ICAI CA Foundation December Result 2022: ICAI CA ২০২২-এর ফল প্রকাশিত, হবু চাটার্ড অ্যাকাউন্টট্যান্টরা রেজাল্ট দেখুন

Last Updated:

ইন্সিটিউট অফ চাটার্ড অ্যাকাউন্টট্যান্টস্ অফ ইন্ডিয়ার (ICAI) পক্ষ থেকে ICAI CA ফাউন্ডেশন ২০২২-পরীক্ষার ফলপ্রকাশ করা হল৷

ICAI CA ২০২২-এর ফল প্রকাশিত, হবু চাটার্ড অ্যাকাউন্টট্যান্টরা রেজাল্ট দেখুন
ICAI CA ২০২২-এর ফল প্রকাশিত, হবু চাটার্ড অ্যাকাউন্টট্যান্টরা রেজাল্ট দেখুন
নয়াদিল্লি: ইন্সিটিউট অফ চাটার্ড অ্যাকাউন্টট্যান্টস্ অফ ইন্ডিয়ার (ICAI) পক্ষ থেকে ICAI CA ফাউন্ডেশন ২০২২-পরীক্ষার ফলপ্রকাশ করা হল৷ চাটার্ড অ্যাকাউন্টের এই পরীক্ষায় গত বছর অর্থাৎ ২০২২ সালে যাঁরা বসেছিলেন তাঁরা সংস্থাটির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ফলাফল যাচাই করতে পারবেন সঙ্গে রেজাল্ট ডাউনলোডও করে নিতে পারবেন৷

কীভাবে দেখবেন রেজাল্ট তার বিশদ বিবরন রইল নীচে

পরীক্ষার্থীরা ICAI CA ফাউন্ডেশন ডিসেম্বর ২০২২-এর ফলাফল দেখার জন্য ICAI-এর নিম্নোক্ত দুটি অফিসিয়াল ওয়েব,সাইটে ক্লিক করুন৷
advertisement
সূত্রের খবর অনুযায়ী মেরিট লিস্ট-সহ অন্যান্য জরুরি তথ্য খুব শীঘ্রই অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হবে৷ প্রার্থীদের কাছে অনুরোধ তাঁরা যেন প্রতিদিন ওয়েবসাইটে গিয়ে খোঁজ রাখেন৷ যাতে ফল প্রকাশের পর কোনও ভাবেই তা জানতে দেরী না হয়৷
advertisement
দেশে চাটার্ড অ্যাকাউন্টট্যান্টস্ নিয়োগের জন্য এই পরীক্ষাটি করে ইন্সিটিউট অফ চাটার্ড অ্যাকাউন্ট্যাটস্ অফ ইন্ডিয়া বা সংক্ষেপে ICAI. ২০২২-এর ডিসেম্বেরের ১৪,১৬, ১৮ এবং ২০ তারিখে হয়েছিল এই পরীক্ষা৷ বর্তমানে ভবিষ্যতের চাটার্ড অ্যাকাউন্টট্যান্টরা এর ফল প্রকাশের জন্য অধীর অপেক্ষায় রয়েছে৷
বাংলা খবর/ খবর/শিক্ষা/
ICAI CA Foundation December Result 2022: ICAI CA ২০২২-এর ফল প্রকাশিত, হবু চাটার্ড অ্যাকাউন্টট্যান্টরা রেজাল্ট দেখুন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement