন গোটা দেশ। ৪০ দিন পর, আগামী ২৩ থেকে ২৪ অগস্টের মধ্যে চাঁদের বুকে নামার কথা চন্দ্রযানের।
advertisement
সেই লঞ্চ দেখার জন্য দেশের বিভিন্ন জায়গায় সরাসরি সম্প্রচারের বন্দোবস্ত করা হয়েছিল। ৪০জন স্কুলের পড়ুয়াদের জন্যেও ছিল আলাদা ব্যবস্থা। রীতিমতো উৎসবের মেজাজে ঐতিহাসিক পদক্ষেপ উদ্যাপন করেছে দেশবাসী। তবে, শুধু টিভির পর্দাতেই নয়, ঢাকাগামী বিমানের আসনে বসেও অনবদ্য এই দৃশ্য উপভোগ করেছেন বহু যাত্রীরা।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 16, 2023 12:31 PM IST