এবার সরকারি চাকরিপ্রার্থীদের জন্য কোচিং ক্লাসের সুযোগ নিয়ে এসেছে বেলুড় রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির। এসএলএসটি পরীক্ষা প্রস্তুতি হিসেবে বেলুড় রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের পক্ষ থেকে দশদিনের ফ্রি কোচিং ক্লাস শুরু হচ্ছে। এই বিষয়ে বিস্তারিত জানালেন বেলুড় রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের প্লেসমেন্ট অ্যান্ড ক্যারিয়ার কাউন্সেলিং সেলের জয়েন্ট কোঅর্ডিনেটর ড. রামকৃষ্ণ মণ্ডল।
আপনার কি ক্যানসার হবে? ৩ বছর আগেই বুঝে যেতে পারেন! নতুন এই আবিষ্কার শনাক্ত করে দেবে মারণরোগ
advertisement
দিনে করতেন সেলাই, রাত নামলেই অন্য ‘খেলা’! ছেলেকেও ডেকে নিলেন তাতে… একে একে যা সামনে এল!
WBSSC-SLST (স্টেট লেভেল সিলেকশন টেস্ট) হল পশ্চিমবঙ্গে পরিচালিত একটি প্রতিযোগিতামূলক শিক্ষক নিয়োগ পরীক্ষা। পশ্চিমবঙ্গের সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে শিক্ষক নিয়োগের জন্য এই পরীক্ষা নেওয়া হয়। এসএলএসটি পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য, প্রথমত আপনাকে পরীক্ষার ধরন, সিলেবাস, এবং যোগ্যতার মানদণ্ড সম্পর্কে ভালোভাবে জানতে হবে। এরপর নিয়মিত পড়াশোনা, অনুশীলন এবং সময় মতো পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে। আর ছাত্র-ছাত্রীদের এই পরীক্ষার সঠিক গাইডেন্স দিতে বেলুড় রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরে এসএলএসটি পরীক্ষার প্রস্তুতি হিসেবে বিনামূল্যে কোচিং ক্লাসের ব্যবস্থা করছে।
এসএলএসটি মূলত একটি লিখিত পরীক্ষা। এখানে শিক্ষক হিসেবে নিয়োগের জন্য প্রার্থীরা বিভিন্ন স্তরের (মাধ্যমিক, উচ্চমাধ্যমিক) জন্য আবেদন করে। সিলেবাসে বিভিন্ন বিষয়ের উপর প্রশ্ন থাকে, যেমন- শিক্ষকতার পদ্ধতি, শিক্ষা মনোবিজ্ঞান, সাধারণ জ্ঞান, এবং সংশ্লিষ্ট বিষয়ের গভীর জ্ঞান। ছাত্র-ছাত্রীদের প্রত্যেকটি বিষয়ের উপর উপযুক্ত জ্ঞান দিতে প্রতিটি ক্লাস পরিচালনা করবেন অভিজ্ঞ শিক্ষকেরা, যা ছাত্র-ছাত্রীদের এই পরীক্ষায় বসতে সাহায্য করবে।
আগ্রহীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে সমস্ত নথি-সহ এই কোর্সে আবেদন করতে হবে। কোর্স শুরু হবে আগামী ১৫ ই জুন থেকে। আবেদন জানানোর জন্য প্রার্থীদের বেলুড় রামকৃষ্ণ মিশনের অনলাইন ওয়েবসাইটে যেতে হবে। সেখানে মূল বিজ্ঞপ্তিতে ক্লিক করলে আবেদনের লিঙ্কটি পেয়ে যাবেন আগ্রহীরা। ক্লাসের সময়সূচি, আসন সংখ্যা ইত্যাদি খুঁটিনাটি বিষয়গুলি তাঁরা সেখানেই বিস্তারিত জানতে পারবেন।
যে সমস্ত পড়ুয়ারা চাকরির পরীক্ষার প্রস্তুতিতে বেলুড় রামকৃষ্ণ মিশনের কোচিংয়ে ভর্তি হতে চাইছেন তাঁরা অতি শীঘ্রই ওয়েবসাইটে গিয়ে আবেদন করুন। এ বিষয়ে বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিটি অবশ্যই পড়ে নেবেন।
রাকেশ মাইতি