হোম /খবর /শিক্ষা /
ICAI CA ২০২২-এর ফল প্রকাশিত, হবু চাটার্ড অ্যাকাউন্টট্যান্টরা রেজাল্ট দেখুন

ICAI CA Foundation December Result 2022: ICAI CA ২০২২-এর ফল প্রকাশিত, হবু চাটার্ড অ্যাকাউন্টট্যান্টরা রেজাল্ট দেখুন

ICAI CA ২০২২-এর ফল প্রকাশিত, হবু চাটার্ড অ্যাকাউন্টট্যান্টরা রেজাল্ট দেখুন

ICAI CA ২০২২-এর ফল প্রকাশিত, হবু চাটার্ড অ্যাকাউন্টট্যান্টরা রেজাল্ট দেখুন

ইন্সিটিউট অফ চাটার্ড অ্যাকাউন্টট্যান্টস্ অফ ইন্ডিয়ার (ICAI) পক্ষ থেকে ICAI CA ফাউন্ডেশন ২০২২-পরীক্ষার ফলপ্রকাশ করা হল৷

  • Share this:

নয়াদিল্লি: ইন্সিটিউট অফ চাটার্ড অ্যাকাউন্টট্যান্টস্ অফ ইন্ডিয়ার (ICAI) পক্ষ থেকে ICAI CA ফাউন্ডেশন ২০২২-পরীক্ষার ফলপ্রকাশ করা হল৷ চাটার্ড অ্যাকাউন্টের এই পরীক্ষায় গত বছর অর্থাৎ ২০২২ সালে যাঁরা বসেছিলেন তাঁরা সংস্থাটির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ফলাফল যাচাই করতে পারবেন সঙ্গে রেজাল্ট ডাউনলোডও করে নিতে পারবেন৷

কীভাবে দেখবেন রেজাল্ট তার বিশদ বিবরন রইল নীচে

পরীক্ষার্থীরা ICAI CA ফাউন্ডেশন ডিসেম্বর ২০২২-এর ফলাফল দেখার জন্য ICAI-এর নিম্নোক্ত দুটি অফিসিয়াল ওয়েব,সাইটে ক্লিক করুন৷

icai.org

icai.nic.in

সূত্রের খবর অনুযায়ী মেরিট লিস্ট-সহ অন্যান্য জরুরি তথ্য খুব শীঘ্রই অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হবে৷ প্রার্থীদের কাছে অনুরোধ তাঁরা যেন প্রতিদিন ওয়েবসাইটে গিয়ে খোঁজ রাখেন৷ যাতে ফল প্রকাশের পর কোনও ভাবেই তা জানতে দেরী না হয়৷

আরও পড়ুন: তিন বছরের ৩৮ হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বাজেটে বিরাট ঘোষণা করলেন নির্মলা

আরও পড়ুন: স্কুল ব‍্যাগ ছাড়াই স্কুল! কেমন হবে সেই দশ দিন? এবার নতুন নির্দেশিকা জারি CISCE-র

দেশে চাটার্ড অ্যাকাউন্টট্যান্টস্ নিয়োগের জন্য এই পরীক্ষাটি করে ইন্সিটিউট অফ চাটার্ড অ্যাকাউন্ট্যাটস্ অফ ইন্ডিয়া বা সংক্ষেপে ICAI. ২০২২-এর ডিসেম্বেরের ১৪,১৬, ১৮ এবং ২০ তারিখে হয়েছিল এই পরীক্ষা৷ বর্তমানে ভবিষ্যতের চাটার্ড অ্যাকাউন্টট্যান্টরা এর ফল প্রকাশের জন্য অধীর অপেক্ষায় রয়েছে৷

Published by:Ankita Tripathi
First published:

Tags: Education, Examination