TRENDING:

ICSE ISC Board Result 2023: আইসিএসই-আইএসসি পরীক্ষায় বাংলার জয়জয়কার, দুরন্ত পারফরম্যান্স কলকাতা-সহ জেলার

Last Updated:

ICSE ISC Board Result 2023: মান্যার সঙ্গেই একই নম্বর পেয়ে প্রথম স্থানে বাংলার আরও এক কৃতী ছাত্র শুভম আগরওয়াল৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: আইসিএসই, আইএসসির ফলপ্রকাশ হয়েছে রবিবার। আইসিএসইতে দেশে প্রথম স্থানাধিকারী ৯ জনের মধ্যে বাংলার সম্বিৎ মুখোপাধ্যায় রয়েছে। আইএসসিতে দেশে প্রথম স্থানাধিকারী ৫ জনের মধ্যে বাংলার ২ জন। দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় মোট নম্বর ছিল ৫০০। তাতে ৪৯৯ পেয়ে সারা দেশে প্রথম হয়েছে সম্বিৎ মুখোপাধ্যায়। পূর্ব বর্ধমানের সেন্ট জেভিয়ার্স স্কুলের ছাত্র সে। ৪৯৮ নম্বর পেয়ে রাজ্যে দ্বিতীয় হয়েছে পাঁচ জন। তৃতীয় স্থানে রয়েছে ১৬ জন।
আইসিএসই-আইএসসি পরীক্ষায় বাংলার জয়জয়কার
আইসিএসই-আইএসসি পরীক্ষায় বাংলার জয়জয়কার
advertisement

Check : ডব্লিউবি মাধ্যমিক 10 তম ফলাফল 2023

আইসিএসই-তে মেধাতালিকায় প্রথম তিনে এ রাজ্য থেকে রয়েছে ২২ জন। আইএসসি পরীক্ষায় সারা দেশে প্রথম হয়েছেন পাঁচ জন। তাদের মধ্যে এ রাজ্য থেকে রয়েছেন দু’জন। দ্বাদশ শ্রেণির মেধা তালিকায় প্রথম তিনে এ রাজ্য থেকে রয়েছেন ১৮ জন। ISC-তে প্রথম স্থানে কলকাতার মান্যা গুপ্তা৷ কলকাতার হেরিটেজ স্কুলের ছাত্রী মান্যার প্রাপ্ত নম্বর ৩৯৯, অর্থাৎ ৯৯.৭৫%৷ মান্যার সঙ্গেই একই নম্বর পেয়ে প্রথম স্থানে বাংলার আরও এক কৃতী ছাত্র শুভম আগরওয়াল৷ জলপাইগুড়ি জেলার ভক্তিনগরে সেন্ট জোসেফ স্কুলের ছাত্র শুভম৷

advertisement

আরও পড়ুন: ICSE ও ISC-র ফলাফল প্রকাশিত, এক ক্লিকে দেখে নিন রেজাল্ট

আরও পড়ুন: প্রথম স্থানে দুজন, দ্বিতীয় স্থানে পাঁচজন, ISC- তে সেরাদের তালিকায় বাংলার কারা?

আইসিএসই পরীক্ষায় রাজ্য থেকে পাশের হার ৯৮.৭১ শতাংশ। আইএসসি পরীক্ষায় রাজ্য থেকে পাশের হার ৯৬.৮৮ শতাংশ। এবার রাজ্য থেকে আইসিএসই পরীক্ষা দিয়েছিল ৪১৮টি স্কুলের ৪১ হাজার ৫০৬ জন। তাদের মধ্যে ২২ হাজার ৯৫৯ জন ছাত্র। ১৮ হাজার ৫৪৭ জন ছাত্রী। ছেলেদের তুলনায় মেয়েদের পাশের হার বেশি। দশম শ্রেণির পরীক্ষায় মেয়েদের পাশের হার ৯৯.০১ শতাংশ। ছেলেদের মধ্যে পাশের হার ৯৮.৪৭ শতাংশ।

advertisement

বাংলা খবর/ খবর/শিক্ষা/
ICSE ISC Board Result 2023: আইসিএসই-আইএসসি পরীক্ষায় বাংলার জয়জয়কার, দুরন্ত পারফরম্যান্স কলকাতা-সহ জেলার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল