TRENDING:

ICAI CA 2023: ICAI CA পরীক্ষার ফর্ম ফিলাপে ভুল হয়েছে? সংশোধনের জন্য থাকছে সুযোগ! হবু আইনজীবীরা এখনই দেখুন

Last Updated:

যেসমস্ত প্রার্থীরা এই পরীক্ষার জন্য রেজিস্টার করেছিলেন তাঁরা আইসিএআই সিএ-এর অফিসিয়াল ওয়েবসাইট icai.org-এ গিয়ে আবেদন পত্র সংশোধন করতে পারবেন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি:  ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ চাটার্ড অ্যাকাউন্টট্যান্টস অফ ইন্ডিয়া (ICAI) সিএ ফাউন্ডেশনের ২০২৩ ইন্টারমিডিয়েট এবং ফাইনাল পরীক্ষার জন্য আবেদন করেছিলেন? আবেদনে কোনও ভুল ভ্রান্তি থাকলে তা সংশোধন করে নেওয়ার সুযোগ থাকছে আজ থেকেই৷ আজ অর্থাৎ ৪ মার্চ থেকেই প্রার্থীদের জন্য অনলাইনে ভুল সংশোধনের উইন্ডোটি খুলে দেওয়া হবে৷ যেসমস্ত প্রার্থীরা এই পরীক্ষার জন্য রেজিস্টার করেছিলেন তাঁরা আইসিএআই সিএ-এর অফিসিয়াল ওয়েবসাইট icai.org-এ গিয়ে আবেদন পত্র সংশোধন করতে পারবেন৷
advertisement

সংশোধন করার হলে চটজলদি করে ফেলুন কারণ সংশোধনের এই উইন্ডোটি আগামী মার্চ ১০ তারিখ রাত ১১:৫৯ তে বন্ধ হয়ে যাবে৷ সিএ ফাইনাল,ইন্টারমিডিয়েট এবং ফাউন্ডেশনের পরীক্ষার আবেদন পত্র গতকাল অর্থাৎ মার্চ ৩ পর্যন্ত জমা দেওয়ার সুযোগ ছিল৷ তবে সেক্ষেত্রে দেরী করার জন্য ফি হিসেবে ৬০০ টাকা দিতে হত৷

ধাপে ধাপে জেনে নিন কীভাবে সংশোধন করবেন

advertisement

ধাপ ১: ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ চাটার্ড অ্যাকাউন্টট্যান্টস অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট icai.org-এ যান

ধাপ ২: হোমপেজে গিয়ে ‘ICAI CA 2023 Application Correction’-এ ক্লিক করুন৷

আরও পড়ুন: ICAI CA ২০২২-এর ফল প্রকাশিত, হবু চাটার্ড অ্যাকাউন্টট্যান্টরা রেজাল্ট দেখুন

ধাপ ৩: এখানে আপনাকে লগইন শংসাপত্র টাইপ করতে বলা হবে

ধাপ ৪: এবার সংশোধনের জন্য অ্যাপ্লিকেশনটি আপনার স্ক্রিনে প্রদর্শিত হবে

advertisement

ধাপ ৫: এখন আপনি আবেদনপত্রে প্রয়োজনীয় পরিবর্তন করতে পারেন

ধাপ ৬: পরিবর্তন করার পর সেভ অপশনে ক্লিক করে সাবমিট করুন

ধাপ ৭: পরিবর্তনের প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে, এখন আপনি ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন

আরও পড়ুন: আজই শুরু NEET UG 2023-এর রেজিস্ট্রেশন! জেনে নিন কীভাবে আবেদন করবেন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

ICAI এই বছরের শুরুতে ফাউন্ডেশন, ইন্টার এবং ফাইনাল কোর্সের জন্য পরীক্ষার সময়সূচী প্রকাশিত হয়েছে। ফাউন্ডেশন কোর্সের পরীক্ষা হবে জুনের ২৪, ২৬ এং ৩০ তারিখে৷ ইন্টারমিডিয়েট গ্রুপ ১ এর পরীক্ষা হবে মে ৩, ৬, ৮ এবং ১০ তারিখে৷ অন্যদিকে গ্রুপ ২-এর পরীক্ষা হবে মে ১২, ১৪, ১৬, এবং ১৮ তারিখে৷ আবার ফাইনাল কোর্সের গ্রুপ ১-এর পরীক্ষা হবে মে ২, ৪, ৭, এবং ৯ তারিখে এবং গ্রুপ ২-এর পরীক্ষা হবে ১১, ১৩,১৫ এবং ১৭ তারিখে৷ তিনটি কোর্সের পরীক্ষার সময় বিভিন্ন দিনে দুপুর ২টা থেকে ৪টা, দুপুর ২টা থেকে ৫টা এবং দুপুর ২টা থেকে ৬টা পর্যন্ত হবে। প্রশ্নপত্র পড়ার জন্য মোট ১৫ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হবে৷

advertisement

বাংলা খবর/ খবর/শিক্ষা/
ICAI CA 2023: ICAI CA পরীক্ষার ফর্ম ফিলাপে ভুল হয়েছে? সংশোধনের জন্য থাকছে সুযোগ! হবু আইনজীবীরা এখনই দেখুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল