বিজ্ঞপ্ততিতে জানানো হয়েছে, সব স্কুল কর্তৃপক্ষই কাউন্সিলের কেরিয়ার পোর্টালে লগ ইন করে নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে পরীক্ষার ফল পেয়ে যাবেন৷ এর পাশাপাশি সরাসরি www.cisce.org ওয়েবসাইটে ঢুকেও পরীক্ষার ফল নিজেরাই জেনে নিতে পারবে পরীক্ষার্থীরা৷ এর জন্য পরীক্ষার্থীর ইউনিক আইডি, ইনডেক্স নম্বর প্রয়োজন হবে৷
আরও পড়ুন: এবার কি হাইব্রিড মোডে চলবে রাজ্যের স্কুলগুলি? সব নজর সোমবার সকাল সাড়ে দশটায়
advertisement
এ ছাড়াও এসএমএস-এর মাধ্যমেও পরীক্ষার ফল জানা যাবে৷ আইসিএসই-র সেমেস্টার ওয়ান-এর ফল জানার জন্য ICSE লিখে তার সাত সংখ্যার ইউনিক আইডি নম্বর টাইপ করতে হবে৷
আরও পড়ুন: অবশেষে বাজল স্কুলের ঘণ্টা! কোভিড বিধি মেনেই খুলল স্কুল, উচ্ছ্বাস শিক্ষার্থীদের...
একই ভাবে আইএসসি সেমেস্টার ওয়ানের ফল জানার জন্য ISC লিখে সাত সংখ্যার আইডি নম্বর লিখতে হবে৷ দু'টি ক্ষেত্রেই এসএমএস পাঠাতে হবে ০৯২৪৮০৮২৮৮৩ নম্বরে৷
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কোনও বিষয়ের পরীক্ষার ফলে সন্তুষ্ট না হলে রিচেক করানোর সুযোগ পাবে পরীক্ষার্থীরা৷ তার জন্য প্রতি পেপার পিছু ১০০০ টাকা করে খরচ পড়বে আইসিএসই পরীক্ষার্থীদের৷ আইএসসি-র ক্ষেত্রে প্রতিটি বিষয়ের খরচ ১০০০ টাকা৷